ETV Bharat / state

পাহাড়ে ভোট পাই না, কিন্তু পাশে আছি : মমতা - দার্জিলিঙে প্রতিবাদ মিছিলে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়বাসীর উদ্দেশে বলেন, "পাহাড়ে আমি ভোট পাই না । কিন্তু তাতে কী ? আপনাদের জন্য আমি পাশেই আছি । ওরা ভোটের সময় আসে । গোর্খাল্যান্ডের কথা বলে ভোট নিয়ে পালায় ।  কেউ গোর্খাদের নাগরিক অধিকার ছিনিয়ে নিতে পারবে না । পাহাড়ের ভালো চাই তাই পাহাড়ে আসি । এই পাহাড়, গোর্খারা কেউ NRC চান না । গোর্খাদের বলিদানের ইতিহাসের জন্য আমরা গর্বিত ।"

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 22, 2020, 8:36 PM IST

দার্জিলিং, 22 জানুয়ারি : ভোট না পেলেও পাহাড়বাসীর পাশেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দার্জিলিঙে CAA বিরোধী মিছিলের পর সেই বার্তাই দিলেন তিনি । একইসঙ্গে BJP-কেও কটাক্ষ করেন তিনি ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতায় দার্জিলিঙে আজ মিছিল করেন মমতা । দার্জিলিঙের ভানুভবন থেকে মিছিল শুরু হয় । দার্জিলিং রেল স্টেশন হয়ে মোটরস্ট্যান্ডে শেষ হয় মিছিল ।

মিছিল শেষে মমতা এক সভায় পাহাড়বাসীর উদ্দেশে বলেন, "পাহাড়ে আমি ভোট পাই না । কিন্তু তাতে কী ? আপনাদের জন্য আমি পাশেই আছি । ওরা ভোটের সময় আসে । গোর্খাল্যান্ডের কথা বলে ভোট নিয়ে পালায় । কেউ গোর্খাদের নাগরিক অধিকার ছিনিয়ে নিতে পারবে না । পাহাড়ের ভালো চাই তাই পাহাড়ে আসি । এই পাহাড়, গোর্খারা কেউ NRC চান না । গোর্খাদের বলিদানের ইতিহাসের জন্য আমরা গর্বিত ।"

BJP-কে আক্রমণ করে মমতা বলেন, "NPR ফর্ম সংশোধন না করা হলে এই রাজ্যে NRC হবে না । আমার মায়ের জন্ম তারিখ আমি জানি না । তা বলে কি আমি ভারতীয় নাগরিক নই ? মা গ্রামে জন্মেছিলেন । এ রাজ্যে এসব করতে হলে আগে আমাকে ভাগাও । তারপর লোক ভাগাও । তার আগে এসব হতে দেব না । এই রাজ্যে 30 জন NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন । কিন্তু আশ্বস্ত করছি সকলকে । এখানে এসব হবে না । আমরা হিন্দুস্থানি । ভারত বা হিন্দুস্থান আমাদের দেশ । বাংলায় একটিও ডিটেনশন ক্যাম্প হবে না । "

দার্জিলিং, 22 জানুয়ারি : ভোট না পেলেও পাহাড়বাসীর পাশেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দার্জিলিঙে CAA বিরোধী মিছিলের পর সেই বার্তাই দিলেন তিনি । একইসঙ্গে BJP-কেও কটাক্ষ করেন তিনি ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতায় দার্জিলিঙে আজ মিছিল করেন মমতা । দার্জিলিঙের ভানুভবন থেকে মিছিল শুরু হয় । দার্জিলিং রেল স্টেশন হয়ে মোটরস্ট্যান্ডে শেষ হয় মিছিল ।

মিছিল শেষে মমতা এক সভায় পাহাড়বাসীর উদ্দেশে বলেন, "পাহাড়ে আমি ভোট পাই না । কিন্তু তাতে কী ? আপনাদের জন্য আমি পাশেই আছি । ওরা ভোটের সময় আসে । গোর্খাল্যান্ডের কথা বলে ভোট নিয়ে পালায় । কেউ গোর্খাদের নাগরিক অধিকার ছিনিয়ে নিতে পারবে না । পাহাড়ের ভালো চাই তাই পাহাড়ে আসি । এই পাহাড়, গোর্খারা কেউ NRC চান না । গোর্খাদের বলিদানের ইতিহাসের জন্য আমরা গর্বিত ।"

