ETV Bharat / state

গজলডোবায় হেলিপ্যাড ! আদালতে যাচ্ছেন সুভাষ - Mamata Banerjee

হেলিপ্যাড নির্মাণ ও মুখ্যমন্ত্রীর বাংলো প্রস্তুতি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবেশবিদ সুভাষ দত্তের ।

সুভাষ দত্ত
author img

By

Published : Jun 14, 2019, 8:34 AM IST

Updated : Jun 14, 2019, 9:28 AM IST

গজলডোবা, 14 জুন : গজলডোবায় 2018 সালে পাখিরালয় তৈরি করেছিল সরকার। ওই এলাকায় হেলিপ্যাড হলে বাড়তে পারে পাখিদের মৃত্যুর হার । এমনই মত পরিবেশবিদ সুভাষ দত্তের । এই নিয়ে পরিবেশ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি । পাশাপাশি দার্জিলিংয়ের বোটানিক্যাল গার্ডেনে একটি ট্যুরিস্ট লজ এবং মুখ্যমন্ত্রীর বাংলো বানানোর প্রস্তাব নিয়েও জনস্বার্থ মামলা করতে পারেন বলেও আভাস দিয়েছেন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভোরের আলো' প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছে । অভিযোগ, কৃষকদের ইচ্ছার বিরুদ্ধেই সেই জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ চলছিল । এর প্রতিবাদে দফায় দফায় আন্দোলনও করে কৃষকরা । এই নিয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সুভাষ দত্ত বলেন, "মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আইনের ঊর্ধ্বে নন। গজলডোবায় একদিকে পরিবেশ রক্ষায় পাখিরালয় গড়ে তোলা হচ্ছে । অন্যদিকে, পাশেই হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত হচ্ছে । এতে সংঘাত বাড়বে ।"

ভিডিয়ো শুনুন সুভাষ দত্তের বক্তব্য

টাইগার হিলে একাধিক মোবাইল টাওয়ার ইতিমধ্যেই বসেছে । সেই নিয়েও সরব হন সুভাষ দত্ত। তাছাড়াও, সিঞ্চল লেকের জল এবং বালাসনের জল একত্রিত করে পানীয় জল হিসেবে বিক্রি করা নিয়েও সরকারকে আক্রমণ করেন তিনি । পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, প্রয়োজনে আইনি পথেই পরিস্থিতি মোকাবিলা করা হবে ।

গজলডোবা, 14 জুন : গজলডোবায় 2018 সালে পাখিরালয় তৈরি করেছিল সরকার। ওই এলাকায় হেলিপ্যাড হলে বাড়তে পারে পাখিদের মৃত্যুর হার । এমনই মত পরিবেশবিদ সুভাষ দত্তের । এই নিয়ে পরিবেশ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি । পাশাপাশি দার্জিলিংয়ের বোটানিক্যাল গার্ডেনে একটি ট্যুরিস্ট লজ এবং মুখ্যমন্ত্রীর বাংলো বানানোর প্রস্তাব নিয়েও জনস্বার্থ মামলা করতে পারেন বলেও আভাস দিয়েছেন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভোরের আলো' প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছে । অভিযোগ, কৃষকদের ইচ্ছার বিরুদ্ধেই সেই জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ চলছিল । এর প্রতিবাদে দফায় দফায় আন্দোলনও করে কৃষকরা । এই নিয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সুভাষ দত্ত বলেন, "মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আইনের ঊর্ধ্বে নন। গজলডোবায় একদিকে পরিবেশ রক্ষায় পাখিরালয় গড়ে তোলা হচ্ছে । অন্যদিকে, পাশেই হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত হচ্ছে । এতে সংঘাত বাড়বে ।"

ভিডিয়ো শুনুন সুভাষ দত্তের বক্তব্য

টাইগার হিলে একাধিক মোবাইল টাওয়ার ইতিমধ্যেই বসেছে । সেই নিয়েও সরব হন সুভাষ দত্ত। তাছাড়াও, সিঞ্চল লেকের জল এবং বালাসনের জল একত্রিত করে পানীয় জল হিসেবে বিক্রি করা নিয়েও সরকারকে আক্রমণ করেন তিনি । পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, প্রয়োজনে আইনি পথেই পরিস্থিতি মোকাবিলা করা হবে ।

Intro:গজলডোবায় হেলিপ্যাড, পাহারে মুখ্যমন্ত্রীর বাংলো, ফের পরিবেশ আদালতে যাচ্ছেন সুভাষ দত্ত।

গজলডোবায় 2018 সালে পাখিরালয় তৈরি করেছিল সরকার। তাই ওই এলাকায় হেলিপ্যাড হলে তাতে পাখিদের মৃত্যুর হার বাড়বে বলেই মনে করছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তাই এ নিয়ে পরিবেশ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি দার্জিলিংয়ের বোটানিক্যাল গার্ডেনে একটি ট্যুরিস্ট লোড এবং মুখ্যমন্ত্রীর জন্য একটি বাংলো বানানোর যে প্রস্তাব রাজ্যের পর্যটন দপ্তরের কাছে রয়েছে তার বিরুদ্ধেও পরিবেশ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সুভাষ দত্ত বলেন, ক্ষমতাধর হলে আইন মানতে হয় না এমনটা নয়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন। গজলডোবায় একদিকে পরিবেশ রক্ষায় পাখিরালয় গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে পাশেই হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত হচ্ছে। এতে সংঘাত বাড়বে।
পাহারে টাইগার হিলে একাধিক মোবাইল টাওয়ার ইতিমধ্যেই বসেছে। সে নিয়েও সরব হবে সুভাষ দত্ত। তাছাড়া, পাহারে পানীয় জল সরবরাহে সিঞ্চল লেকের জল এবং বালাসনের জল একত্রিত করে পানীয় জল হিসেবে বিলির বিরুদ্ধেও সরব হবে তিনি।

সুভাষ দত্ত বলেন, দার্জিলিংয়ে বোটানিক্যাল গার্ডেনে ওই ট্যুরিস্ট বাংলো করতে চাইছে পর্যটন দপ্তর। প্রস্তাব নিয়ে খুশি নয় বোন দপ্তর। তাই এক মন্ত্রীই তার কাছে সাহায্য চেয়েছেন। সমস্ত জায়গা ঘুরে তথ্যপ্রমান এবং ছবি সংগ্রহ করেছেন তিনি। এ নিযে পৃথক ভাবে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হবে।

অন্যদিকে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন আমি আইনের ছাত্র। কখনো কোনও মামলা হারি নি। গজলডোবার পাখিরালয় প্রস্তাবিত হেলিপ্যাড থেকে তিন কিলোমিটার দূরে। সুভাষ দত্ত কোর্ট মাফিয়া। বাকিটা মামলা হলে আদালতে লড়ব।


Body:।


Conclusion:
Last Updated : Jun 14, 2019, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.