ETV Bharat / state

পার্টি ক্যাডারের মতো আচরণ করছেন রাজ্যপাল : গৌতম দেব - গৌতম দেব

আজ সকালে দার্জিলিং রওনা দেওয়ার আগে, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে, জগদীপ ধনখড় আবারও রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনকে নিশানা করেন ৷

governor_behave_like_a_party_cadre_tourism_minister_hits_jagdeep_dhankhar
পার্টি ক্যাডারের মতো আচরণ করছেন রাজ্যপাল : গৌতম দেব
author img

By

Published : Nov 1, 2020, 10:03 PM IST

শিলিগুড়ি, 1 নভেম্বর : রাজ্য়পাল BJP-র পার্টি ক্য়াডারের মত আচরণ করছেন ৷ উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্য়পাল জগদীপ ধনখড়ের রাজ্য় সরকারকে নিশানা করা নিয়ে এমনই বললেন রাজ্য়ের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ তাঁর অভিযোগ, রাজ্য়পাল তাঁর পদের গরিমা নষ্ট করছেন ৷ পাশাপাশি রাজ্য়পাল সরকারের ভাবমূর্তিও কলুষিত করছেন বলে অভিযোগ করেন তিনি ৷

শনিবার উত্তরবঙ্গ সফরের উদ্দেশে ট্রেনে কলকাতা থেকে রওনা দেন রাজ্য়পাল জগদীপ ধনখড় ৷ গতকাল রাতেই তিনি শিলিগুড়ি পৌঁছেছেন ৷ আজ সকালে দার্জিলিং রওনা দেওয়ার আগে, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে, তিনি আবারও রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনকে নিশানা করেন ৷ তিনি বলেন, উত্তরবঙ্গের সরকারি কর্মীরা রাজনৈতিক দলের অনুগত বলে তিনি জানতে পেরেছেন ৷ যার জবাবে, রাজ্য়ের পর্যটন মন্ত্রী গৌতম দেব কটাক্ষের সুরে বলেন, রাজ্য়পাল BJP-র পার্টি ক্য়াডারের মত আচরণ করছেন ৷ এত সাংবাদিক বৈঠক করলে, তিনি গিনেস বুকে নাম তুলবেন ৷ তিনি ধারা বিবরণী দিতে পাহাড়ে গিয়েছেন বলে মন্তব্য় করেন গৌতম দেব ৷ এমনকী মালদায় BJP সাংসদদের সঙ্গে ট্রেনের মধ্য়েই সাক্ষাৎ নিয়েও রাজ্য়পালের সমালোচনা করেন মন্ত্রী ৷

পার্টি ক্যাডারের মতো আচরণ করছেন রাজ্যপাল : গৌতম দেব

জগদীপ ধনখড়ের দার্জিলিং সফর নিয়ে এরপর গৌতম দেব বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখাটাই রাজ্য় সরকারের একমাত্র লক্ষ্য়, অশান্তি করা নয় ৷ আর রাজ্য়ের মানুষ তা ভালোই জানেন বলে মত পর্যটন মন্ত্রীর ৷

শিলিগুড়ি, 1 নভেম্বর : রাজ্য়পাল BJP-র পার্টি ক্য়াডারের মত আচরণ করছেন ৷ উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্য়পাল জগদীপ ধনখড়ের রাজ্য় সরকারকে নিশানা করা নিয়ে এমনই বললেন রাজ্য়ের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ তাঁর অভিযোগ, রাজ্য়পাল তাঁর পদের গরিমা নষ্ট করছেন ৷ পাশাপাশি রাজ্য়পাল সরকারের ভাবমূর্তিও কলুষিত করছেন বলে অভিযোগ করেন তিনি ৷

শনিবার উত্তরবঙ্গ সফরের উদ্দেশে ট্রেনে কলকাতা থেকে রওনা দেন রাজ্য়পাল জগদীপ ধনখড় ৷ গতকাল রাতেই তিনি শিলিগুড়ি পৌঁছেছেন ৷ আজ সকালে দার্জিলিং রওনা দেওয়ার আগে, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে, তিনি আবারও রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনকে নিশানা করেন ৷ তিনি বলেন, উত্তরবঙ্গের সরকারি কর্মীরা রাজনৈতিক দলের অনুগত বলে তিনি জানতে পেরেছেন ৷ যার জবাবে, রাজ্য়ের পর্যটন মন্ত্রী গৌতম দেব কটাক্ষের সুরে বলেন, রাজ্য়পাল BJP-র পার্টি ক্য়াডারের মত আচরণ করছেন ৷ এত সাংবাদিক বৈঠক করলে, তিনি গিনেস বুকে নাম তুলবেন ৷ তিনি ধারা বিবরণী দিতে পাহাড়ে গিয়েছেন বলে মন্তব্য় করেন গৌতম দেব ৷ এমনকী মালদায় BJP সাংসদদের সঙ্গে ট্রেনের মধ্য়েই সাক্ষাৎ নিয়েও রাজ্য়পালের সমালোচনা করেন মন্ত্রী ৷

পার্টি ক্যাডারের মতো আচরণ করছেন রাজ্যপাল : গৌতম দেব

জগদীপ ধনখড়ের দার্জিলিং সফর নিয়ে এরপর গৌতম দেব বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখাটাই রাজ্য় সরকারের একমাত্র লক্ষ্য়, অশান্তি করা নয় ৷ আর রাজ্য়ের মানুষ তা ভালোই জানেন বলে মত পর্যটন মন্ত্রীর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.