ETV Bharat / state

Anit Thapa in Cut Money Row: কাটমানি চেয়ে ঠিকাদারকে হুমকিতে অভিযুক্ত অনিত, ভাইরাল স্ক্রিনশট

কেন্দ্র সরকারের প্রকল্পে কাটমানি দাবির অভিযোগ খোদ জিটিএ সিইও অনিত থাপার (GTA CEO Anit Thapa) বিরুদ্ধে ৷ ঠিকাদারকে হুমকিরও অভিযোগ উঠেছে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল চ্যাটের স্ক্রিনশট ৷ এনিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷

Anit Thapa Cut Money Controversy
কাটমানির দাবি অনিত থাপার
author img

By

Published : Mar 29, 2023, 2:01 PM IST

ঠিকাদারকে হুমকির অভিযোগ অনিত থাপার বিরুদ্ধে

দার্জিলিং, 29 মার্চ: "বিমল গুরুংয়ের সময় 20 শতাংশ কমিশন নেওয়া হত । এখন আমরা মাত্র 7 শতাংশ কমিশন নিচ্ছি ।" এবার কেন্দ্র সরকারের প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল খোদ জিটিএ'র (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) সিইও অনিত থাপার (GTA CEO Anit Thapa) বিরুদ্ধে । মিরিকের এক ঠিকাদারের এই অভিযোগ করেছেন ৷ তাঁর এই অভিযোগকে ঘিরে সরগরম শৈলরানীর রাজনৈতিক মহল । শুরু হয়েছে ব্যাপক তরজা । আর কাটমানির অভিযোগ উঠতেই সরব হয়েছে বিরোধীরা ।

এর আগে খুব সম্প্রতি পাহাড়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন খোদ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista) । শুধু তাই নয়, কাটমানি নেওয়ার অভিযোগের পাশাপাশি কাজের গুনগতমান খারাপ হওয়া থেকে শুরু করে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে প্রকল্পের বরাদ্দ বন্ধ করার কথাও জানিয়েছিলেন সাংসদ । আর ফের একবার ওই অভিযোগ ওঠায় অস্বস্তিতে অনিত শিবির । যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পালটা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিটিএ-র সিইও (BGPM Chief Anit Thapa) ।

মিরিকের ঠিকাদার পুকার তামাং বলেন, "আমি কেন্দ্রীয় সরকারের পানীয় জল প্রকল্প, জল জীবন মিশনের অধীম সিটংয়ের একটি কাজের জন্য টেন্ডার জমা করেছিলাম । আর তারপর থেকেই অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতারা আমাকে টেন্ডার প্রত্যাহার করার জন্য চাপ দিতে শুরু করেন । না-মানলে আমাকে হুমকি দেওয়া হয় । তাতেও আমি না মানলে খোদ অনিত থাপা আমাকে ফোন করে 7 শতাংশ কমিশন চান । এটা অন্যায় । এতে কাজের মান একদিকে যেমন খারাপ হবে, অন্যদিকে ঠিকাদারদের কিছুই বাঁচবে না ।"

হামরো পার্টির মিরিক শাখার সভাপতি প্রশান্ত লামার বক্তব্য, এটা আজকে থেকে বিষয় নয়। বহুদিন ধরে চলে আসছে । অনিত থাপার লোকেরাই প্রকল্পের কাজ করবে । আর কেউ করতে পারবে না । আর কেউ কাজ পেলেও তার থেকে জোর করে 7 শতাংশ কাটমানি চাওয়া হচ্ছে । হুমকি দেওয়া হচ্ছে (Anit Thapa Cut Money Controversy)।

Anit Thapa Cut Money Controversy
ভাইরাল স্ক্রিনশট

যদিও অভিযোগ অস্বীকার করে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা বলেন, "একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে অজয় এডওয়ার্ড ও তাঁর লোকেরা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করছে । সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ । আমি পরামর্শ দেব যাতে তারা ভালো মনরোগ বিশেষজ্ঞ দেখাক ।" ওই ঘটনার পরই সোশাল মিডিয়ায় অনিত থাপার সঙ্গে ওই ঠিকাদারের কথোপকথন ভাইরাল হয়েছে । এমনকী সেই স্ক্রিন শট শেয়ার করেছেন অজয় এডওয়ার্ড নিজেও ।

