ETV Bharat / state

'জনতা কারফিউ'-র দিন মিড ডে মিল বিতরণ, দেখা নেই অভিভাবকদের - জনতা কারফিউ

'জনতা কারফিউ'-র দিনই স্কুলে স্কুলে মিড ডে মিল সামগ্রী বিতরণ কর্মসূচি ৷ তবুও দেখা মিলল না অভিভাবকদের ।

জনতা কারফিউ
জনতা কারফিউ
author img

By

Published : Mar 22, 2020, 4:01 PM IST

Updated : Mar 22, 2020, 4:28 PM IST

শিলিগুড়ি, 22 মার্চ : নির্দিষ্ট সূচি মেনে আজ 'জনতা কারফিউ'-র দিনই স্কুলে স্কুলে মিড ডে মিল সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় শিলিগুড়িতে । প্রস্তুতি ছিল শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়েও । মিলের সামগ্রী বিতরণের লক্ষ্যে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা-সহ অন্যান্যরাও । তবুও দিনভর দেখা মিলল না অভিভাবকদের ।

গতকালই রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব জানান, "মিড ডে মিল সামগ্রী হিসেবে দুই কেজি আলু ও দুই কেজি চাল বিতরণ করা হবে ।" পরবর্তীতে জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ মোতাবেক আজ সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় স্কুলের তরফে । তবে পরে জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের তরফে জানানো হয়, এদিনের কর্মসূচি বাধ্যতামূলক নয় । তথাপি আগাম সূচনা জারি হওয়ার দরুণ মিড ডে মিল সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। স্যানিটাইজ়ারের ব্যবস্থাও করা হয়েছিল। তবে এদিন সেভাবে কোনও অভিভাবককে দেখা যায়নি স্কুল চত্বরে । একপ্রকার ফাঁকা পড়ে থাকে স্কুল চত্বর ।

'জনতা কারফিউ'-র দিন মিড ডে মিল বিতরণ

স্কুলের তরফে জানানো হয়েছে, এদিন মাত্র 11 জন অভিভাবক এসেছিলেন । তাঁদের হাতে মিড ডে মিল সামগ্রী তুলে দেওয়া হয়েছে । স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন লাহিড়ী বলেন, "আগাম নির্দেশিকা মোতাবেক আমরা এসেছিলাম । সবরকম প্রস্তুতি ছিল । তবে এদিন অভিভাবকেরা সেভাবে আসেননি । এক ছুটি, দুই জনতা কারফিউ । আসলে সবাই তো নিজেদের সেফ রাখতে চান । তবে যাই হোক আগামীতেও সময় রয়েছে । নির্দিষ্ট সূচি মেনে মিড ডে মিল সামগ্রী বিলি করা হবে । আমরাও প্রস্তুত ।" তিনি আরও বলেন, "আমরা আজ সকালে জানতে পারি এদিন মিড ডে মিল সামগ্রী বিতরণ প্রক্রিয়া বাধ্যতামূলক নয় । তবে অভিভাবকেরা ফিরে যাবেন সেই কথা ভেবেই আমরা এসেছিলাম ।"

শিলিগুড়ি, 22 মার্চ : নির্দিষ্ট সূচি মেনে আজ 'জনতা কারফিউ'-র দিনই স্কুলে স্কুলে মিড ডে মিল সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় শিলিগুড়িতে । প্রস্তুতি ছিল শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়েও । মিলের সামগ্রী বিতরণের লক্ষ্যে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা-সহ অন্যান্যরাও । তবুও দিনভর দেখা মিলল না অভিভাবকদের ।

গতকালই রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব জানান, "মিড ডে মিল সামগ্রী হিসেবে দুই কেজি আলু ও দুই কেজি চাল বিতরণ করা হবে ।" পরবর্তীতে জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ মোতাবেক আজ সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় স্কুলের তরফে । তবে পরে জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের তরফে জানানো হয়, এদিনের কর্মসূচি বাধ্যতামূলক নয় । তথাপি আগাম সূচনা জারি হওয়ার দরুণ মিড ডে মিল সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। স্যানিটাইজ়ারের ব্যবস্থাও করা হয়েছিল। তবে এদিন সেভাবে কোনও অভিভাবককে দেখা যায়নি স্কুল চত্বরে । একপ্রকার ফাঁকা পড়ে থাকে স্কুল চত্বর ।

'জনতা কারফিউ'-র দিন মিড ডে মিল বিতরণ

স্কুলের তরফে জানানো হয়েছে, এদিন মাত্র 11 জন অভিভাবক এসেছিলেন । তাঁদের হাতে মিড ডে মিল সামগ্রী তুলে দেওয়া হয়েছে । স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন লাহিড়ী বলেন, "আগাম নির্দেশিকা মোতাবেক আমরা এসেছিলাম । সবরকম প্রস্তুতি ছিল । তবে এদিন অভিভাবকেরা সেভাবে আসেননি । এক ছুটি, দুই জনতা কারফিউ । আসলে সবাই তো নিজেদের সেফ রাখতে চান । তবে যাই হোক আগামীতেও সময় রয়েছে । নির্দিষ্ট সূচি মেনে মিড ডে মিল সামগ্রী বিলি করা হবে । আমরাও প্রস্তুত ।" তিনি আরও বলেন, "আমরা আজ সকালে জানতে পারি এদিন মিড ডে মিল সামগ্রী বিতরণ প্রক্রিয়া বাধ্যতামূলক নয় । তবে অভিভাবকেরা ফিরে যাবেন সেই কথা ভেবেই আমরা এসেছিলাম ।"

Last Updated : Mar 22, 2020, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.