ETV Bharat / state

অমিত শাহর নির্দেশ, মাহালিদের বাড়ি পৌঁছাল পুজোর উপহার

পুজো উপলক্ষে নকশালবাড়ির মাহালি দম্পতিকে মিষ্টি ও জামাকাপড় পাঠাল BJP ৷ BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই এই মিষ্টি ও জামাকাপড় পাঠানো হয়েছে দাবি BJP নেতৃত্বের ৷

মাহালি দম্পতির বাড়িতে বিজেপি নেতৃত্ব
author img

By

Published : Sep 25, 2019, 3:03 PM IST

শিলিগুড়ি, 25 সেপ্টেম্বর : পুজো উপলক্ষে নকশালবাড়ির মাহালি দম্পতিকে মিষ্টি ও জামাকাপড় পাঠাল BJP ৷ প্রদেশ সাধারণ সম্পাদক রথীন্দ্র বসু জানান, BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই এই মিষ্টি ও জামাকাপড় পাঠানো হয়েছে ৷ শাসকদল গায়ের জোরে ওই দম্পতিকে নিজেদের দলের সমর্থক বলে দাবি করলেও বাস্তবে ওঁরা আমাদের সঙ্গেই আছেন ৷

আজ নকশালবাড়িতে রাজু ও গীতা মাহালির বাড়িতে যান রথীন্দ্র বসু ও স্থানীয় BJP নেতারা ৷ সেখানে মিষ্টি ও জামাকাপড় তাঁদের হাতে তুলে দেওয়া হয় ৷ রথীন্দ্রবাবু বলেন, "অমিত শাহ, মাহালি দম্পতির খোঁজ নিয়েছেন ৷ তাঁর নির্দেশেই দুর্গাপুজোর আগে শুভেচ্ছাবার্তা জানাতে আমরা এসেছি ৷ ওঁদের জামাকাপড় দিয়েছি ৷" বিষয়টি জানাজানি হতেই ফের হইচই শুরু হয়েছে শিলিগুড়িজুড়ে ৷ তৃণমূল নেতৃত্বের দাবি, আসলে অমিত শাহ ওই দম্পতিকে নিজেদের দলে টানতে ব্যর্থ হয়েছিলেন ৷ তাই পুজোর আগে জামাকাপড় দেওয়া হয়েছে ৷ ওঁরা BJP-র সঙ্গে নয়, তৃণমূলের সঙ্গেই আছেন ৷

আরও পড়ুন : সামনেই পৌর নির্বাচন; দলকে চাঙ্গা করতে দায়িত্ব রঞ্জনকে, পদ খোয়ালেন গৌতম

উল্লেখ্য, 2017-র 25 এপ্রিল শিলিগুড়িতে এসে নকশালবাড়ির রাজু মাহালি ও গীতা মহালির বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ প্রচারের আলোয় আসা এই আদিবাসী দম্পতির বাড়িতে গিয়ে পৌঁছায় জেলা তৃণমূল নেতৃত্ব ৷ অমিত শাহের কর্মসূচির পরেই মাহালি দম্পতিকে দলীয় দপ্তরে হাজির করিয়ে তাঁদের তৃণমূলের সমর্থক বলে ঘোষণা করে শাসকদল ৷ এবার পুজোর মুখে BJP-র মিষ্টি ও জামাকাপড় দেওয়া নিয়ে আরও একবার শোরগোল পড়েছে ।

শিলিগুড়ি, 25 সেপ্টেম্বর : পুজো উপলক্ষে নকশালবাড়ির মাহালি দম্পতিকে মিষ্টি ও জামাকাপড় পাঠাল BJP ৷ প্রদেশ সাধারণ সম্পাদক রথীন্দ্র বসু জানান, BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই এই মিষ্টি ও জামাকাপড় পাঠানো হয়েছে ৷ শাসকদল গায়ের জোরে ওই দম্পতিকে নিজেদের দলের সমর্থক বলে দাবি করলেও বাস্তবে ওঁরা আমাদের সঙ্গেই আছেন ৷

