ETV Bharat / state

Bengal Civic Polls Result 2022 : তাল কাটল পাহাড়ে, দার্জিলিং পৌরসভা দখল করে চমকে দিল সদ্য ভূমিষ্ঠ হামরো পার্টি

রাজ্যজুড়ে সবুজ ঝড় তুললেও পাহাড় অধরাই থাকল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ তবে এবার নতুন পর্বের সূচনা করল নতুন দল হামরো পার্টি (Bengal Civic Polls Result 2022) ৷

TMC wins 2 seats in Darjeeling Municipality
দার্জিলিং পৌরসভায় দুটি আসন তৃণমূলের
author img

By

Published : Mar 2, 2022, 1:11 PM IST

দার্জিলিং, 2 মার্চ : পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ । দার্জিলিং পৌরসভার দখল নিল নতুন রাজনৈতিক দল হামরো পার্টি । অপ্রত্যাশিতভাবে বিজেপি, তৃণমূল কংগ্রেস-সহ পাহাড়ের অন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে পরাজিত করেছে অজয় এডওয়ার্ডের এই দল । 32টি ওয়ার্ডের মধ্যে 18টি ওয়ার্ডে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা পেল হামরো পার্টি । অন্যদিকে, পরাজিত হয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা এবং মন ঘিসিংয়ের জিএনএলএফ । পাহাড়ের রাজনীতিতে এই পরিবর্তন অনেকেই ভাবতে পারেনি (Hamro Party wins in majority in Darjeeling Municipality Election) ।

কিন্তু পাহাড়ের মানুষ নতুন রাজনৈতিক সমীকরণের সঙ্গে নতুন উত্থান পর্বের সূচনা করলেন । এর আগে বিমল গুরুংকে যাচাই করে তাঁকে প্রত্যাখান করেছে পাহাড়বাসী । একই প্রতিক্রিয়া পেলেন বিনয় তামাং ও অনিত থাপা ৷ দার্জিলিংয়ে 32টি ওয়ার্ডের মধ্যে হামরো পার্টি 18টি আসন পেয়েছে । অন্যদিকে, অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 9 টি, গোর্খা জনমুক্তি মোর্চা 3টি ও তৃণমূল কংগ্রেস 2টি ওয়ার্ডে জয়ী হয়েছে ।

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য

দলীয় সূত্রে জানা গিয়েছে, 10টি আসনে তৃণমূল কংগ্রেসের ভোট 38 শতাংশ বৃদ্ধি পেয়েছে । গত পৌর নির্বাচনে একটিমাত্র ওয়ার্ড পেয়েছিল তৃণমূল কংগ্রেস । এবার 5 ও 18 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে ঘাসফুল । অন্যদিকে, বিমল গুরুংয়ের মোর্চা 22, 27, 28 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে ।

দার্জিলিংয়ে আত্মপ্রকাশ করল নবজাত হামরো পার্টি

অনিত থাপার দল 1, 3, 17, 21, 23, 24, 26 ও 32 নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে ৷ আর বিজেপির সঙ্গে জোট করেও খাতাই খুলতে পারেনি জিএনএলএফ । জয়ের পরই দু'টি ওয়ার্ডে বিজয় মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । বিনয় তামাং বলেন, "আমরা দু'টি ওয়ার্ডে জিতেছি । তবে আমাদের ভোট গতবারের তুলনায় 38 শতাংশ বৃদ্ধি পেয়েছে । অজয় এডওয়ার্ডকে শুভেচ্ছা । তাঁকে সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার ।"

হামরো পার্টির কার্যকরী কমিটির সদস্য রবার্ট ছেত্রী বলেন, "আমরা একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছি। পৌর বোর্ড আমরা গঠন করছি । মানুষকে পরিষেবা দেব ।"

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022: ঝালদায় সমানে সমানে কংগ্রেস-তৃণমূল, নির্দলদের হাতে বোর্ড গড়ার চাবিকাঠি

দার্জিলিং, 2 মার্চ : পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ । দার্জিলিং পৌরসভার দখল নিল নতুন রাজনৈতিক দল হামরো পার্টি । অপ্রত্যাশিতভাবে বিজেপি, তৃণমূল কংগ্রেস-সহ পাহাড়ের অন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে পরাজিত করেছে অজয় এডওয়ার্ডের এই দল । 32টি ওয়ার্ডের মধ্যে 18টি ওয়ার্ডে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা পেল হামরো পার্টি । অন্যদিকে, পরাজিত হয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা এবং মন ঘিসিংয়ের জিএনএলএফ । পাহাড়ের রাজনীতিতে এই পরিবর্তন অনেকেই ভাবতে পারেনি (Hamro Party wins in majority in Darjeeling Municipality Election) ।

কিন্তু পাহাড়ের মানুষ নতুন রাজনৈতিক সমীকরণের সঙ্গে নতুন উত্থান পর্বের সূচনা করলেন । এর আগে বিমল গুরুংকে যাচাই করে তাঁকে প্রত্যাখান করেছে পাহাড়বাসী । একই প্রতিক্রিয়া পেলেন বিনয় তামাং ও অনিত থাপা ৷ দার্জিলিংয়ে 32টি ওয়ার্ডের মধ্যে হামরো পার্টি 18টি আসন পেয়েছে । অন্যদিকে, অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 9 টি, গোর্খা জনমুক্তি মোর্চা 3টি ও তৃণমূল কংগ্রেস 2টি ওয়ার্ডে জয়ী হয়েছে ।

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য

দলীয় সূত্রে জানা গিয়েছে, 10টি আসনে তৃণমূল কংগ্রেসের ভোট 38 শতাংশ বৃদ্ধি পেয়েছে । গত পৌর নির্বাচনে একটিমাত্র ওয়ার্ড পেয়েছিল তৃণমূল কংগ্রেস । এবার 5 ও 18 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে ঘাসফুল । অন্যদিকে, বিমল গুরুংয়ের মোর্চা 22, 27, 28 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে ।

দার্জিলিংয়ে আত্মপ্রকাশ করল নবজাত হামরো পার্টি

অনিত থাপার দল 1, 3, 17, 21, 23, 24, 26 ও 32 নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে ৷ আর বিজেপির সঙ্গে জোট করেও খাতাই খুলতে পারেনি জিএনএলএফ । জয়ের পরই দু'টি ওয়ার্ডে বিজয় মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । বিনয় তামাং বলেন, "আমরা দু'টি ওয়ার্ডে জিতেছি । তবে আমাদের ভোট গতবারের তুলনায় 38 শতাংশ বৃদ্ধি পেয়েছে । অজয় এডওয়ার্ডকে শুভেচ্ছা । তাঁকে সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার ।"

হামরো পার্টির কার্যকরী কমিটির সদস্য রবার্ট ছেত্রী বলেন, "আমরা একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছি। পৌর বোর্ড আমরা গঠন করছি । মানুষকে পরিষেবা দেব ।"

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022: ঝালদায় সমানে সমানে কংগ্রেস-তৃণমূল, নির্দলদের হাতে বোর্ড গড়ার চাবিকাঠি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.