ETV Bharat / state

G-20 Summit: জি-20 বৈঠক বসছে দার্জিলিংয়ে, যোগ দেবেন 10 দেশের রাষ্ট্রদূত - দার্জিলিংয়ে জি 20 বৈঠক

নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হবে আগামী সেপ্টেম্বরে ৷ তার আগে দেশের বিভিন্ন প্রান্তে এই গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন বিষয়ে ছোট ছোট সম্মেলনে যোগ দিচ্ছেন ৷ পর্যটন নিয়ে এরকমই এক আন্তর্জাতিক বৈঠক হতে চলেছে দার্জিলিংয়ে ৷

Etv Bharat
জি-20 প্রস্তুতি বৈঠক
author img

By

Published : Mar 30, 2023, 11:06 PM IST

দার্জিলিং, 30 মার্চ: জি-20 গোষ্ঠীর বৈঠকের জন্য প্রস্তুত শৈলশহর দার্জিলিং । শৈলরানির পাশাপাশি এই বৈঠক আয়োজিত হবে কার্শিয়াং ও শিলিগুড়িতেও ৷ উত্তরবঙ্গের এই শহরগুলিতে আগামী 1 এপ্রিল থেকে 4 এপ্রিল জি-20 গোষ্ঠীর পর্যটন সংক্রান্ত বৈঠক বসছে ৷ এই বৈঠকগুলিতে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিদের জন্য একাধিক অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, রাজ্য সরকার, জিটিএ এবং জেলা প্রশাসনের তরফে ।

এই সম্মেলনে মূলত পর্যটনের উপর জোর দেওয়া হচ্ছে । ভারত করোনা পরবর্তী পরিস্থিতি মোটের উপর সামলে উঠতে পারলেও অনেক দেশ এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেনি । আর জি-20 বৈঠকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি করোনা পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা ৷ গত 7 ফেব্রুয়ারি গুজরাতের কচ্ছের রণে পর্যটন সংক্রান্ত জি-20 বৈঠকের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে । দ্বিতীয়টি আয়োজিত হচ্ছে এরাজ্যের দার্জিলিং জেলায় । আন্তর্জাতিক সীমান্ত ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ার কারণে দার্জিলিং জেলা ও শিলিগুড়িকে বেছে নিয়েছে কেন্দ্র সরকার । এই সংক্রান্ত আলোচনাসভার তৃতীয় পর্ব আয়োজিত হবে উত্তর ভারতে এবং চতুর্থটি হবে গোয়াতে।

দার্জিলিংয়ে আয়োজিত এই সম্মেলনে এই প্রথম জি-20 গোষ্ঠীর সদস্য ব্রিটেন, মেক্সিকো, কানাডা, জার্মানি, জাপান, ব্রাজিল-সহ মোট 10টি দেশের রাষ্ট্রদূত ও উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকবেন । পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রতিনিধিরাও । ইতিমধ্যে এই সম্মেলনকে কেন্দ্র করে পাহাড় থেকে সমতলে সমস্তরকম পরিকাঠামোগত উন্নয়ন করেছে রাজ্য সরকার ।

বৃহস্পতিবার কার্শিয়াংয়ের একটি আভিজাত হোটেলে জি-20 নিয়ে একটি বৈঠক আয়োজিত হয় । সেই বৈঠকে জেলা প্রশাসন, জিটিএ, পর্যটন ব্যবসায়ী থেকে উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন জি -20 এর চিফ কো-অর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিঙ্গলা ও পর্যটন মন্ত্রকের সচিব অরবিন্দ সিং। হর্ষবর্ধন শ্রিঙ্গলা বলেন, "জি-20 সামিট উত্তর-পূর্ব ভারতে পর্যটনে জোয়ার আনবে । বিশ্বের মানচিত্রে দার্জিলিং উঠে আসবে । এই প্রথম এতো বড় ও বিশ্বমানের সম্মেলন দার্জিলিংয়ে আয়োজিত হচ্ছে । যা ইতিহাস হয়ে থাকবে । বিদেশি প্রতিনিধিদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।"

আরও পড়ুন: সবুজ সাথীর সাইকেল পিছু টাকা নেওয়ার অভিযোগ, স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের

