দার্জিলিং, 9 এপ্রিল: শিলাবৃষ্টি হল দার্জিলিঙে । আজ দুপুরে শৈলশহরের জোরবাংলো এলাকার রংবুলসহ সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টি হয় । আর এর জেরে কোরোনার প্রকোপ নিয়ে জল্পনা বেড়েছে ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিলই । সিকিমের হাওয়া অফিস সূত্রে আজ সতর্কতা দিয়ে জানানো হয়, সিকিম সহ হিমালয় সংলগ্ন এলাকায় দুপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । পূর্বাভাস মতো পাহাড়ের বেশ কয়েকটি জায়গায় আজ শিলাবৃষ্টি হয়ছে । দার্জিলিঙের রংবুল সহ আরও কয়েকটি জায়গা থেকেও শিলাবৃষ্টির খবর মিলেছে ।
গোটা বিশ্বের সঙ্গেই এখন পাহাড়েও কোরোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে । গোটা দেশের সঙ্গে পাহাড়েও চলছে 21 দিনের লকডাউন । এদিন শিলাবৃষ্টির ফলে কোরোনা ভাইরাস পাহাড়ে আরও শক্তিশালী হবে না দুর্বল হবে তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন । কারণ, এই ভাইরাস সময়ের সঙ্গে তার চরিত্র বদল করতে পারে বলে মনে করছেন অনেকেই । তাপমাত্রার হেরফেরেও নাকি ' সার্স COV-2' ভাইরাসের কার্যক্ষমতা বাড়ে ও কমে । তবে এই ভাইরাস নিয়ে এখনও অনেক তথ্য অজানা । তাই এই নিয়ে নিত্যনতুন জল্পনা ও গুঞ্জন অব্যাহত মানুষের মধ্যে । তবে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, প্রাক বর্ষায় এই শিলাবৃষ্টি হয় ।