ETV Bharat / state

West Bengal University Row: বিকাশ ভবনে বৈঠক, পদত্যাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের

রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার নিয়ে টানাপোড়েন চলছে ৷ আজ বিকাশ ভবনে উচ্চস্তরীয় বৈঠক ডেকেছে শিক্ষা দফতর ৷ এর মধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইস্তফাপত্র জমা দিলেন ৷

ETV Bharat
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী রেজিস্ট্রার নূপুর দাস পদত্যাগপত্র জমা দিয়েছেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 7:16 AM IST

দার্জিলিং, 8 সেপ্টেম্বর: পদত্যাগ করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী রেজিস্ট্রার ৷ বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী রেজিস্ট্রার নূপুর দাস ৷ তবে তা গৃহীত হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ৷ এমনিতেই উপাচার্য নিয়োগ বিষয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চলছে ৷ এর মধ্যে রাজ্যপাল নিজেই পদাধিকারবলে যে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নেই, তার উপাচার্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ পরে এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপচার্যও নিয়োগ করেন।

আজ, শুক্রবার, বিকাশ ভবনে বৈঠক ডেকেছে উচ্চশিক্ষা দফতর ৷ এদিন পশ্চিমবঙ্গের প্রায় 30টি সরকারি ও সরকারপোষিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ অন্যদিকে, সূত্রের খবর, সেই বৈঠকে না-যাওয়ার নির্দেশ দিয়ে কার্যত হুইপ জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সেই নির্দেশিকাও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয় ৷ এই টানাপোড়েনের মধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের আচমকা পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

রেজিস্ট্রারের পদত্যাগ প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, "রেজিস্ট্রার আমাকে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন ৷ তা গ্রহণ করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷" নূপুর দাস অবশ্য তাঁর ইস্তফা দেওয়া নিয়ে বলেন, "আমার মেয়াদ আর ক’দিন পরেই শেষ হবে ৷ তাঁর আগেই ব্যক্তিগত কারণে এবং পারিবারিক সমস্যা থাকায় পদত্যাগ করেছি ৷"

আরও পড়ুন: নয়া সিদ্ধান্ত ! বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদে বসছেন রাজ্যপাল

জুন মাস থেকে নূপুর দাসকে তিনমাসের জন্য অন্তর্বর্তীকালীন রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয় ৷ আগামী 20 সেপ্টেম্বর তাঁর সেই পদের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ সময়ের আগেই তিনি পদত্যাগ করেন ৷ তিনি আন্ডার গ্রাজুয়েট কাউন্সিলের দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রারের পদও সামলাচ্ছিলেন ৷ শিক্ষামহলের একাংশের মত, রাজ্য ও রাজভবনের এই সংঘাতে অনেক উপাচার্য এবং রেজিস্ট্রারের মতো উচ্চাধিকারিকরা জড়াতে চাইছেন না ৷ তাই তাঁরা পদত্যাগের পথ বেছে নিচ্ছেন ৷

দার্জিলিং, 8 সেপ্টেম্বর: পদত্যাগ করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী রেজিস্ট্রার ৷ বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী রেজিস্ট্রার নূপুর দাস ৷ তবে তা গৃহীত হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ৷ এমনিতেই উপাচার্য নিয়োগ বিষয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চলছে ৷ এর মধ্যে রাজ্যপাল নিজেই পদাধিকারবলে যে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নেই, তার উপাচার্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ পরে এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপচার্যও নিয়োগ করেন।

আজ, শুক্রবার, বিকাশ ভবনে বৈঠক ডেকেছে উচ্চশিক্ষা দফতর ৷ এদিন পশ্চিমবঙ্গের প্রায় 30টি সরকারি ও সরকারপোষিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ অন্যদিকে, সূত্রের খবর, সেই বৈঠকে না-যাওয়ার নির্দেশ দিয়ে কার্যত হুইপ জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সেই নির্দেশিকাও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয় ৷ এই টানাপোড়েনের মধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের আচমকা পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

রেজিস্ট্রারের পদত্যাগ প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, "রেজিস্ট্রার আমাকে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন ৷ তা গ্রহণ করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷" নূপুর দাস অবশ্য তাঁর ইস্তফা দেওয়া নিয়ে বলেন, "আমার মেয়াদ আর ক’দিন পরেই শেষ হবে ৷ তাঁর আগেই ব্যক্তিগত কারণে এবং পারিবারিক সমস্যা থাকায় পদত্যাগ করেছি ৷"

আরও পড়ুন: নয়া সিদ্ধান্ত ! বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদে বসছেন রাজ্যপাল

জুন মাস থেকে নূপুর দাসকে তিনমাসের জন্য অন্তর্বর্তীকালীন রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয় ৷ আগামী 20 সেপ্টেম্বর তাঁর সেই পদের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ সময়ের আগেই তিনি পদত্যাগ করেন ৷ তিনি আন্ডার গ্রাজুয়েট কাউন্সিলের দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রারের পদও সামলাচ্ছিলেন ৷ শিক্ষামহলের একাংশের মত, রাজ্য ও রাজভবনের এই সংঘাতে অনেক উপাচার্য এবং রেজিস্ট্রারের মতো উচ্চাধিকারিকরা জড়াতে চাইছেন না ৷ তাই তাঁরা পদত্যাগের পথ বেছে নিচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.