ETV Bharat / state

Bengal Safari Park: শীতের ছুটি জমজমাট, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু সিংহ সাফারি - বেঙ্গল সাফারি পার্ক

Lion Safari in Bengal Safari Park: পর্যটকদের জন্য দারুণ খবর ! ডিসেম্বরের শুরুতেই দার্জিলিং চিড়িয়াখানায় আসছে সাইবেরিয়ান টাইগার দম্পতি ৷ বেঙ্গল সাফারিতে শুরু হবে সিংহ সাফারি ৷

Bengal Safari Park
সিংহ সাফারি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 5:24 PM IST

Updated : Nov 15, 2023, 5:38 PM IST

শিলিগুড়ি, 15 নভেম্বর: শীতের ছুটির শুরুতেই পর্যটকদের জন্য দারুন খবর ! ডিসেম্বরে নতুন অতিথিদের সঙ্গে সাফারির আনন্দ নিতে পারবে পর্যটকরা । এমনটাই সুযোগ এনে দিতে চলেছে বন দফতর ও জু অথরিটি । ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বেঙ্গল সাফারি পার্কে চালু হবে সিংহ সাফারি । আর অন্যদিকে, একই সময়ে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আসতে চলেছে সাইবেরিয়ান টাইগার ।

আর ওই দুই নতুন অতিথির আগমনের জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও জু অথরিটি । এখন খালি সেন্ট্রাল জু অথরিটির অনুমোদনের অপেক্ষা । ছাড়পত্র মিললেই ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে সাইবেরিয়ান টাইগার ও সিংহ সাফারি । ওই দুই চিড়িয়াখানায় নতুন অতিথির আগমনকে ঘিরে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ । অতিথির আগমনে আরও বেশি পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী বন দফতর ।

জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, সূদুর ইউরোপের সাইপ্রাসের পাফন চিড়িয়াখানা থেকে দার্জিলিং চিড়িয়াখানায় আনা হবে দুটি সাইবেরিয়ান টাইগার । সেখান থেকে বিশেষ বিমানে ওই প্রাণী দুটিকে আনা হবে । একটি পুরুষ ও একটি স্ত্রী টাইগার থাকছে । অন্যদিকে, ত্রিপুরার আগরতলার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে পুরুষ সিংহ ও কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে সিংহি আনা হবে বেঙ্গল সাফারিতে । আপাতত একজোড়া দম্পতিকে দিয়েই শুরু হবে সাফারি । আগামীতে আফ্রিকান দেশ থেকে আরও চারটি সিংহ আনার কথা রয়েছে বন দফতরের । সাইবেরিয়ান টাইগার ও সিংহ জোড়াকে আনার জন্য বন দফতরের আধিকারিক, পশু বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকদের নিয়ে আলাদা টিম গঠন করা হয়েছে ।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "রাজ্য জু অথরিটি ও বন দফতরের দিক দিয়ে সমস্তরকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে । সেন্ট্রাল জু অথরিটির সবুজ সংকেত পেলেই প্রাণীগুলিকে আনার প্রক্রিয়া শুরু হবে । এনিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীন দার্জিলিং চিড়িয়াখানা থেকে চারটি রেড পান্ডা পাঠানো হবে ।" দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "নতুন অতিথিদের এনক্লোজার থেকে নাইট শেল্টারের আলাদা ব্যবস্থা করা হয়েছে । আগে থেকে একটি সাইবেরিয়ান টাইগার রয়েছে ।"

অন্যদিকে, বেঙ্গল সাফারি পার্কে সিংহ সাফারি শুরু করার জন্য কোটি টাকা খরচ করে অতিরিক্ত একশো একর জমিতে এনক্লোজার তৈরি করা হয়েছে । তৈরি করা হয়েছে আলাদা নাইট শেল্টারও । অতিথিদের আনার পর তাদের পরিবেশের সঙ্গে খাপখাইয়ে বা মানিয়ে নেওয়ার জন্য দু'সপ্তাহ কোয়ারান্টাইনে রাখা হবে । তারপর তাদের পর্যটকদের জন্য প্রকাশ্যে আনা হবে । বেঙ্গল সাফারি পার্কটি দেশের 133টি সাফারি পার্ক বা চিড়িয়াখানার মধ্যে শীর্ষের তালিকায় উঠে এসেছে । ব্যাঘ্র প্রজননে শীর্ষে রয়েছে বেঙ্গল সাফারি পার্ক । প্রথমে চারটি বাঘ দিয়ে সাফারি পার্ক শুরু হয়েছিল । এখন বাঘের সংখ্যা বেড়ে 14টি হয়েছে ।

আরও পড়ুন:

  1. নভেম্বরেই উত্তরবঙ্গে বন্যপ্রাণ রক্ষায় চালু হতে চলেছে কন্ট্রোলরুম
  2. পর্যটকদের জন্য খুলে গেল উত্তরবঙ্গের জাতীয় উদ্যান,অভয়ারণ্যগুলি
  3. রাজ্যের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে গুনতে হবে বাড়তি টাকা, দেখুন তালিকা

শিলিগুড়ি, 15 নভেম্বর: শীতের ছুটির শুরুতেই পর্যটকদের জন্য দারুন খবর ! ডিসেম্বরে নতুন অতিথিদের সঙ্গে সাফারির আনন্দ নিতে পারবে পর্যটকরা । এমনটাই সুযোগ এনে দিতে চলেছে বন দফতর ও জু অথরিটি । ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বেঙ্গল সাফারি পার্কে চালু হবে সিংহ সাফারি । আর অন্যদিকে, একই সময়ে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আসতে চলেছে সাইবেরিয়ান টাইগার ।

আর ওই দুই নতুন অতিথির আগমনের জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও জু অথরিটি । এখন খালি সেন্ট্রাল জু অথরিটির অনুমোদনের অপেক্ষা । ছাড়পত্র মিললেই ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে সাইবেরিয়ান টাইগার ও সিংহ সাফারি । ওই দুই চিড়িয়াখানায় নতুন অতিথির আগমনকে ঘিরে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ । অতিথির আগমনে আরও বেশি পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী বন দফতর ।

জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, সূদুর ইউরোপের সাইপ্রাসের পাফন চিড়িয়াখানা থেকে দার্জিলিং চিড়িয়াখানায় আনা হবে দুটি সাইবেরিয়ান টাইগার । সেখান থেকে বিশেষ বিমানে ওই প্রাণী দুটিকে আনা হবে । একটি পুরুষ ও একটি স্ত্রী টাইগার থাকছে । অন্যদিকে, ত্রিপুরার আগরতলার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে পুরুষ সিংহ ও কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে সিংহি আনা হবে বেঙ্গল সাফারিতে । আপাতত একজোড়া দম্পতিকে দিয়েই শুরু হবে সাফারি । আগামীতে আফ্রিকান দেশ থেকে আরও চারটি সিংহ আনার কথা রয়েছে বন দফতরের । সাইবেরিয়ান টাইগার ও সিংহ জোড়াকে আনার জন্য বন দফতরের আধিকারিক, পশু বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকদের নিয়ে আলাদা টিম গঠন করা হয়েছে ।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "রাজ্য জু অথরিটি ও বন দফতরের দিক দিয়ে সমস্তরকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে । সেন্ট্রাল জু অথরিটির সবুজ সংকেত পেলেই প্রাণীগুলিকে আনার প্রক্রিয়া শুরু হবে । এনিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীন দার্জিলিং চিড়িয়াখানা থেকে চারটি রেড পান্ডা পাঠানো হবে ।" দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "নতুন অতিথিদের এনক্লোজার থেকে নাইট শেল্টারের আলাদা ব্যবস্থা করা হয়েছে । আগে থেকে একটি সাইবেরিয়ান টাইগার রয়েছে ।"

অন্যদিকে, বেঙ্গল সাফারি পার্কে সিংহ সাফারি শুরু করার জন্য কোটি টাকা খরচ করে অতিরিক্ত একশো একর জমিতে এনক্লোজার তৈরি করা হয়েছে । তৈরি করা হয়েছে আলাদা নাইট শেল্টারও । অতিথিদের আনার পর তাদের পরিবেশের সঙ্গে খাপখাইয়ে বা মানিয়ে নেওয়ার জন্য দু'সপ্তাহ কোয়ারান্টাইনে রাখা হবে । তারপর তাদের পর্যটকদের জন্য প্রকাশ্যে আনা হবে । বেঙ্গল সাফারি পার্কটি দেশের 133টি সাফারি পার্ক বা চিড়িয়াখানার মধ্যে শীর্ষের তালিকায় উঠে এসেছে । ব্যাঘ্র প্রজননে শীর্ষে রয়েছে বেঙ্গল সাফারি পার্ক । প্রথমে চারটি বাঘ দিয়ে সাফারি পার্ক শুরু হয়েছিল । এখন বাঘের সংখ্যা বেড়ে 14টি হয়েছে ।

আরও পড়ুন:

  1. নভেম্বরেই উত্তরবঙ্গে বন্যপ্রাণ রক্ষায় চালু হতে চলেছে কন্ট্রোলরুম
  2. পর্যটকদের জন্য খুলে গেল উত্তরবঙ্গের জাতীয় উদ্যান,অভয়ারণ্যগুলি
  3. রাজ্যের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে গুনতে হবে বাড়তি টাকা, দেখুন তালিকা
Last Updated : Nov 15, 2023, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.