ETV Bharat / state

IRCTC Tour : অল্প খরচে নবদ্বীপ ও পুরী ভ্রমণের সুযোগ এনে দিল আইআরসিটিসি

করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল পর্যটন ৷ এবার করোনা পরিস্থিতির উন্নতি হতে রেলের অর্থনীতিকে চাঙ্গা করতে বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করল আইআরসিটিসি ৷ বড়দিনের আগে উত্তরবঙ্গবাসীদের ঘোরানো হবে দু'টি তীর্থক্ষেত্র ৷

সাংবাদিক বৈঠকে আইআরসিটিসি আধিকারিক
সাংবাদিক বৈঠকে আইআরসিটিসি আধিকারিক
author img

By

Published : Nov 10, 2021, 3:43 PM IST

শিলিগুড়ি, 10 নভেম্বর : আসছে বড়দিন ৷ তার আগে উত্তরের পর্যটকদের জন্য সুখবর ৷ অল্প খরচে ধর্মীয় পীঠস্থান ঘোরার সুযোগ এনে দিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের 'ইন্ডিয়ান রেলওয়ে ক্যাট্যারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন' (আইআরসিটিসি) (Indian Railway Catering and Tourism Corporation, IRCTC) ।

শুধুমাত্র টিকিট কাটলেই স্বস্তি । এরপর থাকা-খাওয়া থেকে পর্যটনস্থল ঘোরানোর সব দায়িত্ব আইআরসিটিসি-র । শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিশেষ প্যাকেজ ট্যুরের কথা জানান আইআরসিটিসি-র আঞ্চলিক আধিকারিক মাধব সাহা । এদিন তিনি বলেন, "ডিব্রুগড় থেকে ট্রেনটি 21 ডিসেম্বর রওনা হবে ৷ 22 ডিসেম্বর পৌঁছাবে নিউ জলপাইগুড়ি স্টেশন । নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়া নিউ কোচবিহারে ওই ট্রেনটির স্টপেজ রয়েছে । ইতিমধ্যে ভাড়া অনেকটাই কমিয়ে রাখা হয়েছে । সেজন্য আলাদা করে বিশেষ ছাড় নেই । নিউ জলপাইগুড়িতে শেষ স্টপেজ । এরপর ট্রেন সোজা নবদ্বীপে থামবে । সেখানে ঘোরার পর ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেবে । 27 ডিসেম্বর পর্যন্ত থাকবে ভ্রমণের সুযোগ ।"

আরও পড়ুন : Nepal Package IRCTC : ডিসেম্বরেই চালু হবে আইআরসিটিসির নেপাল প্যাকেজ

মূলত দু'বছর করোনার জেরে পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছিল । করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হতে প্যাকেজ ট্যুরের মাধ্যমে নিজেদের আয় বাড়ানোয় জোর দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল । তাই তীর্থস্থানগুলিকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরি করে পর্যটকদের জন্য এই বিশেষ প্যাকেজের বন্দোবস্ত আইআরসিটিসি-র । খুব তবে পর্যটকদের কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে ৷ ভ্যাকসিনের একটি ডোজ নিলে সঙ্গে আরটিপিসিআর-এর নেগেটিভ রিপোর্ট রাখা জরুরি বলে জানিয়েছেন রেলের অধিকর্তা । স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ম বাধ্যতামূলক করেছে রেল কর্তৃপক্ষ ।

উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ

নবদ্বীপের পীঠস্থান, মঠ দর্শনের পাশাপাশি পুরীর কোনারক মন্দির, সূর্যদেবের মন্দির, বিষ্ণু মন্দির, জগন্নাথ দেবের মন্দিরে পর্যটকদের নিয়ে যাবে আইআরসিটিসি । তাই যাত্রীদের আলাদা করে ঘোরার কোনও ব্যবস্থা করতে হবে না ৷ তবে রেলের পক্ষ থেকে নিরামিষ খাবার দেওয়া হবে যাত্রীদের । প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে বাতানুকূল বা এসি ও বাতানুকূলহীন বা নন-এসি কামরা। এসি কামরার ভাড়া মাথাপিছু 12 হাজার 600 টাকা এবং নন-এসির জন্য 7 হাজার 560 টাকা ধার্য করা হয়েছে । যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় নিরাপত্তারক্ষী এবং একজন চিকিৎসক থাকবেন । 5 বছরের কম বয়সীদের জন্য কোনও ভাড়া লাগবে না, জানিয়েছেন রেল আধিকারিক ৷