চা শিল্প, টি ট্যুরিজম, দার্জিলিং হিমালয়ান রেল, পাহাড়ি সংস্কৃতি এইসব এই সামিটে তুলে ধরা হবে ৷ বিদেশি প্রতিনিধিদের জন্য ঘুম থেকে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং পর্যন্ত চার্টার্ড জয় রাইডের ব্যবস্থা করেছে ডিএইচআর । থাকবে খুকরি নাচ, ড্রাগিন ডান্স, তামাং ডান্স-সহ লোকশিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান ।

দার্জিলিং, 30 মার্চ: জি-20 গোষ্ঠীর বৈঠকের জন্য প্রস্তুত শৈলশহর দার্জিলিং । শৈলরানির পাশাপাশি এই বৈঠক আয়োজিত হবে কার্শিয়াং ও শিলিগুড়িতেও ৷ উত্তরবঙ্গের এই শহরগুলিতে আগামী 1 এপ্রিল থেকে 4 এপ্রিল জি-20 গোষ্ঠীর পর্যটন সংক্রান্ত বৈঠক বসছে ৷ এই বৈঠকগুলিতে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিদের জন্য একাধিক অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, রাজ্য সরকার, জিটিএ এবং জেলা প্রশাসনের তরফে ।

এই সম্মেলনে মূলত পর্যটনের উপর জোর দেওয়া হচ্ছে । ভারত করোনা পরবর্তী পরিস্থিতি মোটের উপর সামলে উঠতে পারলেও অনেক দেশ এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেনি । আর জি-20 বৈঠকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি করোনা পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা ৷ গত 7 ফেব্রুয়ারি গুজরাতের কচ্ছের রণে পর্যটন সংক্রান্ত জি-20 বৈঠকের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে । দ্বিতীয়টি আয়োজিত হচ্ছে এরাজ্যের দার্জিলিং জেলায় । আন্তর্জাতিক সীমান্ত ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ার কারণে দার্জিলিং জেলা ও শিলিগুড়িকে বেছে নিয়েছে কেন্দ্র সরকার । এই সংক্রান্ত আলোচনাসভার তৃতীয় পর্ব আয়োজিত হবে উত্তর ভারতে এবং চতুর্থটি হবে গোয়াতে।

দার্জিলিংয়ে আয়োজিত এই সম্মেলনে এই প্রথম জি-20 গোষ্ঠীর সদস্য ব্রিটেন, মেক্সিকো, কানাডা, জার্মানি, জাপান, ব্রাজিল-সহ মোট 10টি দেশের রাষ্ট্রদূত ও উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকবেন । পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রতিনিধিরাও । ইতিমধ্যে এই সম্মেলনকে কেন্দ্র করে পাহাড় থেকে সমতলে সমস্তরকম পরিকাঠামোগত উন্নয়ন করেছে রাজ্য সরকার ।

বৃহস্পতিবার কার্শিয়াংয়ের একটি আভিজাত হোটেলে জি-20 নিয়ে একটি বৈঠক আয়োজিত হয় । সেই বৈঠকে জেলা প্রশাসন, জিটিএ, পর্যটন ব্যবসায়ী থেকে উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন জি -20 এর চিফ কো-অর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিঙ্গলা ও পর্যটন মন্ত্রকের সচিব অরবিন্দ সিং। হর্ষবর্ধন শ্রিঙ্গলা বলেন, "জি-20 সামিট উত্তর-পূর্ব ভারতে পর্যটনে জোয়ার আনবে । বিশ্বের মানচিত্রে দার্জিলিং উঠে আসবে । এই প্রথম এতো বড় ও বিশ্বমানের সম্মেলন দার্জিলিংয়ে আয়োজিত হচ্ছে । যা ইতিহাস হয়ে থাকবে । বিদেশি প্রতিনিধিদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।"

আরও পড়ুন: সবুজ সাথীর সাইকেল পিছু টাকা নেওয়ার অভিযোগ, স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের

চা শিল্প, টি ট্যুরিজম, দার্জিলিং হিমালয়ান রেল, পাহাড়ি সংস্কৃতি এইসব এই সামিটে তুলে ধরা হবে ৷ বিদেশি প্রতিনিধিদের জন্য ঘুম থেকে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং পর্যন্ত চার্টার্ড জয় রাইডের ব্যবস্থা করেছে ডিএইচআর । থাকবে খুকরি নাচ, ড্রাগিন ডান্স, তামাং ডান্স-সহ লোকশিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.