ETV Bharat / state

KLO Militant Mrinal Barman Arrest : ফের শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গি, এবারও জীবন সিংহের সঙ্গী যোশী - কেএলও প্রধান জীবন সিংহ

মাত্র 24 ঘণ্টার মধ্যে কেএলও জঙ্গি অবিনাশের থেকে তথ্য পেয়ে আরেক কেএলও জঙ্গিকে ধরল এসটিএফ ৷ সেও জীবন সিংহের কাছের (KLO Militant Mrinal Barman Arrest) ৷

KLO Chief Jiban Singha close aide arrest
জীবন সিংহের আরেক সঙ্গী যোশী গ্রেফতার
author img

By

Published : Feb 26, 2022, 1:57 PM IST

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি : গ্রেফতার কেএলও জঙ্গি ৷ শনিবার বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) । চব্বিশ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার আরেক কেএলও জঙ্গি । সে কেএলও প্রধান জীবন সিংহের অন্যতম সঙ্গী তথা উত্তরবঙ্গ থেকে মূল আগ্নেয়াস্ত্র সরবরাহকারী মৃণাল বর্মন ওরফে যোশি (Kolkata Police STF arrests KLO militant Mrinal Barman in Siliguri) ।

কেএলও বাহিনীর নিশানায় শিলিগুড়ির বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা ৷ মৃণাল বর্মণকে গ্রেফতারের পর এমন তথ্য উঠে এসেছে রাজ্য পুলিশের কাছে । শুক্রবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর থেকে যোশীকে ধরে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মৃণাল বর্মন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের কান্তিভিটার বাসিন্দা । তার বাড়ি মূলত মালদার গাজলে হলেও 11 বছর আগে শিলিগুড়িতে চলে আসে যোশী । ফাঁসিদেওয়ায় গাড়িচালকের কাজ করত সে । কখনও পিকআপ ভ্যান, আবার কখনও ট্রাক্টর চালাত । কিন্তু এসবের আড়ালে ভয়ানক পরিকল্পনা চলছিল ।

শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গি যোশী তথা মৃণাল বর্মন

আরও পড়ুন : KLO Militant Abinash Roy Arrest : গ্রেফতার কেএলও প্রধান জীবন সিংয়ের সঙ্গী অবিনাশ রায়

বৃহস্পতিবারই অবিনাশ রায় নামে এক সক্রিয় কেএলও জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ । তাকে জিজ্ঞাসাবাদ করে মৃণালের খোঁজ মেলে । এসটিএফের ডিএসপি ( শিলিগুড়ি) সুদীপ ভট্টাচার্য বলেন, "অবিনাশকে জিজ্ঞাসাবাদ করে মৃণাল বর্মনের খোঁজ মিলেছিল । তাকে গ্রেফতার করা হয়েছে । সে একজন সক্রিয় কেএলও সদস্য । আরও বেশ কয়েকজন রয়েছে । তাদের উদ্দেশ্যে খোঁজ চলছে ।"

প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে, গত বছর খোদ জীবন সিংহ অবিনাশ ও মৃণালকে নিযুক্ত করেছিলেন । শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়ার কথা ছিল অবিনাশ ও মৃণালদের । সেসব পেলে শিলিগুড়ির বেশ কয়েকজন ব্যবসায়ীদের অপহরণ করা হবে, এমনই ছক কষছিল তারা । আর বদলে মুক্তিপণ ও আগ্নেয়াস্ত্র নিয়ে মায়ানমারে গোপন ডেরায় কেএলও-র প্রশিক্ষণ শিবির ও বেস ক্যাম্পে ফিরে যাওয়ার কথা ছিল ।

মূলত জীবন সিংহকে একে-47, নাইন এমএম পিস্তল সরবরাহ করত অবিনাশ ও মৃণালরা । অপহরণ-সহ আরও অনেক বিষয়ের পরিকল্পনা চলছিল সোশ্যাল মিডিয়ায় । তবে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য এখনও উত্তরবঙ্গে গা ঢাকা দিয়ে রয়েছে ।

