ETV Bharat / state

সেবকে ধস; বন্ধ সিকিম, কালিম্পং ও ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির সড়ক যোগাযোগ - Landslide near GT road of sevoke in siliguri

মঙ্গলবার রাতে সেবক কালিবাড়ির কাছে জাতীয় সড়কে ধস নামে ।

Sevoke
Sevoke
author img

By

Published : Sep 9, 2020, 2:28 PM IST

সেবক, 9 সেপ্টেম্বর : রাতের অন্ধকারে শিলিগুড়ির সেবকের কাছে জাতীয় সড়কে বড়সড় ধস । যার জেরে বুধবার সকাল থেকে শিলিগুড়ির সঙ্গে সিকিম, কালিম্পং ও ডুয়ার্সের সড়ক যোগাযোগ বন্ধ ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে সেবক কালীবাড়ির কাছে জাতীয় সড়কে ধস নামে । ফলে বুধবার সকাল থেকেই যান চলাচল ব্যাহত । ধসের ফলে জাতীয় সড়কে যানবাহনের লম্বা লাইন পড়ে যায় । শুরু হয় যানজট । ধস সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে । দুটি JCB দিয়ে ধসে অবরুদ্ধ সড়ক সাফ করার কাজ চলছে । জানিয়েছেন সেবক পুলিশ ফাঁড়ির ওসি ডালিম অধিকারী ।

পূর্ত দপ্তর সূত্রে খবর, সকাল থেকে সেবকের ধস সরানোর কাজ চলছে । বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে ।

সেবক, 9 সেপ্টেম্বর : রাতের অন্ধকারে শিলিগুড়ির সেবকের কাছে জাতীয় সড়কে বড়সড় ধস । যার জেরে বুধবার সকাল থেকে শিলিগুড়ির সঙ্গে সিকিম, কালিম্পং ও ডুয়ার্সের সড়ক যোগাযোগ বন্ধ ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে সেবক কালীবাড়ির কাছে জাতীয় সড়কে ধস নামে । ফলে বুধবার সকাল থেকেই যান চলাচল ব্যাহত । ধসের ফলে জাতীয় সড়কে যানবাহনের লম্বা লাইন পড়ে যায় । শুরু হয় যানজট । ধস সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে । দুটি JCB দিয়ে ধসে অবরুদ্ধ সড়ক সাফ করার কাজ চলছে । জানিয়েছেন সেবক পুলিশ ফাঁড়ির ওসি ডালিম অধিকারী ।

পূর্ত দপ্তর সূত্রে খবর, সকাল থেকে সেবকের ধস সরানোর কাজ চলছে । বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.