ETV Bharat / state

পাহাড়ে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের সহায়তা কালিম্পং পৌরসভার

লকডাউনের জেরে আটকে পড়াভিন রাজ্যের শ্রমিকদের সহায়তায় এগিয়ে এল কালিম্পং পৌরসভা ৷

Distribute food Kalimpong Municipality
পাহাড়ে এসে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের সহায়তায় পৌরসভা
author img

By

Published : Apr 1, 2020, 11:14 AM IST


কালিম্পং,1 এপ্রিল : লকডাউনের জেরে পাহাড়ে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের সহায়তায় এগিয়ে এল কালিম্পং পৌরসভা । কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকেও নজর দিয়েছেন চেয়ারম্যান রবি প্রধান ।

রবি প্রধান বলেন, ‘‘কালিম্পঙে ভিন রাজ্যের প্রায় 50 জন শ্রমিক আটকে পড়েছেন । কাজ নেই তাঁদের । পকেটে টাকা নেই । এই অবস্থায় তাঁদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।’’ কালিম্পং থেকে 12 মাইল দূরে একটি বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি ।

পাহাড় এখন পর্যটক শূন্য । কিন্তু কাজের জন্য আসা ভিন রাজ্যের অনেক শ্রমিক আটকে রয়েছেন এখানে। গাড়ি না চলায় বাড়ি ফিরতে পারছেন না তাঁরা । তাই তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কালিম্পং পৌরসভা ।


কালিম্পং,1 এপ্রিল : লকডাউনের জেরে পাহাড়ে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের সহায়তায় এগিয়ে এল কালিম্পং পৌরসভা । কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকেও নজর দিয়েছেন চেয়ারম্যান রবি প্রধান ।

রবি প্রধান বলেন, ‘‘কালিম্পঙে ভিন রাজ্যের প্রায় 50 জন শ্রমিক আটকে পড়েছেন । কাজ নেই তাঁদের । পকেটে টাকা নেই । এই অবস্থায় তাঁদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।’’ কালিম্পং থেকে 12 মাইল দূরে একটি বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি ।

পাহাড় এখন পর্যটক শূন্য । কিন্তু কাজের জন্য আসা ভিন রাজ্যের অনেক শ্রমিক আটকে রয়েছেন এখানে। গাড়ি না চলায় বাড়ি ফিরতে পারছেন না তাঁরা । তাই তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কালিম্পং পৌরসভা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.