ETV Bharat / state

শিলিগুড়িতে চালু ভ্রাম্যমাণ স্যানিটারি টানেল

রাজ্যের বিভিন্ন জায়গায় স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু হয়েছে । এলাকার মানুষকে স্যানিটাইজ়়ড করতে এগিয়ে এলেন কাউন্সিলর । শিলিগুড়িতে স্যানিটারি টানেলের ব্যবস্থা করা হয়েছে ।

aa
স্যানিটারি টানেল
author img

By

Published : Apr 17, 2020, 1:51 PM IST

শিলিগুড়ি, 17 এপ্রিল: শিলিগুড়িতে কোরোনা সংক্রমণ রোধে সচেতনতার বার্তা দিতে চালু হল ভ্রাম্যমাণ স্যানিটারি টানেল । পৌরনিগমের কাউন্সিলর মানিক দে-এর উদ্যোগে আপাতত 13 নম্বর ওয়ার্ডে চালু হয়েছে টানেলটি । চেষ্টা করা হচ্ছে যাতে অন্য ওয়ার্ডেও চালু করা যায় ।

মানিক দে জানান, "হাতের কাছে যা উপকরণ পেয়েছি তা দিয়েই অস্থায়ী স্যানিটারি টানেলটি তৈরি করেছি । জলের সঙ্গে, কোরোনা সংক্রমণরোধক রাসায়নিক ও স্যানিটাইজ়ার মিশিয়ে স্প্রে করা হচ্ছে বাজার এলাকা থেকে ফিরে আসা মানুষদের । বাড়ি ফেরার পথে সকলতে এই টানেলে ঢুকে স্যানিটাইজ়ড হতে আবেদন রাখছি । এক এক দিন এক এক জায়গায় সকাল থেকে এই টানেল নিয়ে পৌঁছে যাওয়া হচ্ছে ।"

কোরোনা সংক্রমণ রোধে স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় । বারবার সচেতন থাকতে বলা হচ্ছে মানুষকে । ঘরে থাকতে বলা হচ্ছে । কিন্তু জিনিস কেনাকাটা করার সময় অনেক সময়ই ভিড় নজরে পড়ছে বিভিন্ন বাজার এলাকায় । বাজার করে বাড়ির ফিরে যাওয়ার সময় তাই সকলে যাতে জীবাণুমুক্ত হয়ে বাড়ি ফিরতে পারেন সেইজন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর ।

স্যানিটারি টানেল হল মূলত ছোট্ট ঘরের মতো একটি অস্থায়ী ভ্রাম্যমাণ ব্যবস্থা । যার মধ্যে থাকছে একটি ফ্যান । স্যানিটারি টানেলের মধ্যে কেউ ঢোকার পরই তাঁর সারা শরীরে ওই ফ্যানের হাওয়ার সাহায্যে স্প্রে করা হচ্ছে জীবাণুনাশক । জলের সঙ্গে কোরোনা সংক্রমণরোধক রাসায়নিক ও স্যানিটাইজ়ার স্প্রে করা হচ্ছে ।

কাউন্সিলর বলেন, "বহু মানুষ রোজ বাজারে যাচ্ছেন । নানা কাজ নিয়ে বাইরে বের হতে হচ্ছে অনেককেই । তাঁদের স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে আমাদের । আমরা জানি ইতিমধ্যেই ক্লাস্টার জ়োনে নাম রয়েছে জেলার । সেই কারণেই এমন ভাবনা মাথায় আসে । তাই রোজ নিয়ম করে বাজার ও ভিড় এলাকায় এভাবে মানুষদের পরিচ্ছন্ন করার চেষ্টা করছি । সকলকে আবেদন জানাচ্ছি বাড়ি ফেরার পথে একবার করে তাঁরা যেন এই টানেলে ঢুকে নিজেকে জীবাণুমুক্ত করেন ।"

শিলিগুড়ি, 17 এপ্রিল: শিলিগুড়িতে কোরোনা সংক্রমণ রোধে সচেতনতার বার্তা দিতে চালু হল ভ্রাম্যমাণ স্যানিটারি টানেল । পৌরনিগমের কাউন্সিলর মানিক দে-এর উদ্যোগে আপাতত 13 নম্বর ওয়ার্ডে চালু হয়েছে টানেলটি । চেষ্টা করা হচ্ছে যাতে অন্য ওয়ার্ডেও চালু করা যায় ।

মানিক দে জানান, "হাতের কাছে যা উপকরণ পেয়েছি তা দিয়েই অস্থায়ী স্যানিটারি টানেলটি তৈরি করেছি । জলের সঙ্গে, কোরোনা সংক্রমণরোধক রাসায়নিক ও স্যানিটাইজ়ার মিশিয়ে স্প্রে করা হচ্ছে বাজার এলাকা থেকে ফিরে আসা মানুষদের । বাড়ি ফেরার পথে সকলতে এই টানেলে ঢুকে স্যানিটাইজ়ড হতে আবেদন রাখছি । এক এক দিন এক এক জায়গায় সকাল থেকে এই টানেল নিয়ে পৌঁছে যাওয়া হচ্ছে ।"

কোরোনা সংক্রমণ রোধে স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় । বারবার সচেতন থাকতে বলা হচ্ছে মানুষকে । ঘরে থাকতে বলা হচ্ছে । কিন্তু জিনিস কেনাকাটা করার সময় অনেক সময়ই ভিড় নজরে পড়ছে বিভিন্ন বাজার এলাকায় । বাজার করে বাড়ির ফিরে যাওয়ার সময় তাই সকলে যাতে জীবাণুমুক্ত হয়ে বাড়ি ফিরতে পারেন সেইজন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর ।

স্যানিটারি টানেল হল মূলত ছোট্ট ঘরের মতো একটি অস্থায়ী ভ্রাম্যমাণ ব্যবস্থা । যার মধ্যে থাকছে একটি ফ্যান । স্যানিটারি টানেলের মধ্যে কেউ ঢোকার পরই তাঁর সারা শরীরে ওই ফ্যানের হাওয়ার সাহায্যে স্প্রে করা হচ্ছে জীবাণুনাশক । জলের সঙ্গে কোরোনা সংক্রমণরোধক রাসায়নিক ও স্যানিটাইজ়ার স্প্রে করা হচ্ছে ।

কাউন্সিলর বলেন, "বহু মানুষ রোজ বাজারে যাচ্ছেন । নানা কাজ নিয়ে বাইরে বের হতে হচ্ছে অনেককেই । তাঁদের স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে আমাদের । আমরা জানি ইতিমধ্যেই ক্লাস্টার জ়োনে নাম রয়েছে জেলার । সেই কারণেই এমন ভাবনা মাথায় আসে । তাই রোজ নিয়ম করে বাজার ও ভিড় এলাকায় এভাবে মানুষদের পরিচ্ছন্ন করার চেষ্টা করছি । সকলকে আবেদন জানাচ্ছি বাড়ি ফেরার পথে একবার করে তাঁরা যেন এই টানেলে ঢুকে নিজেকে জীবাণুমুক্ত করেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.