ETV Bharat / state

মন্ত্রীর মধ্যস্থতায় NJP স্টেশনে কাল থেকে ফের চালু পণ্য খালাসের কাজ

তোলাবাজির অভিযোগ তুলেছিল শিলিগুড়ির ব্যবসায়ীরা ৷ যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে পণ্য খালাসের কাজ ৷ সেই সমস্যা সমাধানে আজ পর্যটন মন্ত্রী গৌতম দেবের মধ্যস্থতায় ব্যবসায়ী ও শ্রমিক পক্ষের মধ্যে বৈঠক হয় ৷ সেখানেই আগামীকাল থেকে ফের পণ্য খালাসের কাজ শুরু করার সিদ্ধান্ততে রাজি হয় দু'পক্ষ ৷

New Jalpaiguri station
বৈঠকে গৌতম দেব
author img

By

Published : Jun 30, 2020, 10:37 PM IST

শিলিগুড়ি, 30 জুন : শাসকদলের শ্রমিক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিল শিলিগুড়ির ব্যবসায়ীরা ৷ যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে পণ্য খালাসের কাজ ৷ সেই সমস্যা সমাধানে আজ পর্যটন মন্ত্রী গৌতম দেবের মধ্যস্থতায় ব্যবসায়ী ও শ্রমিক পক্ষের মধ্যে বৈঠক হয় ৷ সেখানেই দু'পক্ষ নিজেদের দাবিদাওয়া জানায় ৷ তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামীকাল তেকে পণ্য খালাসের কাজ ফের শুরু করা হবে ৷

দিন কয়েক আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে পণ্য খালাসের কাজে তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক নেতা প্রসেনজিত রায়ের বিরুদ্ধে ৷ শিলিগুড়ির ব্যবসায়ীদের তরফে অভিযোগ জানিয়ে বলা হয়, লকডাউনে বর্ধিত হারে শ্রমিক মজুরির বিনিময়ে মাল খালাস করা হয়েছিল ৷ লকডাউনের পরও শ্রমিক সংগঠন বেশি মজুরি চাইছে বলে অভিযোগ জানায় ব্যবসায়ী পক্ষ৷ এরপরেই পণ্য খালাসের কাজ বন্ধ হয়ে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে ৷

কাজ বন্ধ হয়ে যাওয়ার পর নিজেদের দাবি ও সমস্যার কথা জানিয়ে পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন শিলিগুড়ির ব্যবসায়ীরা ৷ এরপরেই আজ এই সমস্যার সমাধানে দু'পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ দু'পক্ষের দাবি ও সমস্যার কথা শোনেন ৷ আর তাতেই এই সমস্যার সমাধান হয় ৷ পুনরায় কাজ চালু করতে দু'পক্ষই রাজি হয় ৷

বৈঠক শেষে গৌতম দেবে বলেন, "কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল ৷ তবে, কাজ বন্ধ রাখার প্রশ্ন নেই ৷ তাতে শহরে পণ্যের ঘাটতি দেখা দিতে পারে ৷ আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে ৷ তোলাবাজির অভিযোগ ভিত্তিহীন ৷ তবে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে পরে আলোচনা করা হবে ৷ ভবিষ্যতে যাতে এই পরিস্থিতি না তৈরি হয় তাই আপাতত দু'পক্ষকে নিয়েই কমিটি গঠন করেছি ৷"

আগামীকাল থেকে কাজ শুরু হচ্ছে ঠিকই ৷ কিন্তু তারপরও কাজ বন্ধ থাকার জন্য ব্যবসায়ীদেরই দায়ি করতে দেখা গেল শ্রমিক নো প্রসেনজিৎ রায় ৷ তিনি বলেন, "ব্যবসায়ীরাই পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছিলেন ৷ আমরা বন্ধ করিনি ৷ তবে, আপাতত সমস্যা মিটেছে ৷ এরপরও যদি বাইরে থেকে কেউ তোলাবাজির অভিযোগ তুলে বলে আমরা দাদাগিরি করছি তাহলে সেটাই ঠিক ৷ শ্রমিকদের পাশে দাঁড়ানোটা যদি তোলাবাজি হয় তাহলে এমন তোলাবাজি আমি করব ৷"

