ETV Bharat / state

কেরালায় প্রবেশ করল বর্ষা , প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে - প্রাক বর্ষার বৃষ্টি

কেরালায় বর্ষা প্রবেশ করতেই ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে । স্বভাবতই, দু'সপ্তাহের মধ্যে উত্তরের হিমালয় সংলগ্ন এলাকায় অর্থাৎ সিকিম-সহ উত্তরবঙ্গের একাংশে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । তবে আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । যার গতিপ্রকৃতি দেখার পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানান সিকিম আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক গোপীনাথ রাহা ।

North Bengal
প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে
author img

By

Published : Jun 2, 2020, 7:24 AM IST

দার্জিলিং , 2 জুন : সোমবারই কেরালায় প্রবেশ করেছে বর্ষা । এবার তার প্রভাবে খুব তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গে । এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা । ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি ।

সাধারণত , উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসমি বায়ু প্রবেশ করে 10 জুন । এটা অনেকটাই নির্ভর করে কেরালায় বর্ষা কবে প্রবেশ করছে তার উপর । কখনও দেরি হয় । আবার কখনও সময়ের আগেই বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গে । পুরোটাই নির্ভর করে কেরালার বর্ষার বৃষ্টি শুরু হওয়ার উপর । এবছর 1 জুন কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে । স্বভাবতই, দু'সপ্তাহের মধ্যে উত্তরের হিমালয় সংলগ্ন এলাকায় অর্থাৎ সিকিম-সহ উত্তরবঙ্গের একাংশে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ এলাকায় ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে । দক্ষিণ-পশ্চিম মৌসমি বায়ু প্রবেশ করলেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে ।

যদিও সিকিম আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক গোপীনাথ রাহা বলেন , "আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । সেদিকে , আপতত নজর রাখছেন তাঁরা । এর গতিপ্রকৃতি দেখার পরেই বিষয়টি স্পষ্ট হবে । আর কয়েকদিন পর অর্থাৎ চার-পাঁচদিন পর এ বিষয়ে আরও কিছু তথ্য পাওয়া যাবে । "

দার্জিলিং , 2 জুন : সোমবারই কেরালায় প্রবেশ করেছে বর্ষা । এবার তার প্রভাবে খুব তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গে । এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা । ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি ।

সাধারণত , উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসমি বায়ু প্রবেশ করে 10 জুন । এটা অনেকটাই নির্ভর করে কেরালায় বর্ষা কবে প্রবেশ করছে তার উপর । কখনও দেরি হয় । আবার কখনও সময়ের আগেই বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গে । পুরোটাই নির্ভর করে কেরালার বর্ষার বৃষ্টি শুরু হওয়ার উপর । এবছর 1 জুন কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে । স্বভাবতই, দু'সপ্তাহের মধ্যে উত্তরের হিমালয় সংলগ্ন এলাকায় অর্থাৎ সিকিম-সহ উত্তরবঙ্গের একাংশে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ এলাকায় ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে । দক্ষিণ-পশ্চিম মৌসমি বায়ু প্রবেশ করলেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে ।

যদিও সিকিম আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক গোপীনাথ রাহা বলেন , "আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । সেদিকে , আপতত নজর রাখছেন তাঁরা । এর গতিপ্রকৃতি দেখার পরেই বিষয়টি স্পষ্ট হবে । আর কয়েকদিন পর অর্থাৎ চার-পাঁচদিন পর এ বিষয়ে আরও কিছু তথ্য পাওয়া যাবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.