শনিবার মৃণাল বর্মনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । তাকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এসটিএফ আধিকারিকেরা ।

আরও পড়ুন : Ex KLO leader on Mamata :কর্মসংস্থানের নামে লাট্টুর মত ঘুরিয়েছেন দিদি, আন্দোলনের হুমকি প্রাক্তন কেএলও নেত্রীর

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি : গ্রেফতার কেএলও জঙ্গি ৷ শনিবার বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) । চব্বিশ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার আরেক কেএলও জঙ্গি । সে কেএলও প্রধান জীবন সিংহের অন্যতম সঙ্গী তথা উত্তরবঙ্গ থেকে মূল আগ্নেয়াস্ত্র সরবরাহকারী মৃণাল বর্মন ওরফে যোশি (Kolkata Police STF arrests KLO militant Mrinal Barman in Siliguri) ।

কেএলও বাহিনীর নিশানায় শিলিগুড়ির বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা ৷ মৃণাল বর্মণকে গ্রেফতারের পর এমন তথ্য উঠে এসেছে রাজ্য পুলিশের কাছে । শুক্রবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর থেকে যোশীকে ধরে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মৃণাল বর্মন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের কান্তিভিটার বাসিন্দা । তার বাড়ি মূলত মালদার গাজলে হলেও 11 বছর আগে শিলিগুড়িতে চলে আসে যোশী । ফাঁসিদেওয়ায় গাড়িচালকের কাজ করত সে । কখনও পিকআপ ভ্যান, আবার কখনও ট্রাক্টর চালাত । কিন্তু এসবের আড়ালে ভয়ানক পরিকল্পনা চলছিল ।

শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গি যোশী তথা মৃণাল বর্মন

আরও পড়ুন : KLO Militant Abinash Roy Arrest : গ্রেফতার কেএলও প্রধান জীবন সিংয়ের সঙ্গী অবিনাশ রায়

বৃহস্পতিবারই অবিনাশ রায় নামে এক সক্রিয় কেএলও জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ । তাকে জিজ্ঞাসাবাদ করে মৃণালের খোঁজ মেলে । এসটিএফের ডিএসপি ( শিলিগুড়ি) সুদীপ ভট্টাচার্য বলেন, "অবিনাশকে জিজ্ঞাসাবাদ করে মৃণাল বর্মনের খোঁজ মিলেছিল । তাকে গ্রেফতার করা হয়েছে । সে একজন সক্রিয় কেএলও সদস্য । আরও বেশ কয়েকজন রয়েছে । তাদের উদ্দেশ্যে খোঁজ চলছে ।"

প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে, গত বছর খোদ জীবন সিংহ অবিনাশ ও মৃণালকে নিযুক্ত করেছিলেন । শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়ার কথা ছিল অবিনাশ ও মৃণালদের । সেসব পেলে শিলিগুড়ির বেশ কয়েকজন ব্যবসায়ীদের অপহরণ করা হবে, এমনই ছক কষছিল তারা । আর বদলে মুক্তিপণ ও আগ্নেয়াস্ত্র নিয়ে মায়ানমারে গোপন ডেরায় কেএলও-র প্রশিক্ষণ শিবির ও বেস ক্যাম্পে ফিরে যাওয়ার কথা ছিল ।

মূলত জীবন সিংহকে একে-47, নাইন এমএম পিস্তল সরবরাহ করত অবিনাশ ও মৃণালরা । অপহরণ-সহ আরও অনেক বিষয়ের পরিকল্পনা চলছিল সোশ্যাল মিডিয়ায় । তবে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য এখনও উত্তরবঙ্গে গা ঢাকা দিয়ে রয়েছে ।

শনিবার মৃণাল বর্মনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । তাকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এসটিএফ আধিকারিকেরা ।

আরও পড়ুন : Ex KLO leader on Mamata :কর্মসংস্থানের নামে লাট্টুর মত ঘুরিয়েছেন দিদি, আন্দোলনের হুমকি প্রাক্তন কেএলও নেত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.