দার্জিলিং, 28 মে : অনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক (minister Bulu Chik Baraik meets Bimal Gurung) । শনিবার তিনি দার্জিলিংয়ের সিংমারিতে অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেন এবং তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন জানান (Bimal Gurung on Hunger Strike)। বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করার আগে এদিন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি-সহ অন্যান্য দলীয় নেতৃত্বর সঙ্গেও বৈঠক করেন তিনি ।
বিমল গুরুংয়ের সঙ্গে রাজ্যের মন্ত্রীর এই সাক্ষাতের পর জল্পনার পারদ আরও কিছুটা চড়েছে পাহাড়ের রাজনীতিতে । যদিও, মন্ত্রীর আবেদন সত্ত্বেও অনশন প্রত্যাহার করতে রাজি হননি বিমল গুরুং । জিটিএ নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং । শনিবার চতুর্থ দিনে পড়ল তাঁর এই অনশন কর্মসূচি ৷
আরও পড়ুন : জিটিএ নির্বাচন পিছনোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি মোর্চার
বিমল গুরুংয়ের দাবি, জিটিএ নির্বাচনের আগে জিটিএ চুক্তিতে উল্লেখ থাকা দাবিগুলি আগে পূরণ করতে রাজ্য সরকারকে । জিটিএ নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার চিঠিও পাঠিয়েছেন মোর্চা সম্পাদক রোশন গিরি । সেই চিঠি পাঠানোর পরেই এদিন রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে যান এবং তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন করেন । বৈঠকের পর বুলুচিক বরাইক বলেন, "আমার সঙ্গে খুব ভাল সম্পর্ক বিমল গুরুংয়ের । বিধানসভা নির্বাচনের সময় আমার হয়ে প্রচার করেছেন । সেজন্য আমি এসেছি এবং তাঁকে অনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছি । তবে তিনি যেসব দাবি রেখেছেন তা নিয়ে আলোচনা করা সম্ভব নয় । কারণ এখন নির্বাচনি বিধি লাগু হয়ে গিয়েছে । নির্বাচন মিটলেই সমস্ত দাবি আমি জায়গা মতো পৌঁছে দেব ।"