আরও পড়ুন: বিজিপিএমে যোগ দিলেন হামরো পার্টির আরও এক কাউন্সিলর

ঠিকাদারকে হুমকির অভিযোগ অনিত থাপার বিরুদ্ধে

দার্জিলিং, 29 মার্চ: "বিমল গুরুংয়ের সময় 20 শতাংশ কমিশন নেওয়া হত । এখন আমরা মাত্র 7 শতাংশ কমিশন নিচ্ছি ।" এবার কেন্দ্র সরকারের প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল খোদ জিটিএ'র (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) সিইও অনিত থাপার (GTA CEO Anit Thapa) বিরুদ্ধে । মিরিকের এক ঠিকাদারের এই অভিযোগ করেছেন ৷ তাঁর এই অভিযোগকে ঘিরে সরগরম শৈলরানীর রাজনৈতিক মহল । শুরু হয়েছে ব্যাপক তরজা । আর কাটমানির অভিযোগ উঠতেই সরব হয়েছে বিরোধীরা ।

এর আগে খুব সম্প্রতি পাহাড়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন খোদ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista) । শুধু তাই নয়, কাটমানি নেওয়ার অভিযোগের পাশাপাশি কাজের গুনগতমান খারাপ হওয়া থেকে শুরু করে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে প্রকল্পের বরাদ্দ বন্ধ করার কথাও জানিয়েছিলেন সাংসদ । আর ফের একবার ওই অভিযোগ ওঠায় অস্বস্তিতে অনিত শিবির । যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পালটা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিটিএ-র সিইও (BGPM Chief Anit Thapa) ।

মিরিকের ঠিকাদার পুকার তামাং বলেন, "আমি কেন্দ্রীয় সরকারের পানীয় জল প্রকল্প, জল জীবন মিশনের অধীম সিটংয়ের একটি কাজের জন্য টেন্ডার জমা করেছিলাম । আর তারপর থেকেই অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতারা আমাকে টেন্ডার প্রত্যাহার করার জন্য চাপ দিতে শুরু করেন । না-মানলে আমাকে হুমকি দেওয়া হয় । তাতেও আমি না মানলে খোদ অনিত থাপা আমাকে ফোন করে 7 শতাংশ কমিশন চান । এটা অন্যায় । এতে কাজের মান একদিকে যেমন খারাপ হবে, অন্যদিকে ঠিকাদারদের কিছুই বাঁচবে না ।"

হামরো পার্টির মিরিক শাখার সভাপতি প্রশান্ত লামার বক্তব্য, এটা আজকে থেকে বিষয় নয়। বহুদিন ধরে চলে আসছে । অনিত থাপার লোকেরাই প্রকল্পের কাজ করবে । আর কেউ করতে পারবে না । আর কেউ কাজ পেলেও তার থেকে জোর করে 7 শতাংশ কাটমানি চাওয়া হচ্ছে । হুমকি দেওয়া হচ্ছে (Anit Thapa Cut Money Controversy)।

Anit Thapa Cut Money Controversy
ভাইরাল স্ক্রিনশট

যদিও অভিযোগ অস্বীকার করে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা বলেন, "একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে অজয় এডওয়ার্ড ও তাঁর লোকেরা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করছে । সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ । আমি পরামর্শ দেব যাতে তারা ভালো মনরোগ বিশেষজ্ঞ দেখাক ।" ওই ঘটনার পরই সোশাল মিডিয়ায় অনিত থাপার সঙ্গে ওই ঠিকাদারের কথোপকথন ভাইরাল হয়েছে । এমনকী সেই স্ক্রিন শট শেয়ার করেছেন অজয় এডওয়ার্ড নিজেও ।

আরও পড়ুন: বিজিপিএমে যোগ দিলেন হামরো পার্টির আরও এক কাউন্সিলর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.