ETV Bharat / state

আগাম সতর্কতা, সোয়াব টেস্ট করাতে আগ্রহী মন্ত্রী গৌতম দেব - কোভিড-19 প্যানডেমিক

স্থানীয় সংবাদমাধ্যমের কর্মীদের সোয়াব টেস্টের ব্যবস্থা করাতে স্বাস্থ্য বিভাগের কর্তাদের কাছে অনুরোধ করেন মন্ত্রী গৌতম দেব।

গৌতম দেব
গৌতম দেব
author img

By

Published : May 21, 2020, 4:49 PM IST

শিলিগুড়ি, 21 মে: আগাম সতর্কতা হিসেবে নিজের সোয়াব টেস্ট করাতে চান রাজ্যের মন্ত্রী গৌতম দেব । আজ তিনি এই নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কাছে স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীদের সোয়াব টেস্ট করাতে অনুরোধ করেন তিনি ।

আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের সোয়াব টেস্টের ব্যবস্থা করতে প্রশাসনিক কর্তাদের ফোন করেন তিনি । কথা প্রসঙ্গে জানান, তিনি নিজেও এই টেস্ট করতে আগ্রহী । মন্ত্রী বলেন, "স্বাস্থ্যবিধি মেনেই চলছি । সুস্থ আছি । অযথা ভিড়ের মধ্যে যাচ্ছি না । তবে কিছু প্রশাসনিক বৈঠক করতে হচ্ছে । সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করছি ।"


কোরোনা সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, "কোরোনা বাড়ছে । এ নিয়ে সচেতন থাকতে হবে সকলকেই । মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । মানতে হবে সামাজিক দূরত্ব । সকলেই স্বাস্থ্যবিধি মানুন এটাই চাইছি । স্বাস্থ্য দপ্তর ভালো কাজ করছে । কোরোনা আক্রান্ত অনেকেই সুস্থ হচ্ছেন । রেগুলেটেড মার্কেটে যাঁরা যাচ্ছেন তাঁদের স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছি ।"

একইসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যর সমালোচনা শোনা যায় তাঁর মুখে । তাঁর উদ্দেশে মন্ত্রী বলেন, "প্রশাসক পদে বসে রাজনীতি নয়, কাজ করুন । প্রাক বর্ষায় শহরের ড্রেন সংস্কারের কাজ হচ্ছে না ।"

শিলিগুড়ি, 21 মে: আগাম সতর্কতা হিসেবে নিজের সোয়াব টেস্ট করাতে চান রাজ্যের মন্ত্রী গৌতম দেব । আজ তিনি এই নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কাছে স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীদের সোয়াব টেস্ট করাতে অনুরোধ করেন তিনি ।

আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের সোয়াব টেস্টের ব্যবস্থা করতে প্রশাসনিক কর্তাদের ফোন করেন তিনি । কথা প্রসঙ্গে জানান, তিনি নিজেও এই টেস্ট করতে আগ্রহী । মন্ত্রী বলেন, "স্বাস্থ্যবিধি মেনেই চলছি । সুস্থ আছি । অযথা ভিড়ের মধ্যে যাচ্ছি না । তবে কিছু প্রশাসনিক বৈঠক করতে হচ্ছে । সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করছি ।"


কোরোনা সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, "কোরোনা বাড়ছে । এ নিয়ে সচেতন থাকতে হবে সকলকেই । মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । মানতে হবে সামাজিক দূরত্ব । সকলেই স্বাস্থ্যবিধি মানুন এটাই চাইছি । স্বাস্থ্য দপ্তর ভালো কাজ করছে । কোরোনা আক্রান্ত অনেকেই সুস্থ হচ্ছেন । রেগুলেটেড মার্কেটে যাঁরা যাচ্ছেন তাঁদের স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছি ।"

একইসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যর সমালোচনা শোনা যায় তাঁর মুখে । তাঁর উদ্দেশে মন্ত্রী বলেন, "প্রশাসক পদে বসে রাজনীতি নয়, কাজ করুন । প্রাক বর্ষায় শহরের ড্রেন সংস্কারের কাজ হচ্ছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.