শিলিগুড়ি, 23 ডিসেম্বর : বৃহস্পতিবারই রাজ্যের বকেয়া পৌরভোটগুলি (Municipal Election) সারার সম্ভাব্য নির্ঘণ্ট আদালতে পেশ করেছে নির্বাচন কমিশন (Election Commission on Municipal Poll) ৷ আর তার কয়েক ঘণ্টার মধ্যেই অবিলম্বে শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) প্রশাসক বোর্ড বাতিল করার দাবি জানাল বামফ্রন্ট ৷ এদিন দার্জিলিং জেলা বামফ্রন্টের সদর কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান জেলা সিপিএম-এর প্রাক্তন সম্পাদক তথা সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার ৷
আরও পড়ুন : Ration Dealers Agitation : 'দিদির পায়ে ডিলারদের আর্তনাদ'
বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা পেশ করেছে নির্বাচন কমিশন ৷ তাতে দু’দফায় রাজ্যের বকেয়া পৌরভোট শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ আগামী 22 জানুয়ারি পৌরনিগমগুলির এবং 27 ফেব্রুয়ারি পৌরসভাগুলির বকেয়া ভোট সারার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ আর তারপরই রাজনৈতিক দলগুলির তরফে শুরু হয়েছে তৎপরতা ৷ বিভিন্ন শহরে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা ৷
শিলিগুড়ি মুখ্য পৌরপ্রশাসক গৌতম দেব এই প্রসঙ্গে বলেন, ‘‘ঠিক সময়েই নির্বাচন হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী চাইছেন, দ্রুত প্রতিটি পৌরসভায় নির্বাচিত বোর্ড আসুক ৷ আমরা নির্বাচনের জন্য পুরোপুরি তৈরি ৷’’ অন্যদিকে, জীবেশ সরকার বলেন, ‘‘আমরাও ভোটে নামার জন্য প্রস্তুত ৷ তৃণমূল কংগ্রেস ও বিজেপি আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ৷ শিলিগুড়ির 47 টি ওয়ার্ডেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব ৷ বর্তমানে যে অবৈধ বোর্ড শিলিগুড়ি পৌরনিগমে রয়েছে, তা গোটা শহরকে সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে ৷ এই বোর্ড অবিলম্বে বাতিল করা উচিত ৷’’
আরও পড়ুন : Ashok Bhattacharya on KMC Election 2021 : ভোট-সন্ত্রাসে বিপ্লব-মমতার কোনও পার্থক্য নেই, কটাক্ষ অশোকের
প্রসঙ্গত, একদিকে গৌতম দেবকে ‘মুখ’ করে শিলিগুড়িতে আসন্ন পৌর নির্বাচনের (Siliguri Municipal Election) ঘুটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে, দলে রদবল করে তরুণ তুর্কিদের সামনে এনে ফের একবার শিলিগুড়ি পৌরনিগম দখলে আনার মরিয়া প্রচেষ্টা করছে বামেরাও ৷ পাশাপাশি, গত বিধানসভা নির্বাচনের পর দার্জিলিং জেলার প্রতিটি আসনই বিজেপি-র ঝুলিতে থাকায় অতিরিক্ত সুবিধা রয়েছে গেরুয়া শিবিরেরও ৷ এদিকে আবার কলকাতা পৌরভোটে বিজেপি-কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বামেরা ৷ সব মিলিয়ে এবার শিলিগুড়ি পৌরনিগম নির্বাচন হবে জমজমাট ৷