শিলিগুড়ি, 24 অক্টোবর : আজ কার্শিয়াং থেকে শিলিগুড়ি ফিরে কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শিলিগুড়ি প্রধান নগরে বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের 50তম পূজার উদ্বোধনে হাজির থাকবেন তিনি ।
দিন কয়েক আগেই বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের তরফ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছিল কালীপুজোর উদ্বোধনের জন্য । পূজা কমিটির তরফে সভাপতি ও কাউন্সিলর নান্টু পাল বলেন, "আমরা শুক্রবার উদ্বোধন করতে চেয়েছিলাম । মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন । বিকেল সাড়ে পাঁচটায় এই উদ্বোধন হবে । তাই যুদ্ধকালীন তৎপরতায় মণ্ডপ তৈরির কাজ চলছে ।"
কলকাতায় প্রতিবারই একাধিক কালীপুজোর পুজোর উদ্বোধন করে থাকেন মুখ্যমন্ত্রী । এবার কালীপুজোর আগে শিলিগুড়িতে আসায় পুজো উদ্বোধন করছেন ৷ প্রশাসন সূত্রে খবর, আজ বিকেলে কার্শিয়াং থেকে ফিরে পূজা উদ্বোধনের পর উত্তরকন্যার থাকবেন তিনি । আগামীকাল কলকাতা যাবেন ।