দার্জিলিং, 25 মার্চ : লকডাউন চলাকালীন চা শ্রমিকদের মজুরি দিতে পাহাড়ে তহবিল GTA -এর ৷ GTA চেয়ারম্যান অনিত থাপা গতকাল একটি চেয়ারম্যান তহবিল তৈরির কথা ঘোষণা করেন । ওই তহবিলে নিজের 6 মাসের বেতন দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি । তিনি বলেন, "বিভিন্ন ব্যবসায়ী, সমাজসেবী ও স্টেকহোল্ডারদের সহায়তা নেওয়া হবে । এই মুহূর্তে বাগানে কারখানা ও পাতা তোলার তোলার কাজ বন্ধ রাখাই শ্রেয় ৷"
কোরোনা ভাইরাসের জেরে রাজ্যে লকডাউনের পাশাপাশি পাহাড়ের চা বাগানগুলিতেও চলছে লকডাউন ৷ কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, শ্রমিক কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের দিতে হবে বেতন ৷ ফলে চা বাগানের শ্রমিকদেরও মজুরি দিতে হবে ৷ শ্রমিকদের মজুরি দিতে GTA -এর চেয়ারম্যান তহবিল গঠন করেছেন ৷
অন্যদিকে, আজ থেকে পাহাড়ের চা বাগানগুলিতে কাজে যোগ না দেওয়ার কথা বলেন GNLF -এর শ্রমিক সংগঠন HPWU ৷ গতকাল দার্জিলিঙে GNLF নেতা অজয় এডওয়ার্ড বলেন, " সর্বত্রই লকডাউন চলছে । কিন্তু চা বাগানের শ্রমিকদের কাজে যেতে হচ্ছে । গতকাল পাহাড়ের অনেক জায়গায় কাজ করেছেন চা শ্রমিকরা । জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও নেই প্রয়োজনীয় সচেতনতা । মাস্ক না পরে একসঙ্গে দলবেঁধে কাজ করছেন তাঁরা । পাহাড়ের চা বলয় থেকে অনেক লোক ভিন রাজ্যে কাজে যায় । তাঁদের মধ্যে সিংহভাগই এখন ফিরে এসেছে । ফিরে আসা ওইসব যুবক, যুবতি, মহিলা-পুরুষদের কেউ কোরোনায় সংক্রমিত হয়ে থাকলে চা বলয়ে ছেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল । তাই চা বলয়ে এনিয়ে সচেতনতা প্রচার করা হবে । "