ETV Bharat / state

Adani Group Crisis on LIC: আদানি নয়, উদ্বেগের কারণ বিকেন্দ্রীকরণ ! দাবি এলআইসি কর্মীদের

ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India) বা এলআইসির (LIC) বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগী হল সংস্থার বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ৷ সমিতির সদস্যরা জানিয়েছেন, আদানি কাণ্ড (Adani Group Crisis) নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই ৷ কিন্তু, এলআইসির বিকেন্দ্রীকরণ (Privatization) অবশ্যই চিন্তার বিষয় ৷

LIC workers are worried about Privatization but not about Adani Crisis
এলআইসির বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সাংবাদিক বৈঠক
author img

By

Published : Mar 13, 2023, 3:56 PM IST

এলআইসি নিয়ে প্রচার শুরু

শিলিগুড়ি, 13 মার্চ: ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India) বা এলআইসির (LIC) বর্তমান পরিস্থিতি ঠিক কেমন ? সেই সম্পর্কে সংস্থার গ্রাহক ও আমজনতাকে ওয়াকিবহাল করতে উদ্যোগী হল এলআইসির বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ৷ আদানি কাণ্ড থেকে শুরু করে এলআইসির আংশিক বেসরকারিকরণ, ইত্যদি সমস্ত বিষয় নিয়ে প্রচার শুরু করল তারা ৷ সোমবার থেকে শুরু হল সাতদিনের এই কর্মসূচি ৷ সেই উপলক্ষে এদিন শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করেন সমিতির সদস্যরা ৷ তাঁরা জানান, আদানি কাণ্ডের জেরে এলআইসির সাধারণ গ্রাহকদের কোনও ক্ষতি হবে না ৷ আবার একইসঙ্গে, এলআইসির আংশিক বিকেন্দ্রীকরণেরও (Privatization) প্রতিবাদ করেন তাঁরা ৷

হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশ করা রিপোর্টের (Hindenburg Research Report) গুঁতোয় এখনও বেসামাল আদানি গোষ্ঠী (Adani Group Crisis) ৷ এদিকে, আদানি গোষ্ঠীতে 36 হাজার কোটি টাকা বিনিয়োগ করে বসে আছে এলআইসি ৷ সাধারণ বিমাধারীদের একাংশের আশঙ্কা, আদানি গোষ্ঠীর পতন হলে বিপদে পড়বে এলআইসি ৷ আর তার জেরে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিমাধারীরা ! কিন্তু, এলআইসির বিভাগীয় বিমা কর্মচারী সমিতি সদস্যরা বলছেন, এই চিন্তা একেবারেই অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক ৷

এই প্রসঙ্গে বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সহকারী সম্পাদক রজত রায় জানান, এলআইসির বিনিয়োগ তহবিলের সামগ্রিক পরিমাণ 42 লক্ষ কোটি টাকা ৷ সেখানে আদানি গোষ্ঠীতে এলআইসি বিনিয়োগ করেছে 36 হাজার কোটি টাকা ৷ যা মোট তহবিলের 1 শতাংশেরও কম ৷ তাছাড়া, এলআইসির নিজস্ব যে পরিমাণ সম্পদ রয়েছে, তাতে তাদের পক্ষে বিনিয়োগকারীদের দেয় অর্থ মেটানো কোনও কঠিন বিষয় নয় ৷ উপরন্তু, এলআইসিতে যাঁরা বিনিয়োগ করেন এবং এলআইসি যেখানে বিনিয়োগ করে, তার অধিকাংশই দীর্ঘমেয়াদী ৷ ফলে আদানি গোষ্ঠীর শেয়ারদরে সাম্প্রতিক যে পতন হয়েছে, তাতে এলআইসির কোনও বিরাট ক্ষতি হবে না ৷ ফলত, সাধারণ বিমাধারীদের অর্থও সুরক্ষিত থাকবে ৷

আরও পড়ুন: আরবিআই আইনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে আদানিদের ঋণ পরিমাণ জানাতে অস্বীকার কেন্দ্রের

