শিলিগুড়ি , 6 ডিসেম্বর : আজ শিলিগুড়িতে সভা রয়েছে বিমল গুরঙের । তাঁর সভাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থক শিলিগুড়িতে এসেছেন । পাহাড় ও ডুয়ার্স থেকেও অনেকে এসেছেন । এর জেরে শহরে তৈরি হয়েছে তীব্র যানজট । এদিকে আজ পিএসসি-র পরীক্ষা রয়েছে । কিন্তু যানজটের কারণে অনেকে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারলেন না । শুধু তাই নয় , আদিবাসীদের রেল রোকো-র কারণেও নাজেহাল হতে হয় তাঁদের ।
আজ পিএসসি পরীক্ষার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা শিলিগুড়িতে এসেছেন । কিন্তু বিমল গুরুঙের সভা ও রেল রোকোর কারণে তাঁরা যানজটে আটকে যান । এর জেরে অনেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি । আবার দেরিতে পৌঁছানোর জন্য পরীক্ষায় বসতে না পারায় বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীদের একাংশ ।
আজ সারনা ধর্ম কোড লাগু করার দাবিতে ডালখোলা রেল স্টেশনে বিক্ষোভ দেখান আদিবাসী সেঙ্গেল অভিযান । আজ সকাল থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধ করে তারা । অবরোধের জেরে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন আটকে পড়ে । 34 নম্বর জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয় ।
ট্রেনে আসতে গিয়ে নাকাল হন বহু পরীক্ষার্থী । অনেকে বাসে আসতে গেলে বিমল গুরুঙের সভার জন্য শিলিগুড়িতে যানজটে আটকে যান । এরপরই পরীক্ষায় বসতে না পেরে বিক্ষোভ দেখান অনেকেই ।