শিলিগুড়ি, 1 ফেব্রুয়ারি: আগামী এপ্রিল মাসে জি-20 সম্মেলন (G20)। সম্মেলনের একটি ভেন্যু শিলিগুড়িতে। আর সেই কারণে সামিটের আগে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র শিলিগুড়িতেই হতে চলেছে সামিট।
সামিটে আসবেন দেশ বিদেশের প্রতিনিধিরা। তার আগে শিলিগুড়িকে ঝাঁ-চকচকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর রাজ্য সরকারের নির্দেশে সেই কাজ করবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDO)। ইতিমধ্যে এসজেডিএ'র তরফে ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়েছে। রাস্তা, নিকাশি, হোর্ডিং, পথবাতি থেকে মেরামত সংস্কার ও সৌন্দর্যায়ণ করা হবে এসজেডিএ'র তরফে। ইতিমধ্যে এসজেডিএ'কে কাজ করার জন্য অনুমোদন দিয়ে বরাদ্দ দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সমস্ত কাজ মে মাসের মাঝেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
এই বিষয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, "সামনে জি-20 সামিট রয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত শহরের পরিকাঠামোগত ও সৌন্দর্যায়ণ করা হয়। রাস্তা, ড্রেন, জঞ্জাল অপসারণ, পথবাতি সমস্ত কাজ করা হবে। দ্রুতগতিতে এইসব কাজ করা হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।" এসজেডিএ সূত্রে জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দর থেকে সুকনা পর্যন্ত এবং মে ফেয়ার টি-রিসর্ট পর্যন্ত রাস্তা সংস্কার, পথবাতি ও সৌন্দর্যায়ণ করা হবে। সারা শহরে প্রায় 800টি নতুন এলইডি লাইট বসানো হবে।
আরও পড়ুন: ডিজিটাল রূপান্তর আমাদের যুগের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন, জি20তে বললেন মোদি
রাস্তায় বাতিস্তম্ভ লাগানোর জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শহরের সমস্ত মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ হোর্ডিং খোলা হবে। তার জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এসজেডিএ'কে। তবে পৌরনিগমের সঙ্গে আলোচনা করাই ওই কাজ করা হবে। বাতিস্তম্ভের পাশাপাশি নিকাশি ব্যবস্থার জন্য প্রায় এক কোটি ও রাস্তা মেরামত ও সংস্কারের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার পাশে লাগানো হবে গাছ। শিলিগুড়ি পৌরনিগম এলাকার পাশাপাশি মহকুমা এলাকাতেও একইভাবে উন্নয়নের কাজ করা হবে। সমস্ত সরকারি অফিস, কার্যালয়-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলি রঙ করা হবে। সব মিলিয়ে প্রায় আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।