ETV Bharat / state

সাফারি পার্কে মৃত্যু সচিনের

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, তিন-চারদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল সচিন । পার্কের পশু হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয় । ওষুধ ও স্যালাইন নিয়মিত চলছিল । কিন্তু শেষরক্ষা হল না । গতকাল বিকেলে সচিনের মৃত্যু হয় ।

sachin named lepard died at bengal safari park in siliguri
সাফারি পার্কে মৃত্যু শচিনের
author img

By

Published : Dec 20, 2020, 9:37 PM IST

শিলিগুড়ি, 20 ডিসেম্বর : ফের জোর ধাক্কা সাফারি পার্কে । মৃত্যু হল সচিনের । বয়স হয়েছিল 12 বছর । গতকাল রাতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের দাপুটে চিতা বাঘ সচিনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর ।

ডিসেম্বর মাসেই আনলক পর্বে শীতকালীন পর্যটনকে মাথায় রেখে ফের খোলা হয় বেঙ্গল সাফারি পার্ক । আর কয়েকদিনের মধ্যেই সচিনের মৃত্যুতে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে পার্ক কর্তৃপক্ষের । হৃদরোগে আক্রান্ত হলেও ঠিক কী কারণে সচিনের মৃত্যু হল তা নিয়ে সংশয়ে খোদ পার্ক কর্তৃপক্ষ ।

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, তিন-চারদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল শচিন । শরীরের তাপমাত্রা একদম নেমে গিয়েছিল । খাওয়াদাওয়া পুরোই বন্ধ হয়ে গিয়েছিল । বিষয়টি পার্ক কর্তৃপক্ষের নজরে আসতেই তাকে লেপার্ড নাইট শেল্টারে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় । এরপর গত বৃহস্পতিবার আরও শরীর অসুস্থ হলে পার্কের পশু হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় । ওষুধ ও স্যালাইন নিয়মিত চলছিল । কিন্তু শেষরক্ষা হল না । গতকাল বিকেলে মারা যায় সচিন ।

এরপরই কোরোনায় সংক্রমিত হয়ে সচিনের মৃত্যু হয়েছে বলে খবর রটে যায় । যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বন আধিকারিক এবং পশু বিশেষজ্ঞরা । রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) বিনোদ যাদব বলেন, "বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে সচিনের । বনে চিতাবাঘ সাধারণত দশ বছরের বেশি বাঁচে না ।"

শিলিগুড়ি, 20 ডিসেম্বর : ফের জোর ধাক্কা সাফারি পার্কে । মৃত্যু হল সচিনের । বয়স হয়েছিল 12 বছর । গতকাল রাতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের দাপুটে চিতা বাঘ সচিনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর ।

ডিসেম্বর মাসেই আনলক পর্বে শীতকালীন পর্যটনকে মাথায় রেখে ফের খোলা হয় বেঙ্গল সাফারি পার্ক । আর কয়েকদিনের মধ্যেই সচিনের মৃত্যুতে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে পার্ক কর্তৃপক্ষের । হৃদরোগে আক্রান্ত হলেও ঠিক কী কারণে সচিনের মৃত্যু হল তা নিয়ে সংশয়ে খোদ পার্ক কর্তৃপক্ষ ।

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, তিন-চারদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল শচিন । শরীরের তাপমাত্রা একদম নেমে গিয়েছিল । খাওয়াদাওয়া পুরোই বন্ধ হয়ে গিয়েছিল । বিষয়টি পার্ক কর্তৃপক্ষের নজরে আসতেই তাকে লেপার্ড নাইট শেল্টারে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় । এরপর গত বৃহস্পতিবার আরও শরীর অসুস্থ হলে পার্কের পশু হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় । ওষুধ ও স্যালাইন নিয়মিত চলছিল । কিন্তু শেষরক্ষা হল না । গতকাল বিকেলে মারা যায় সচিন ।

এরপরই কোরোনায় সংক্রমিত হয়ে সচিনের মৃত্যু হয়েছে বলে খবর রটে যায় । যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বন আধিকারিক এবং পশু বিশেষজ্ঞরা । রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) বিনোদ যাদব বলেন, "বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে সচিনের । বনে চিতাবাঘ সাধারণত দশ বছরের বেশি বাঁচে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.