অন্যদিকে মন্ত্রীর মধ্যস্থতার পর ফের কাজ শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী পক্ষ ৷ তারা জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত পুরানো হারেই শ্রমিকদের মজুরি দেওয়া হবে ৷ মজুরি বাড়বে কি না তা পরে কমিটি আলোচনা করে নিশ্চিত করবে ৷

শিলিগুড়ি, 30 জুন : শাসকদলের শ্রমিক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিল শিলিগুড়ির ব্যবসায়ীরা ৷ যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে পণ্য খালাসের কাজ ৷ সেই সমস্যা সমাধানে আজ পর্যটন মন্ত্রী গৌতম দেবের মধ্যস্থতায় ব্যবসায়ী ও শ্রমিক পক্ষের মধ্যে বৈঠক হয় ৷ সেখানেই দু'পক্ষ নিজেদের দাবিদাওয়া জানায় ৷ তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামীকাল তেকে পণ্য খালাসের কাজ ফের শুরু করা হবে ৷

দিন কয়েক আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে পণ্য খালাসের কাজে তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক নেতা প্রসেনজিত রায়ের বিরুদ্ধে ৷ শিলিগুড়ির ব্যবসায়ীদের তরফে অভিযোগ জানিয়ে বলা হয়, লকডাউনে বর্ধিত হারে শ্রমিক মজুরির বিনিময়ে মাল খালাস করা হয়েছিল ৷ লকডাউনের পরও শ্রমিক সংগঠন বেশি মজুরি চাইছে বলে অভিযোগ জানায় ব্যবসায়ী পক্ষ৷ এরপরেই পণ্য খালাসের কাজ বন্ধ হয়ে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে ৷

কাজ বন্ধ হয়ে যাওয়ার পর নিজেদের দাবি ও সমস্যার কথা জানিয়ে পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন শিলিগুড়ির ব্যবসায়ীরা ৷ এরপরেই আজ এই সমস্যার সমাধানে দু'পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ দু'পক্ষের দাবি ও সমস্যার কথা শোনেন ৷ আর তাতেই এই সমস্যার সমাধান হয় ৷ পুনরায় কাজ চালু করতে দু'পক্ষই রাজি হয় ৷

বৈঠক শেষে গৌতম দেবে বলেন, "কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল ৷ তবে, কাজ বন্ধ রাখার প্রশ্ন নেই ৷ তাতে শহরে পণ্যের ঘাটতি দেখা দিতে পারে ৷ আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে ৷ তোলাবাজির অভিযোগ ভিত্তিহীন ৷ তবে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে পরে আলোচনা করা হবে ৷ ভবিষ্যতে যাতে এই পরিস্থিতি না তৈরি হয় তাই আপাতত দু'পক্ষকে নিয়েই কমিটি গঠন করেছি ৷"

আগামীকাল থেকে কাজ শুরু হচ্ছে ঠিকই ৷ কিন্তু তারপরও কাজ বন্ধ থাকার জন্য ব্যবসায়ীদেরই দায়ি করতে দেখা গেল শ্রমিক নো প্রসেনজিৎ রায় ৷ তিনি বলেন, "ব্যবসায়ীরাই পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছিলেন ৷ আমরা বন্ধ করিনি ৷ তবে, আপাতত সমস্যা মিটেছে ৷ এরপরও যদি বাইরে থেকে কেউ তোলাবাজির অভিযোগ তুলে বলে আমরা দাদাগিরি করছি তাহলে সেটাই ঠিক ৷ শ্রমিকদের পাশে দাঁড়ানোটা যদি তোলাবাজি হয় তাহলে এমন তোলাবাজি আমি করব ৷"

অন্যদিকে মন্ত্রীর মধ্যস্থতার পর ফের কাজ শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী পক্ষ ৷ তারা জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত পুরানো হারেই শ্রমিকদের মজুরি দেওয়া হবে ৷ মজুরি বাড়বে কি না তা পরে কমিটি আলোচনা করে নিশ্চিত করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.