ETV Bharat / state

Land Mafias Arrested : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর শিলিগুড়ি পুলিশ, গ্রেফতার ৪০ জমি মাফিয়া

পুলিশ-প্রশাসনের নাকের ডগা দিয়ে জমি মাফিয়ারা শিলিগুড়ির (Siliguri Land Mafia) বিভিন্ন এলাকা দিয়ে জমি চুরি করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

land mafias in siliguri
শিলিগুড়িতে গ্রেফতার ৪০ জন জমি মাফিয়া
author img

By

Published : May 2, 2022, 7:42 PM IST

Updated : May 2, 2022, 8:05 PM IST

শিলিগুড়ি, 2 মে : জমি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল শিলিগুড়িবাসী । নদী, ঝোরার চর থেকে লোপাট হয়ে যাচ্ছে সরকারি জমি । কোথাও নদীর চর বা সরকারি জমি দখল করতে রাতারাতি বানানো হচ্ছে সেতু, আবার কোথাও পাকা রাস্তা । আর এই সবই চলছে পুলিশ-প্রশাসনের নাকের ডগা দিয়ে । কিন্তু অভিযোগ, প্রশাসন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে । জমি দখলের ঘটনায় সিপিএম থেকে রাজ্যের শাসকদল তৃণমূলের একাধিক নেতা-কর্মীদের নাম জড়িয়েছে । বিষয়টি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগও চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে।

শিলিগুড়িতে গ্রেফতার ৪০ জন জমি মাফিয়া

জমি মাফিয়াদের এই বাড়বাড়ন্তে রাশ টানতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি নবান্ন থেকে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক চলাকালীন শিলিগুড়িতে জমি মাফিয়াদের রাজ নিয়ে সরব হন তিনি । শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে কড়া নির্দেশ দেন এই বিষয়ে পদক্ষেপের । প্রশ্ন তোলেন কেন জমি দখল হবে? কী করছে পুলিশের গোয়েন্দা বিভাগ? প্রশাসনিক বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর তৎপর হয় শিলিগুড়ির পুলিশ কমিশনারেট । কমিশনারেটের অধীনে থাকা সমস্ত থানা, গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপকে নির্দেশ দেওয়া হয় জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামার । থানাভিত্তিক ভাবে তৈরি করা হয় জমি মাফিয়াদের তালিকা । টানা 36 ঘণ্টা অভিযান চালিয়ে 40 জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ (40 land mafias arrested by Siliguri Police) ।

আরও পড়ুন : মিনাখাঁয় মূক-বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পলাতক প্রতিবেশী যুবক

এ প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আমরা প্রত্যেক থানাকে নির্দেশ দিই জমি মাফিয়াদের তালিকা তৈরি করে অভিযানে নামার । সেই মতো 40 জনকে গ্রেফতার করা হয়েছে । যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আগেও জমির অবৈধ কারবারের অভিযোগ রয়েছে ৷ বাকিদেরও রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । জমি মাফিয়াদের বিরুদ্ধে টানা অভিযান চলবে ।" শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এনজেপি থানা 12 জন, আমবাড়ি ফাঁড়ি 2 জন, ভক্তিনগর থানা 10 জন, মাটিগাড়া থানা 13 জন, প্রধাননগর থানা 3 জনকে গ্রেফতার করেছে । জমি মাফিয়াদের মূল টার্গেট মহানন্দা, জোড়াপানি, ফুলেশ্বরী নদীর চর-সহ সেচ দফতরের জমি । জমি মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ শ্যাম যাদব ও লাল্টু যাদব নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে । শিলিগুড়ি পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনি এলাকার মহানন্দা নদীর চর দখলে নাম জড়িয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জীবেশ সরকারের । যদিও সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন জীবেশ সরকার ।

শিলিগুড়ি, 2 মে : জমি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল শিলিগুড়িবাসী । নদী, ঝোরার চর থেকে লোপাট হয়ে যাচ্ছে সরকারি জমি । কোথাও নদীর চর বা সরকারি জমি দখল করতে রাতারাতি বানানো হচ্ছে সেতু, আবার কোথাও পাকা রাস্তা । আর এই সবই চলছে পুলিশ-প্রশাসনের নাকের ডগা দিয়ে । কিন্তু অভিযোগ, প্রশাসন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে । জমি দখলের ঘটনায় সিপিএম থেকে রাজ্যের শাসকদল তৃণমূলের একাধিক নেতা-কর্মীদের নাম জড়িয়েছে । বিষয়টি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগও চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে।

শিলিগুড়িতে গ্রেফতার ৪০ জন জমি মাফিয়া

জমি মাফিয়াদের এই বাড়বাড়ন্তে রাশ টানতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি নবান্ন থেকে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক চলাকালীন শিলিগুড়িতে জমি মাফিয়াদের রাজ নিয়ে সরব হন তিনি । শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে কড়া নির্দেশ দেন এই বিষয়ে পদক্ষেপের । প্রশ্ন তোলেন কেন জমি দখল হবে? কী করছে পুলিশের গোয়েন্দা বিভাগ? প্রশাসনিক বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর তৎপর হয় শিলিগুড়ির পুলিশ কমিশনারেট । কমিশনারেটের অধীনে থাকা সমস্ত থানা, গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপকে নির্দেশ দেওয়া হয় জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামার । থানাভিত্তিক ভাবে তৈরি করা হয় জমি মাফিয়াদের তালিকা । টানা 36 ঘণ্টা অভিযান চালিয়ে 40 জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ (40 land mafias arrested by Siliguri Police) ।

আরও পড়ুন : মিনাখাঁয় মূক-বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পলাতক প্রতিবেশী যুবক

এ প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আমরা প্রত্যেক থানাকে নির্দেশ দিই জমি মাফিয়াদের তালিকা তৈরি করে অভিযানে নামার । সেই মতো 40 জনকে গ্রেফতার করা হয়েছে । যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আগেও জমির অবৈধ কারবারের অভিযোগ রয়েছে ৷ বাকিদেরও রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । জমি মাফিয়াদের বিরুদ্ধে টানা অভিযান চলবে ।" শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এনজেপি থানা 12 জন, আমবাড়ি ফাঁড়ি 2 জন, ভক্তিনগর থানা 10 জন, মাটিগাড়া থানা 13 জন, প্রধাননগর থানা 3 জনকে গ্রেফতার করেছে । জমি মাফিয়াদের মূল টার্গেট মহানন্দা, জোড়াপানি, ফুলেশ্বরী নদীর চর-সহ সেচ দফতরের জমি । জমি মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ শ্যাম যাদব ও লাল্টু যাদব নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে । শিলিগুড়ি পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনি এলাকার মহানন্দা নদীর চর দখলে নাম জড়িয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জীবেশ সরকারের । যদিও সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন জীবেশ সরকার ।

Last Updated : May 2, 2022, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.