শিলিগুড়ি, 30 নভেম্বর : এবার খাদ্য দপ্তরের দেওয়া ডিজিটাল রেশন কার্ড দেখিয়ে ডিসকাউন্ট মিলবে বিভিন্ন শপিংমলে অবস্থিত ফিউচার গ্রুপের বিগ বাজারে। ইতিমধ্যেই নোডাল প্রজেক্ট হিসেবে কয়েকটি জেলায় এই কাজ শুরু হয়েছে । দ্রুত তা মিলবে রাজ্যজুড়ে। শিলিগুড়িতে আজ একথা বলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই নিয়ে বিগ বাজার গোষ্ঠীর সঙ্গে MoU স্বাক্ষর করা হয়েছে বলে তিনি জানান।
খাদ্যমন্ত্রী বলেন, সরকারি রেশনের থেকে বহু মানুষ বড় শপিং মল থেকে ব্র্যান্ডেড রেশন কিনতে চান ৷ কিন্তু NRC আতঙ্কে তাঁরা কার্ড রাখতে চান ৷ তাই সরকারের তরফ থেকে ডিজিটাল রেশন কার্ডের ব্যবস্থা করা হয়েছে ৷ কী ভাবে এই কার্ডের জন্য আবেদন করতে হবে তার বিবৃতি দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দশ নম্বর ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠালে আমরা আপনাদের ওই ডিজিটাল কার্ড দেব। সরাসরি অনলাইনে ভোটার কার্ড এবং আধার কার্ড নম্বর দিয়ে আবেদন করলেই এক মাসের মধ্যে হাতে মিলবে ডিজিটাল রেশন কার্ড ৷"
তবে এক্ষেত্রে কার্ড দেখিয়ে সরকারি রেশন না কিনলেও বিগ বাজারের যে কোনও আউটলেটে পাওয়া যাবে 4 থেকে 6 শতাংশ ছাড় ৷ ইতিমধ্যেই নোডাল প্রজেক্ট হিসেবে কয়েকটি জেলায় কার্যকরী করা হয়েছে এই ব্যবস্থা এবং দ্রুতই এই সুবিধা মিলবে গোটা রাজ্যে ।