শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর: রাজধানী এক্সপ্রেসে অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাচারের ছক কষেছিল পাচারকারীরা ৷ অবশেষে আজ অভিযান চালিয়ে সেই ছক বানচাল করল রেল পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় তিনলক্ষ টাকার সিগারেট। এর আগে করোনার বিধিনিষেধ চলাকালীন নেশার সামগ্রী ও মাদক পাচার কিছুটা কম হলেও ট্রেন পরিষেবা চালু হতেই ট্রেনে মাদক পাচারের চক্র ফের একবার সক্রিয় হয়ে উঠেছে।
এর আগেও ট্রেনে করে একাধিকবার মাদক পাচারের ঘটনা ঘটেছে রাজ্যে। এবারও সেই পরিকল্পনাই ছিল পাচারকারীদের। রেল পুলিশের তরফে জানা গিয়েছে, গুয়াহাটি থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুলিশ। ট্রেনের বি-3 কামরায় অভিযান চালালে সন্দেহভাজন মহম্মদ রিজওয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রেল পুলিশ। সে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা।
আরও পড়ুন: বিশ্ব পর্যটন দিবসে শিলিগুড়ি টাউন স্টেশন সংরক্ষণের দাবি
রিজওয়ানের ব্যাগে তল্লাশি চালালে তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় মালয়েশিয়ার 640 প্যাকেট ও কোরিয়ার 420 প্যাকেট সিগারেট। এরপর তাকে গ্রেফতার করে রেল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছে, এই বিপুল পরিমাণ সিগারেট সে চুরি করে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।