আজ নকশালবাড়িতে রাজু ও গীতা মাহালির বাড়িতে যান রথীন্দ্র বসু ও স্থানীয় BJP নেতারা ৷ সেখানে মিষ্টি ও জামাকাপড় তাঁদের হাতে তুলে দেওয়া হয় ৷ রথীন্দ্রবাবু বলেন, "অমিত শাহ, মাহালি দম্পতির খোঁজ নিয়েছেন ৷ তাঁর নির্দেশেই দুর্গাপুজোর আগে শুভেচ্ছাবার্তা জানাতে আমরা এসেছি ৷ ওঁদের জামাকাপড় দিয়েছি ৷" বিষয়টি জানাজানি হতেই ফের হইচই শুরু হয়েছে শিলিগুড়িজুড়ে ৷ তৃণমূল নেতৃত্বের দাবি, আসলে অমিত শাহ ওই দম্পতিকে নিজেদের দলে টানতে ব্যর্থ হয়েছিলেন ৷ তাই পুজোর আগে জামাকাপড় দেওয়া হয়েছে ৷ ওঁরা BJP-র সঙ্গে নয়, তৃণমূলের সঙ্গেই আছেন ৷

আরও পড়ুন : সামনেই পৌর নির্বাচন; দলকে চাঙ্গা করতে দায়িত্ব রঞ্জনকে, পদ খোয়ালেন গৌতম

উল্লেখ্য, 2017-র 25 এপ্রিল শিলিগুড়িতে এসে নকশালবাড়ির রাজু মাহালি ও গীতা মহালির বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ প্রচারের আলোয় আসা এই আদিবাসী দম্পতির বাড়িতে গিয়ে পৌঁছায় জেলা তৃণমূল নেতৃত্ব ৷ অমিত শাহের কর্মসূচির পরেই মাহালি দম্পতিকে দলীয় দপ্তরে হাজির করিয়ে তাঁদের তৃণমূলের সমর্থক বলে ঘোষণা করে শাসকদল ৷ এবার পুজোর মুখে BJP-র মিষ্টি ও জামাকাপড় দেওয়া নিয়ে আরও একবার শোরগোল পড়েছে ।

Intro:লোকসভা নির্বাচনের আগে 2017 সালে 25 এপ্রিল শিলিগুড়িতে এসে নকশালবাড়ির রাজু মাহালি ও গীতা মহালির বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এরপরেই দেশজুড়ে শুরু হয় হইচই। প্রচারের আলো গিয়ে এই আদিবাসী দম্পতির ওপর পড়তেই পাল্টা হিসেবে অমিত শাহের ওই কর্মসূচির পরেই দম্পতিকে দলীয় দপ্তরে হাজির করিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জানায় আদিবাসী দম্পতি বিজেপির সঙ্গে নয়, তৃণমূলের সঙ্গে আছে। সেই মহালি দম্পতিকে এবার পূজায় মিষ্টি ও জামাকাপড় দিলেন বিজেপি নেতারা। বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস জানান অমিত শাহের নির্দেশেই এই মিষ্টি ও জামাকাপড় পাঠানো হল। শাসক দল গায়ের জোরে ওই দম্পতিকে নিজেদের দলে আছেন দাবি করলেও বাস্তবে ওরা আমাদের সঙ্গেই আছে।


Body:এদিন নকশালবাড়িতে মাহালি দম্পতির বাড়িতে যান রথীন্দ্র বসু ও স্থানীয় নেতারা। সেখানে মিষ্টি ও জামাকাপড় তাদের হাতে তুলে দেওয়া হয়। রথীন্দ্রবাবু জানান অমিত শাহ ওই দম্পতির খোঁজ নিয়েছেন। তার নির্দেশেই পূজার আগে শুভেচ্ছা বার্তা জানাতে আমরা এসেছি। জামাকাপড় দিয়েছি। বিষয়টি জানাজানি হতেই ফের হইচই শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে নেতারা জানান আসলে অমিত শাহের ওই দম্পতিকে দলে টানতে ব্যর্থ হয়েছিলেন। তাই পূজার আগে ফের জামাকাপড় নিয়ে যাওয়া হয়েছে। ওরা বিজেপির সঙ্গে নয়, তৃণমূলের সঙ্গেই আছেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.