ETV Bharat / state

JAP-এর প্রার্থী হিসেবে আজ মনোননয় পেশ হরকার - congress

লোকসভা নির্বাচনে পাহাড়ে ১৬ দলের জোট সর্বসম্মতিক্রমে প্রার্থী দেবে বলে ঠিক করেছিল। সেজন্য তাদের মধ্যে বৈঠকও হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ ভেস্তে যায়।

JAP-এর প্রার্থী হিসেবে আজ মনোননয় পেশ হরকার
author img

By

Published : Mar 26, 2019, 5:11 AM IST

কালিম্পং, ২৬ মার্চ : লোকসভা নির্বাচনে পাহাড়ে ১৬ দলের জোট সর্বসম্মতিক্রমে প্রার্থী দেবে বলে ঠিক করেছিল। সেজন্য তাদের মধ্যে বৈঠকও হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ ভেস্তে যায়। জোটের তিন মূল শক্তির মধ্যে GNLF ইতিমধ্যে মোর্চার বিমলপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে BJP প্রার্থীকে সমর্থন করছে। অন্যদিকে CPRM ও কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছে। এবার JAP (জন আন্দোলন পার্টি) নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সোমবার কালিম্পংয়ে JAP-এর সুপ্রিমো হরকাবাহাদুর ছেত্রী জানিয়েছেন, তিনি নিজেই প্রার্থী। আজ মনোনয়নপত্র দাখিল করবেন। এর আগে প্রার্থী নিয়ে মতবিরোধের জেরে ১৬ দলের জোট ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। একইসঙ্গে জানিয়েছিলেন, JAP লোকসভা ভোটের দৌড়ে থাকবে না। যদিও পরে মত বদল দলের প্রার্থী হিসেবে নিজেই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পাহাড়ে এবার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে মোর্চার বিনয়পন্থীরা। অন্যদিকে মোর্চার বিমলপন্থীরা ও GNLF জোট বেঁধেছে BJP-র সঙ্গে। গতকাল হরকা এই দুই জোটেরই কড়া সমালোচনা করেন। সবমিলিয়ে পাহাড়ে জোট রাজনীতিতে এখন নয়া সমীকরণ।

কালিম্পং, ২৬ মার্চ : লোকসভা নির্বাচনে পাহাড়ে ১৬ দলের জোট সর্বসম্মতিক্রমে প্রার্থী দেবে বলে ঠিক করেছিল। সেজন্য তাদের মধ্যে বৈঠকও হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ ভেস্তে যায়। জোটের তিন মূল শক্তির মধ্যে GNLF ইতিমধ্যে মোর্চার বিমলপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে BJP প্রার্থীকে সমর্থন করছে। অন্যদিকে CPRM ও কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছে। এবার JAP (জন আন্দোলন পার্টি) নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সোমবার কালিম্পংয়ে JAP-এর সুপ্রিমো হরকাবাহাদুর ছেত্রী জানিয়েছেন, তিনি নিজেই প্রার্থী। আজ মনোনয়নপত্র দাখিল করবেন। এর আগে প্রার্থী নিয়ে মতবিরোধের জেরে ১৬ দলের জোট ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। একইসঙ্গে জানিয়েছিলেন, JAP লোকসভা ভোটের দৌড়ে থাকবে না। যদিও পরে মত বদল দলের প্রার্থী হিসেবে নিজেই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পাহাড়ে এবার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে মোর্চার বিনয়পন্থীরা। অন্যদিকে মোর্চার বিমলপন্থীরা ও GNLF জোট বেঁধেছে BJP-র সঙ্গে। গতকাল হরকা এই দুই জোটেরই কড়া সমালোচনা করেন। সবমিলিয়ে পাহাড়ে জোট রাজনীতিতে এখন নয়া সমীকরণ।

Intro:১৬ দলের জোট ভেঙ্গে খান খান, এবার জাপের প্রার্থী হর্কা

কালিম্পং, ২৫ মার্চ : লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে ১৬ দলের জোটের সর্বসম্মতি প্রার্থীর তত্ত্ব ভেঙ্গে খান খান। জোটের তিন মূল শক্তির মধ্যে জিএনএলএফ মোর্চার বিমলপন্থীর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির প্রার্থীকে সমর্থন করেছে । সিপিআরএম নিজেই প্রার্থী দিয়েছে । এবার জন আন্দোলন পার্টি (জাপ)ও নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ।
Body:
সোমবার কালিম্পংয়ে জাপের সুপ্রিমো হর্কাবাহাদুর ছেত্রী জানিয়েছেন, তিনি নিজেই প্রার্থী । মঙ্গলবার মনোনয়ন দাখিল করবেন। প্রার্থী নিয়ে মতবিরতের জেরে জোট ছাড়ার কথা বলেছিলেন তিনি । একইসঙ্গে বলেছিলেন জাপ লোকসভা ভোটের দৌরে থাকবে না । যদিও পরে দলীয় কর্মীদের চাপে মত বদল হয় তাঁর। এদিন হরকা বাহাদূরের গলায় শোনা গেল বিজেপির সঙ্গে গুরুঙ ও জিএনএলএফের ও তৃনমুলের সঙ্গে মোর্চার বিনয়পন্থীদের জোটকে একহাত নিতে । Conclusion:ফলে পাহাড়ে জোট রাজনীতি এখন নয়া সমীকরনেড়ে পথে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.