ETV Bharat / state

কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যানে বদল, সরানো হল তৃণমূলপন্থী কৃষ্ণা লিম্বুকে - সরানো হল তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণা লিম্বুকে

বিনয়পন্থী মোর্চার দখলে রয়েছে কার্শিয়াং পৌরসভা। চেয়ারম্যান কৃষ্ণা লিম্বুও বিনয়পন্থী মোর্চার সদস্য। কিন্তু সম্প্রতি কৃষ্ণা লিম্বু রাজ্যের শাসকদল তৃণমুলের দিকে ঝুঁকেছেন। আর তারই জেরে তাঁকে অপসারিত করা হল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

কার্শিয়ং পৌরসভার চেয়ারম্যানে বদল, সরানো হল তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণা লিম্বুকে
কার্শিয়ং পৌরসভার চেয়ারম্যানে বদল, সরানো হল তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণা লিম্বুকে
author img

By

Published : Jun 4, 2021, 8:53 PM IST

কার্শিয়াং, 4 জুন : তৃণমূল কংগ্রেসের দিকে ঝোঁকার ফল পেতে হল হাতেনাতে ৷ কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হল কৃষ্ণা লিম্বুকে। তাঁর বদলে পৌরসভার নতুন চেয়ারম্যান পদে ব্রিগেন গুরুংয়ের নাম প্রস্তাব করে দার্জিলিংয়ের জেলাশাসক পুন্নমবলম এসকে চিঠি দেওয়া হয়েছে।

কৃষ্ণা লিম্বুর বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগ, করোনা আবহে চেয়ারম্যান হয়েও কোনও কাজ করছিলেন না তিনি ৷ এমনকি পৌর কর্মীদেরও কোনওরকম সহযোগিতা করছিলেন না ৷ ওই অভিযোগ তুলেই গত সপ্তাহে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে চিঠি দেয় বিনয়পন্থী মোর্চার পরিষদীয় দল। শুক্রবার পৌরসভার জরুরি বৈঠক ডেকে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে ভোটাভুটির মাধ্যমে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

কার্শিয়াং পৌরসভা সূত্রে খবর , পৌরসভার অধীনে মোট 20টি ওয়ার্ড রয়েছে । তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় এই মুহূর্তে 19 জন কাউন্সিলর রয়েছেন । এঁদের মধ্যে 15 জন কাউন্সিলরই চেয়ারম্যান অপসারণের পক্ষে ভোট দেন। তারপরই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে 17 মে কৃষ্ণা লিম্বুকে চিঠি পাঠনো হয়। তাঁকে 14 দিনের মধ্যে উত্তর দিতে ও তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়। কিন্তু তিনি কোনও উত্তর না দেওয়ায় 1 জুন জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন সহকারী চেয়ারম্যান ব্রিগেন গুরুং। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতেই 4 জুন বৈঠক হয় ৷

কী বললেন ব্রিগেন গুরুং ?

ভাইস চেয়ারম্যান ব্রিগেন গুরুং বলেন, "এদিন 16 জন কাউন্সিলর এসেছিলেন। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই চেয়ারম্যান অপসারণের পক্ষে ভোট দিয়েছেন। সকলের একই অভিযোগ, পাহাড়ে করোনা পরিস্থিতিতে তিনি কাজ করেননি। তাই তাঁকে আমরা সরাতে বাধ্য হলাম।"

আরও পড়ুন : করোনার জেরে অনুষ্ঠান বন্ধ, খিদের জ্বালায় সুর ভুলেছেন বাউল শিল্পীরা

এপ্রসঙ্গে কৃষ্ণা লিম্বু বললেন, "করোনা নতুন নয়। গত বছরও ছিল। ওই পরিস্থিতিতে আমি রাস্তায় নেমে কাজ করেছি । কার্শিয়াংয়ে আইসোলেশন সেন্টার করেছি । আমি অসুস্থ তাই পৌরসভায় যেতে পারছি না। তারপরেও ওঁরা যেটা করলেন সেটা অনৈতিক। আমি এখন মোর্চা ছেড়ে তৃণমুলে যোগ দিচ্ছি দেখেই হয়তো আমাকে অপসারিত হতে হল। তবে বাকি ছয় মাসের জন্য আমি কাউন্সিলর হিসেবে মানুষের জন্য কাজ করব।"

