শিলিগুড়ি , 20 অক্টোবর : 21 অক্টোবর উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 22 অক্টোবর দার্জিলিং পৌঁছাবেন তিনি ৷ পরে কালিম্পং জেলায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন ৷
লোকসভা ভোটের পর প্রথমবার পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ তবে এবার দার্জিলিং শহরে থাকছেন না তিনি । কার্সিয়াং-এ থাকবেন ৷ আজ দার্জিলিংয়ে গোর্খা জন মুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং বলেন , "সোমবার উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী । পুলিশের উদ্যোগে আয়োজিত হবে অনুষ্ঠানটি ৷ সেখানে GTA-এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপাকেও আমন্ত্রণ জানানো হয়েছে । "
22 অক্টোবর শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠক শেষে কার্সিয়াং যাবেন । ওই দিন মুখমন্ত্রীর সঙ্গে দেখা করে পাহাড়ের পরিস্থিতি নিয়ে তাঁকে বিস্তারিত জানাবেন বিনয় তামাং ও অনিত থাপা । কার্সিয়াং সার্কিট হাউজ়ে সে রাত্রে থাকবেন মুখ্যমন্ত্রী ৷ 23 অক্টোবর কার্সিয়াংয়ের কমিউনিটি হলে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা প্রশাসন ও GTA-এর কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ।
সূত্রের খবর , মুখ্যমন্ত্রীর এই সফরের লক্ষ্য আসন্ন পৌরসভা ও 2021 এর বিধানসভা নির্বাচন ৷ পাহাড়ে জোটসঙ্গীদের চাঙ্গা করার কৌশল নিয়ে আলোচনা হবে সেখানে । প্রশাসনিক বৈঠকে পাহাড়ের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি ।