শিলিগুড়ি, 14 জুন : শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় কোরোনায় মৃ্ত্যু হল এক স্বাস্থ্যকর্মীর । তিনি স্থানীয় এক কোয়ারানটিন সেন্টারের দায়িত্বে ছিলেন। সেখানেই কোরোনায় আক্রান্ত হন। এরপর তাঁকে মাটিগাড়ার কাওয়াখালির কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । বয়স হয়েছিল 56 ।
গতকাল শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও দু'জন । এরা 45 ও 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । কোরোনা হাসপাতালে ভরতি হয়েছেন এক বিমান সেবিকাও । বেঙ্গালুরু থেকে ফিরে ফাঁসিদেওয়ার কোয়ারানটিন সেন্টারে ছিলেন তিনি ।
দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, “কোরোনা হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে । তিনি কোয়ারানটিন সেন্টারের দায়িত্বে ছিলেন । মৃত্যুর কারণ খতিয়ে দেখছি আমরা। “