ETV Bharat / state

উদ্বাস্তুদের পাট্টা বিলির সিদ্ধান্ত চমক মাত্র, কটাক্ষ অশোক ভট্টাচার্যের - শিলিগুড়ি খবর

25 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে উদ্বাস্তুদের পাট্টা দেওয়া হবে । এই উদ্যোগকে রাজনৈতিক চমক বলে কটাক্ষ করলেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য ৷

ashok
ashok
author img

By

Published : Nov 28, 2019, 10:29 AM IST

শিলিগুড়ি, 28 নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তুদের পাট্টা বিলির উদ্যোগকে কটাক্ষ করলেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য ৷ বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বিধানসভা ভোটের আগে একটা রাজনৈতিক চমকমাত্র ৷

অশোকবাবু বলেন , "খাস জমিতে বসবাসকারীদের পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী । কিন্তু রেলের জমিতে যাঁরা ইতিমধ্যেই বসবাস করছেন তাঁদের প্রতি সরকারের কী নীতি? স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"

গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর খাস জমিতে উদ্বাস্তুদের পাট্টা বিলির সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যে শুধু খাস জমিতে নয়, বিপুল সংখ্যায় উদ্বাস্তুরা রয়েছেন রেলের জমিতেও । বামেরা ক্ষমতায় থাকাকালীন রেলের থেকে জমি কিনে গরিব মানুষকে পাট্টার মাধ্যমে লিজ় দেওয়ার কাজ শুরু করেছিল । কিন্তু রাজ্যের মসনদে পালাবদলের পর সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়নি।"

অশোকবাবু আরও বলেন, "উদ্বাস্তু সমস্যা মেটাতে হলে শুধু রাজ্যের জমিতে বসবাসকারীদের পাট্টা দিলেই হবে না, যাঁরা রেলের জমিতে বসবাস করছেন তাঁদেরও জমির সুনিশ্চিত অধিকার দিতে হবে । কিন্তু তা নিয়ে রাজ্যের নীতি স্পষ্ট নয় । আমরা মনে করছি বিধানসভা নির্বাচনে আগে মুখ্যমন্ত্রীর তরফে ওই ঘোষণা কার্যত রাজনৈতিক চমক মাত্র ।" 25 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে উদ্বাস্তু যাঁরা রয়েছেন তাঁদেরকে পাট্টা প্রদান করা হবে ।

শিলিগুড়ি, 28 নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তুদের পাট্টা বিলির উদ্যোগকে কটাক্ষ করলেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য ৷ বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বিধানসভা ভোটের আগে একটা রাজনৈতিক চমকমাত্র ৷

অশোকবাবু বলেন , "খাস জমিতে বসবাসকারীদের পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী । কিন্তু রেলের জমিতে যাঁরা ইতিমধ্যেই বসবাস করছেন তাঁদের প্রতি সরকারের কী নীতি? স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"

গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর খাস জমিতে উদ্বাস্তুদের পাট্টা বিলির সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যে শুধু খাস জমিতে নয়, বিপুল সংখ্যায় উদ্বাস্তুরা রয়েছেন রেলের জমিতেও । বামেরা ক্ষমতায় থাকাকালীন রেলের থেকে জমি কিনে গরিব মানুষকে পাট্টার মাধ্যমে লিজ় দেওয়ার কাজ শুরু করেছিল । কিন্তু রাজ্যের মসনদে পালাবদলের পর সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়নি।"

অশোকবাবু আরও বলেন, "উদ্বাস্তু সমস্যা মেটাতে হলে শুধু রাজ্যের জমিতে বসবাসকারীদের পাট্টা দিলেই হবে না, যাঁরা রেলের জমিতে বসবাস করছেন তাঁদেরও জমির সুনিশ্চিত অধিকার দিতে হবে । কিন্তু তা নিয়ে রাজ্যের নীতি স্পষ্ট নয় । আমরা মনে করছি বিধানসভা নির্বাচনে আগে মুখ্যমন্ত্রীর তরফে ওই ঘোষণা কার্যত রাজনৈতিক চমক মাত্র ।" 25 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে উদ্বাস্তু যাঁরা রয়েছেন তাঁদেরকে পাট্টা প্রদান করা হবে ।

Intro:রাজ্যে বিধানসভা নির্বচনের আগে মুখ্যমন্ত্রীর তরফে উদ্বাস্তুদের পাট্টা বিলির সিদ্ধান্ত ভোটের চমক বলে মন্তব্য করলেন সিপিএম নেতা ও মেয়র অশোক ভট্টাচার্য। তিনি এদিন বলেন খাস জমিতে বসবাসকারীদের পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু রেলের জমিতে যারা বসবাস কদছেন সেই উদ্বাস্তুদের নিয়ে কি নীতি সরকার নেবে তা স্পষ্ট করেন নি মুখ্যমন্ত্রী।


Body:আজ সাংবাদিক বৈঠকে মেয়র অশোক ভট্টাচার্য বলেন রাজ্যে শুধু খাস জমিতেই নয়, বিপুল সংখ্যায় উদ্বাস্তুরা রয়েছেন রেলের জমিতেও। এর আগে বামেরা ক্ষমতায় থাকাকালে রেলের থেকে জমি কিনে নিয়ে গরিব মানুষকে লিজ পাট্টার মাধ্যমে দেওয়ার কাজ শুরু করেছিল সরকার। কিন্তু রাজ্যের মসনদে পালাবদলের পর তা এগিয়ে নিয়ে যাওয়া যায় নি।
এদিন মেয়র বলেন উদ্বাস্তু সমস্যা মেটাতে হলে শুধু রাজ্যের জমিতে বসবাসকারী দের পাট্টা দিলেই হবে না। যারা রেলের জমিতে বসবাস করছেন তাদেরকেও জমির সুনিশ্চিত অধিকার দিতে হবে। কিন্তু তা নিয়ে রাজ্যের নীতি স্পষ্ট নয়। তাই আমরা মনে করছি বিধানসভা নির্বাচনে আগে মুখ্যমন্ত্রীর তরফে ওই ঘোষণা কার্যত রাজনৈতিক চমক মাত্র।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.