কলকাতা, 24 জুন : আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । সেই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রবল । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা কয়েক দিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে । রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের জেলাগুলিতে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
ইতিমধ্যে ওড়িশায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ । নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বর্জ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে আগামী 48 ঘণ্টায় । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে ।
আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 71 শতাংশ । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে দিনের বেলায় । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 2.5 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।