ETV Bharat / state

Nisith on CAA: সারা দেশেই ধীরে ধীরে লাগু হবে সিএএ, জানালেন মোদির মন্ত্রী নিশীথ

author img

By

Published : Nov 2, 2022, 6:55 PM IST

গুজরাতের একটি অংশ নাগরিকত্ব আইন বলবৎ করা হয়েছে৷ এবার দেশের অন্য অংশেও সিএএ (CAA) বলবৎ করা হবে৷ বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ।

modi-government-minister-nisith-pramanik-claims-caa-will-be-implemented-across-india-soon
Nisith on CAA: সারা দেশেই ধীরে ধীরে লাগু হবে সিএএ, জানালেন মোদির মন্ত্রী নিশীথ

শিলিগুড়ি, 2 নভেম্বর: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর এবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ (CAA) লাগু নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । তিনি বলেন, "শুধু মাত্র গুজরাতে নয় । উদ্বাস্তু ও শরণার্থীদের সিএএ-এ আওতাভুক্ত করা হবে । গোটা দেশের প্রত্যেক জায়গায় এই আইন লাগু করা হবে ।"

বুধবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী । আর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএএ নিয়ে এই মন্তব্য করেন নিশীথ প্রামাণিক । এদিন তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো দেশে যাঁরা সংখ্যালঘু ৷ যাঁদের ওই দেশে অস্তিত্ব বিপন্ন হচ্ছে, তাঁদের এদেশে জায়গা দিতেই সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে ৷ শুধু গুজরাত নয় ধীরে ধীরে সারা দেশে এই আইন বলবৎ হবে ৷

প্রসঙ্গত, দ্বিতীয় কেন্দ্রে সরকার গড়ার পর নাগরিকত্ব আইন সংশোধন করে মোদি সরকার (Modi Government) ৷ কিন্তু সেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ৷ ভারতের সংখ্যালঘুদের জীবন এতে বিপন্ন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকে ৷ সেই আইন করোনা অতিমারী-সহ নানা কারণে এখনও কার্যকর হয়নি ৷

এর মধ্যেই গুজরাতের একটি নির্দিষ্ট এলাকায় প্রতিবেশী তিন রাজ্য থেকে আসা সেখানকার সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয় । কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, গুজরাটের দুই জেলা মেহসানা ও আনন্দে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে । তবে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলির সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, খৃষ্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থীদেরই এই নাগরিকত্ব দেওয়া হবে ।

আর এই নাগরিকত্ব দেওয়া হবে 2019 সালে তৈরি আইন সিএএ-এর ভিত্তিতে নয় । তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে 1955 সালের সিটিজেনস অ্যাক্ট অনুযায়ী । সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গুজরাটের ওই দুই জেলার জেলাশাসকদের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

তারপর থেকেই বিষয়টি নিয়ে রাজ্যে আলোচনা শুরু হয়েছে । বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, দেশে সিএএ লাগুর প্রক্রিয়া শুরু হয়েছে । গুজরাতে যখন উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, বাংলাতেও দেওয়া হবে । কারণ এক যাত্রায় পৃথক ফল হয় না । সেই একই কথা শোনা গেল নিশীথ প্রামাণিকের মুখেও৷

যদিও এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গুজরাতে যেভাবে নাগরিকত্ব (Gujarat Citizenship Issue) দেওয়া হয়েছে, তাতে সমর্থন নেই তাঁর । মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘গুজরাতে নাগরিকত্ব প্রদান আসলে ভোট রাজনীতি । সেখানে নির্বাচনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’’ বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই রাজ্যে এই ধরনের ভোটের রাজনীতি করতে দেওয়া হবে না ।

মুখ্যমন্ত্রী মনে করেন, যাঁরা ভারতবর্ষে বসবাস করেন, তাঁরা সকলেই ভারতীয় নাগরিক । তিনি বলেন, ‘‘এ রাজ্যে কোনোভাবেই সিএএ লাগু হতে দেবেন না ।’’

আরও পড়ুন: গুজরাতে নাগরিকত্ব দেওয়া ভোট-রাজনীতি, বাংলায় সিএএ লাগু হবে না, বললেন মমতা

শিলিগুড়ি, 2 নভেম্বর: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর এবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ (CAA) লাগু নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । তিনি বলেন, "শুধু মাত্র গুজরাতে নয় । উদ্বাস্তু ও শরণার্থীদের সিএএ-এ আওতাভুক্ত করা হবে । গোটা দেশের প্রত্যেক জায়গায় এই আইন লাগু করা হবে ।"

বুধবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী । আর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএএ নিয়ে এই মন্তব্য করেন নিশীথ প্রামাণিক । এদিন তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো দেশে যাঁরা সংখ্যালঘু ৷ যাঁদের ওই দেশে অস্তিত্ব বিপন্ন হচ্ছে, তাঁদের এদেশে জায়গা দিতেই সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে ৷ শুধু গুজরাত নয় ধীরে ধীরে সারা দেশে এই আইন বলবৎ হবে ৷

প্রসঙ্গত, দ্বিতীয় কেন্দ্রে সরকার গড়ার পর নাগরিকত্ব আইন সংশোধন করে মোদি সরকার (Modi Government) ৷ কিন্তু সেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ৷ ভারতের সংখ্যালঘুদের জীবন এতে বিপন্ন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকে ৷ সেই আইন করোনা অতিমারী-সহ নানা কারণে এখনও কার্যকর হয়নি ৷

এর মধ্যেই গুজরাতের একটি নির্দিষ্ট এলাকায় প্রতিবেশী তিন রাজ্য থেকে আসা সেখানকার সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয় । কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, গুজরাটের দুই জেলা মেহসানা ও আনন্দে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে । তবে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলির সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, খৃষ্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থীদেরই এই নাগরিকত্ব দেওয়া হবে ।

আর এই নাগরিকত্ব দেওয়া হবে 2019 সালে তৈরি আইন সিএএ-এর ভিত্তিতে নয় । তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে 1955 সালের সিটিজেনস অ্যাক্ট অনুযায়ী । সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গুজরাটের ওই দুই জেলার জেলাশাসকদের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

তারপর থেকেই বিষয়টি নিয়ে রাজ্যে আলোচনা শুরু হয়েছে । বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, দেশে সিএএ লাগুর প্রক্রিয়া শুরু হয়েছে । গুজরাতে যখন উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, বাংলাতেও দেওয়া হবে । কারণ এক যাত্রায় পৃথক ফল হয় না । সেই একই কথা শোনা গেল নিশীথ প্রামাণিকের মুখেও৷

যদিও এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গুজরাতে যেভাবে নাগরিকত্ব (Gujarat Citizenship Issue) দেওয়া হয়েছে, তাতে সমর্থন নেই তাঁর । মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘গুজরাতে নাগরিকত্ব প্রদান আসলে ভোট রাজনীতি । সেখানে নির্বাচনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’’ বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই রাজ্যে এই ধরনের ভোটের রাজনীতি করতে দেওয়া হবে না ।

মুখ্যমন্ত্রী মনে করেন, যাঁরা ভারতবর্ষে বসবাস করেন, তাঁরা সকলেই ভারতীয় নাগরিক । তিনি বলেন, ‘‘এ রাজ্যে কোনোভাবেই সিএএ লাগু হতে দেবেন না ।’’

আরও পড়ুন: গুজরাতে নাগরিকত্ব দেওয়া ভোট-রাজনীতি, বাংলায় সিএএ লাগু হবে না, বললেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.