অন্যদিকে, বিভাগীয় বিমা কর্মচারী সমিতির অন্যতম সদস্য প্রীতম চৌধুরী জানান, আদানি কাণ্ড নিয়ে তাঁরা খুব একটা চিন্তিত নন ৷ কিন্তু, তাঁদের আপত্তির জায়গা অন্য ৷ তাঁদের দাবি ছিল, এলআইসির সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত চরিত্র অক্ষুণ্ণ রাখতে হবে ৷ কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার সেই দাবি উপেক্ষা করে নতুন বিল এনেছে এবং এলআইসির আংশিক বিকেন্দ্রীকরণ করা হয়েছে ৷ সরকারের এই নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চায় বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ৷

এলআইসি নিয়ে প্রচার শুরু

শিলিগুড়ি, 13 মার্চ: ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India) বা এলআইসির (LIC) বর্তমান পরিস্থিতি ঠিক কেমন ? সেই সম্পর্কে সংস্থার গ্রাহক ও আমজনতাকে ওয়াকিবহাল করতে উদ্যোগী হল এলআইসির বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ৷ আদানি কাণ্ড থেকে শুরু করে এলআইসির আংশিক বেসরকারিকরণ, ইত্যদি সমস্ত বিষয় নিয়ে প্রচার শুরু করল তারা ৷ সোমবার থেকে শুরু হল সাতদিনের এই কর্মসূচি ৷ সেই উপলক্ষে এদিন শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করেন সমিতির সদস্যরা ৷ তাঁরা জানান, আদানি কাণ্ডের জেরে এলআইসির সাধারণ গ্রাহকদের কোনও ক্ষতি হবে না ৷ আবার একইসঙ্গে, এলআইসির আংশিক বিকেন্দ্রীকরণেরও (Privatization) প্রতিবাদ করেন তাঁরা ৷

হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশ করা রিপোর্টের (Hindenburg Research Report) গুঁতোয় এখনও বেসামাল আদানি গোষ্ঠী (Adani Group Crisis) ৷ এদিকে, আদানি গোষ্ঠীতে 36 হাজার কোটি টাকা বিনিয়োগ করে বসে আছে এলআইসি ৷ সাধারণ বিমাধারীদের একাংশের আশঙ্কা, আদানি গোষ্ঠীর পতন হলে বিপদে পড়বে এলআইসি ৷ আর তার জেরে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিমাধারীরা ! কিন্তু, এলআইসির বিভাগীয় বিমা কর্মচারী সমিতি সদস্যরা বলছেন, এই চিন্তা একেবারেই অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক ৷

এই প্রসঙ্গে বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সহকারী সম্পাদক রজত রায় জানান, এলআইসির বিনিয়োগ তহবিলের সামগ্রিক পরিমাণ 42 লক্ষ কোটি টাকা ৷ সেখানে আদানি গোষ্ঠীতে এলআইসি বিনিয়োগ করেছে 36 হাজার কোটি টাকা ৷ যা মোট তহবিলের 1 শতাংশেরও কম ৷ তাছাড়া, এলআইসির নিজস্ব যে পরিমাণ সম্পদ রয়েছে, তাতে তাদের পক্ষে বিনিয়োগকারীদের দেয় অর্থ মেটানো কোনও কঠিন বিষয় নয় ৷ উপরন্তু, এলআইসিতে যাঁরা বিনিয়োগ করেন এবং এলআইসি যেখানে বিনিয়োগ করে, তার অধিকাংশই দীর্ঘমেয়াদী ৷ ফলে আদানি গোষ্ঠীর শেয়ারদরে সাম্প্রতিক যে পতন হয়েছে, তাতে এলআইসির কোনও বিরাট ক্ষতি হবে না ৷ ফলত, সাধারণ বিমাধারীদের অর্থও সুরক্ষিত থাকবে ৷

আরও পড়ুন: আরবিআই আইনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে আদানিদের ঋণ পরিমাণ জানাতে অস্বীকার কেন্দ্রের

অন্যদিকে, বিভাগীয় বিমা কর্মচারী সমিতির অন্যতম সদস্য প্রীতম চৌধুরী জানান, আদানি কাণ্ড নিয়ে তাঁরা খুব একটা চিন্তিত নন ৷ কিন্তু, তাঁদের আপত্তির জায়গা অন্য ৷ তাঁদের দাবি ছিল, এলআইসির সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত চরিত্র অক্ষুণ্ণ রাখতে হবে ৷ কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার সেই দাবি উপেক্ষা করে নতুন বিল এনেছে এবং এলআইসির আংশিক বিকেন্দ্রীকরণ করা হয়েছে ৷ সরকারের এই নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চায় বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.