ETV Bharat / state

পাহাড়ে শান্তি বজায় রাখতে বিনয়, অনিতদের বৈঠকে ডাকলেন মমতা - বিনয় তামাং

3 নভেম্বর কলকাতায় মোর্চা সভাপতি বিনয় তামাং এবং GTA প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিতা থাপাকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী । অশান্তি এড়িয়ে পাহাড়ে শান্তি বজায় রাখতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ।

Mamata Banerjee
বিনয়, অনিতদের বৈঠকে ডাকলেন মমতা
author img

By

Published : Oct 31, 2020, 10:06 AM IST

শিলিগুড়ি , 31 অক্টোবর : পাহাড়ে ক্রমশ সুর চড়াচ্ছে বিনয় তামাংপন্থী মোর্চা । বিমল গুরুঙের প্রত্যাবর্তন আটকাতে পাহাড়জুড়ে চলছে মিছিল-মিটিং ও আন্দোলন । আজ কার্শিয়ঙে বিমলের বিরুদ্ধে সুর চড়াতে বড় ব়্যালির আয়োজন করছে বিনয়পন্থী মোর্চা সমর্থকরা । এই পরিস্থিতিতে পাহাড়ে অশান্তি রুখতে বিনয় তামাং এবং অনিত থাপাকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মোর্চা সূত্রে জানা গিয়েছে , 3 নভেম্বর কলকাতায় মোর্চা সভাপতি বিনয় তামাং এবং GTA প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিতা থাপাকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী । অশান্তি এড়িয়ে পাহাড়ে শান্তি বজায় রাখতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ।

অনিত থাপা জানিয়েছেন , তাঁরা মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছেন । 3 নভেম্বর কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে । তবে একই সঙ্গে তিনি জানান, ক্ষমতার মসনদে ফেরার লক্ষেই বিমল গুরুং ফের প্রকাশ্যে এসেছেন । এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কথা প্রকাশ্যে বলেছেন ।

অনিতের বক্তব্য, আরও আগে বিমল গুরঙের এই উপলব্ধি হলে পাহাড়ে অশান্তি এড়ানো যেত । এত রক্তক্ষয়ী সংঘর্ষ হত না । এখন পাহাড় শান্ত। উন্নয়নের পথে হাঁটছে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং । এই পরিস্থিতিতে পাহাড়ে অশান্তি ছড়াতে পারে বিমলপন্থীরা । তাই পাহাড়ের মানুষ বিমলের প্রত্যাবর্তন ভালো চোখে দেখছেন না ।



এই রাজনৈতিক পরিস্থিতিতে আগামী 3 নভেম্বর মুখ্যমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয় কি না সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল । কালীপুজোর আগে বা পরে পাহাড়ে ফেরার সম্ভাবনা আছে গুরুঙের । ফলে, এখন দুই পক্ষকে নিয়ন্ত্রণে রাখার বড় চ্যালেঞ্জ রাজ্যের মুখ্যমন্ত্রীর । আবার এরই মধ্যে আজ উত্তরবঙ্গ সফরে রওনা দিয়েছেন রাজ্যপাল । গোটা নভেম্বর মাস তিনি পাহাড়েই থাকবেন ।

শিলিগুড়ি , 31 অক্টোবর : পাহাড়ে ক্রমশ সুর চড়াচ্ছে বিনয় তামাংপন্থী মোর্চা । বিমল গুরুঙের প্রত্যাবর্তন আটকাতে পাহাড়জুড়ে চলছে মিছিল-মিটিং ও আন্দোলন । আজ কার্শিয়ঙে বিমলের বিরুদ্ধে সুর চড়াতে বড় ব়্যালির আয়োজন করছে বিনয়পন্থী মোর্চা সমর্থকরা । এই পরিস্থিতিতে পাহাড়ে অশান্তি রুখতে বিনয় তামাং এবং অনিত থাপাকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মোর্চা সূত্রে জানা গিয়েছে , 3 নভেম্বর কলকাতায় মোর্চা সভাপতি বিনয় তামাং এবং GTA প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিতা থাপাকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী । অশান্তি এড়িয়ে পাহাড়ে শান্তি বজায় রাখতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ।

অনিত থাপা জানিয়েছেন , তাঁরা মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছেন । 3 নভেম্বর কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে । তবে একই সঙ্গে তিনি জানান, ক্ষমতার মসনদে ফেরার লক্ষেই বিমল গুরুং ফের প্রকাশ্যে এসেছেন । এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কথা প্রকাশ্যে বলেছেন ।

অনিতের বক্তব্য, আরও আগে বিমল গুরঙের এই উপলব্ধি হলে পাহাড়ে অশান্তি এড়ানো যেত । এত রক্তক্ষয়ী সংঘর্ষ হত না । এখন পাহাড় শান্ত। উন্নয়নের পথে হাঁটছে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং । এই পরিস্থিতিতে পাহাড়ে অশান্তি ছড়াতে পারে বিমলপন্থীরা । তাই পাহাড়ের মানুষ বিমলের প্রত্যাবর্তন ভালো চোখে দেখছেন না ।



এই রাজনৈতিক পরিস্থিতিতে আগামী 3 নভেম্বর মুখ্যমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয় কি না সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল । কালীপুজোর আগে বা পরে পাহাড়ে ফেরার সম্ভাবনা আছে গুরুঙের । ফলে, এখন দুই পক্ষকে নিয়ন্ত্রণে রাখার বড় চ্যালেঞ্জ রাজ্যের মুখ্যমন্ত্রীর । আবার এরই মধ্যে আজ উত্তরবঙ্গ সফরে রওনা দিয়েছেন রাজ্যপাল । গোটা নভেম্বর মাস তিনি পাহাড়েই থাকবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.