BJP-কে আক্রমণ করে মমতা বলেন, "NPR ফর্ম সংশোধন না করা হলে এই রাজ্যে NRC হবে না । আমার মায়ের জন্ম তারিখ আমি জানি না । তা বলে কি আমি ভারতীয় নাগরিক নই ? মা গ্রামে জন্মেছিলেন । এ রাজ্যে এসব করতে হলে আগে আমাকে ভাগাও । তারপর লোক ভাগাও । তার আগে এসব হতে দেব না । এই রাজ্যে 30 জন NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন । কিন্তু আশ্বস্ত করছি সকলকে । এখানে এসব হবে না । আমরা হিন্দুস্থানি । ভারত বা হিন্দুস্থান আমাদের দেশ । বাংলায় একটিও ডিটেনশন ক্যাম্প হবে না । "

Intro:'পাহাড়ে আমি ভোট পাই না। কিন্তু তাতে কি? আপনাদের জন্য আমি পাশেই আছি।' দার্জিলিঙের সভামঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজনৈতিক কর্মসূচীর অঙ্গ হিসেবে সিএএ বিরোধী পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে একাধীক নির্বাচনে জয় না মেলার প্রসঙ্গ মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন ওরা ভোটের সময় আসে, গোর্খ্যালয়ান্ডের কথা বলে ভোট নিয়ে পালায়। পাহাড়ের মানুষের ইজ্জত আছে। ভয় পাবেন না। Body:এদিন দার্জিলিঙে পদযাত্রা ও সভায় নেপালী ভাষাতেও কিছগুক্ষন বলার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। গোর্খাদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা বারংবার জানান নিজের বক্তব্যে। সভা মঞ্চে মুখ্যমন্ত্রীর নির্দেশেই নিজেদের রাজনৈতিক বক্তব্যকে নিয়ে স্বরচিত গান লিখে তা গেয়ে শোনান পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। সভামঞ্চে মুখ্যমন্ত্রী বলেন পাহাড়ে আমি ভোট পাই না। কিন্তু তাতে কি? কেউ গোর্খাদের নাগরিক অধিকার ছিনিয়ে নিতে পারবে না। পাহাড়ের ভালো চাই। তাই পাহাড়ে আসি। এই পাহাড়, গোর্খারা কেউ এনআরসি চান না। গোর্খাদের জন্য, তাদের বলীদানের ইতিহাসের জন্য আমরা গর্বিত। আমি থাকতে এসব পাহাড়ে হতে দেব না। অসমের এনআরসি প্রসঙ্গ তুলে বলেণ ওখানে বহু গোর্খার নাম বাদ গিয়েছে। বিজেপি শাসিত রাজ্য বলেই ওখানে এখন এই কাজ থমকে রয়েছে। তাহলে এখানে কেন এসব হবে? এনপিআর ফর্ম সংশোধন না হলে এ রাজ্যে ঐ কাজও হবে না।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমার মায়ের জন্ম তারিখ আমিও জানি না। তা বলে কি আমি ভারতীয় নাগরিক নই? মা গ্রামে জন্মেছিলেন। এ রাজ্যে এসব করতে হলে আগে আমাকে ভাগাও, তারপর লোক ভাগাও। তার আগে এসব হতে দেব না। মুখ্যমন্ত্রী বলেন এ রাজ্যে ৩০ জন এই এন আর সি আতংকে আত্মহত্যা করেছেন। কিন্তু আশবস্ত করছি সকলকে। এ রাজ্যে এসব হবে না। আমরা হিন্দুস্থানি। ভারত বা হিন্দুস্থান আমাদের দেশ। তিনি জানিয়ে দেন কোনও মতেই বাংলায় একটিও ডিটেনশন ক্যাম্প হবে না। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.