শিলিগুড়ি, 10 নভেম্বর : আসছে বড়দিন ৷ তার আগে উত্তরের পর্যটকদের জন্য সুখবর ৷ অল্প খরচে ধর্মীয় পীঠস্থান ঘোরার সুযোগ এনে দিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের 'ইন্ডিয়ান রেলওয়ে ক্যাট্যারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন' (আইআরসিটিসি) (Indian Railway Catering and Tourism Corporation, IRCTC) ।

শুধুমাত্র টিকিট কাটলেই স্বস্তি । এরপর থাকা-খাওয়া থেকে পর্যটনস্থল ঘোরানোর সব দায়িত্ব আইআরসিটিসি-র । শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিশেষ প্যাকেজ ট্যুরের কথা জানান আইআরসিটিসি-র আঞ্চলিক আধিকারিক মাধব সাহা । এদিন তিনি বলেন, "ডিব্রুগড় থেকে ট্রেনটি 21 ডিসেম্বর রওনা হবে ৷ 22 ডিসেম্বর পৌঁছাবে নিউ জলপাইগুড়ি স্টেশন । নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়া নিউ কোচবিহারে ওই ট্রেনটির স্টপেজ রয়েছে । ইতিমধ্যে ভাড়া অনেকটাই কমিয়ে রাখা হয়েছে । সেজন্য আলাদা করে বিশেষ ছাড় নেই । নিউ জলপাইগুড়িতে শেষ স্টপেজ । এরপর ট্রেন সোজা নবদ্বীপে থামবে । সেখানে ঘোরার পর ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেবে । 27 ডিসেম্বর পর্যন্ত থাকবে ভ্রমণের সুযোগ ।"

আরও পড়ুন : Nepal Package IRCTC : ডিসেম্বরেই চালু হবে আইআরসিটিসির নেপাল প্যাকেজ

মূলত দু'বছর করোনার জেরে পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছিল । করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হতে প্যাকেজ ট্যুরের মাধ্যমে নিজেদের আয় বাড়ানোয় জোর দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল । তাই তীর্থস্থানগুলিকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরি করে পর্যটকদের জন্য এই বিশেষ প্যাকেজের বন্দোবস্ত আইআরসিটিসি-র । খুব তবে পর্যটকদের কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে ৷ ভ্যাকসিনের একটি ডোজ নিলে সঙ্গে আরটিপিসিআর-এর নেগেটিভ রিপোর্ট রাখা জরুরি বলে জানিয়েছেন রেলের অধিকর্তা । স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ম বাধ্যতামূলক করেছে রেল কর্তৃপক্ষ ।

উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ

নবদ্বীপের পীঠস্থান, মঠ দর্শনের পাশাপাশি পুরীর কোনারক মন্দির, সূর্যদেবের মন্দির, বিষ্ণু মন্দির, জগন্নাথ দেবের মন্দিরে পর্যটকদের নিয়ে যাবে আইআরসিটিসি । তাই যাত্রীদের আলাদা করে ঘোরার কোনও ব্যবস্থা করতে হবে না ৷ তবে রেলের পক্ষ থেকে নিরামিষ খাবার দেওয়া হবে যাত্রীদের । প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে বাতানুকূল বা এসি ও বাতানুকূলহীন বা নন-এসি কামরা। এসি কামরার ভাড়া মাথাপিছু 12 হাজার 600 টাকা এবং নন-এসির জন্য 7 হাজার 560 টাকা ধার্য করা হয়েছে । যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় নিরাপত্তারক্ষী এবং একজন চিকিৎসক থাকবেন । 5 বছরের কম বয়সীদের জন্য কোনও ভাড়া লাগবে না, জানিয়েছেন রেল আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.