বিনয়পন্থী মোর্চার দখলে রয়েছে কার্শিয়ং পৌরসভা। চেয়ারম্যান কৃষ্ণা লিম্বুও বিনয়পন্থী মোর্চার সদস্য । কিন্তু সম্প্রতি কৃষ্ণা লিম্বু রাজ্যের শাসকদল তৃণমূলের দিকে ঝুঁকেছেন। আর তারই জেরে তাকে অপসারিত করা হল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

কার্শিয়াং, 4 জুন : তৃণমূল কংগ্রেসের দিকে ঝোঁকার ফল পেতে হল হাতেনাতে ৷ কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হল কৃষ্ণা লিম্বুকে। তাঁর বদলে পৌরসভার নতুন চেয়ারম্যান পদে ব্রিগেন গুরুংয়ের নাম প্রস্তাব করে দার্জিলিংয়ের জেলাশাসক পুন্নমবলম এসকে চিঠি দেওয়া হয়েছে।

কৃষ্ণা লিম্বুর বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগ, করোনা আবহে চেয়ারম্যান হয়েও কোনও কাজ করছিলেন না তিনি ৷ এমনকি পৌর কর্মীদেরও কোনওরকম সহযোগিতা করছিলেন না ৷ ওই অভিযোগ তুলেই গত সপ্তাহে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে চিঠি দেয় বিনয়পন্থী মোর্চার পরিষদীয় দল। শুক্রবার পৌরসভার জরুরি বৈঠক ডেকে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে ভোটাভুটির মাধ্যমে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

কার্শিয়াং পৌরসভা সূত্রে খবর , পৌরসভার অধীনে মোট 20টি ওয়ার্ড রয়েছে । তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় এই মুহূর্তে 19 জন কাউন্সিলর রয়েছেন । এঁদের মধ্যে 15 জন কাউন্সিলরই চেয়ারম্যান অপসারণের পক্ষে ভোট দেন। তারপরই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে 17 মে কৃষ্ণা লিম্বুকে চিঠি পাঠনো হয়। তাঁকে 14 দিনের মধ্যে উত্তর দিতে ও তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়। কিন্তু তিনি কোনও উত্তর না দেওয়ায় 1 জুন জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন সহকারী চেয়ারম্যান ব্রিগেন গুরুং। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতেই 4 জুন বৈঠক হয় ৷

কী বললেন ব্রিগেন গুরুং ?

ভাইস চেয়ারম্যান ব্রিগেন গুরুং বলেন, "এদিন 16 জন কাউন্সিলর এসেছিলেন। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই চেয়ারম্যান অপসারণের পক্ষে ভোট দিয়েছেন। সকলের একই অভিযোগ, পাহাড়ে করোনা পরিস্থিতিতে তিনি কাজ করেননি। তাই তাঁকে আমরা সরাতে বাধ্য হলাম।"

আরও পড়ুন : করোনার জেরে অনুষ্ঠান বন্ধ, খিদের জ্বালায় সুর ভুলেছেন বাউল শিল্পীরা

এপ্রসঙ্গে কৃষ্ণা লিম্বু বললেন, "করোনা নতুন নয়। গত বছরও ছিল। ওই পরিস্থিতিতে আমি রাস্তায় নেমে কাজ করেছি । কার্শিয়াংয়ে আইসোলেশন সেন্টার করেছি । আমি অসুস্থ তাই পৌরসভায় যেতে পারছি না। তারপরেও ওঁরা যেটা করলেন সেটা অনৈতিক। আমি এখন মোর্চা ছেড়ে তৃণমুলে যোগ দিচ্ছি দেখেই হয়তো আমাকে অপসারিত হতে হল। তবে বাকি ছয় মাসের জন্য আমি কাউন্সিলর হিসেবে মানুষের জন্য কাজ করব।"

বিনয়পন্থী মোর্চার দখলে রয়েছে কার্শিয়ং পৌরসভা। চেয়ারম্যান কৃষ্ণা লিম্বুও বিনয়পন্থী মোর্চার সদস্য । কিন্তু সম্প্রতি কৃষ্ণা লিম্বু রাজ্যের শাসকদল তৃণমূলের দিকে ঝুঁকেছেন। আর তারই জেরে তাকে অপসারিত করা হল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.