শিলিগুড়ি, 2 অগাস্ট : নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়িতে 'দিদিকে বলো' প্রকল্পের প্রচার করলেন মন্ত্রী গৌতম দেব ৷ ডাবগ্রাম-ফুলবাড়ির খোলাচাঁদ ফাপরিতে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন মন্ত্রী গৌতম দেব । শুধু তাই নয় গাইলেন গানও ৷
পূর্ব ঘোষণা অনুযায়ী দলের নেতাদের নিয়ে আজ খোলাচাঁদ ফাপরিতে যান গৌতম দেব । সেখানে জমি জবরদখল, এলাকায় পানীয় জলের অভাব, আলো ইত্যাদি নিয়ে নানা অভিযোগ শোনেন । সকলের বক্তব্য সোনার পর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেন গৌতমবাবু ৷
বিকেল ও সন্ধেবেলা একাধিক জনসংযোগ সারার পর গৌতমবাবুকে পাওয়া যায় একদম ভিন্ন মেজাজে ৷ চানাচুর সহযোগে মুড়ি খেতে খেতে খোলাচাঁদ ফাপরির বেশ কয়েকটি পরিবারে সঙ্গে একদম পারিবারিক আড্ডায় মেতে ওঠেন তিনি । অভাব-অভিযোগ তখন অতীত ৷ মন্ত্রীকে কাছে পেয়ে জমে ওঠে গানের আসর ৷ অনেকের গানের প্রশংসাও করেন গৌতমবাবু ৷ এরপর বাসিন্দাদের অনুরোধে মন্ত্রী গেয়ে ওঠেন " বড় আশা করে এসেছি গো ৷"
তিনি বলেন, "BJP কি বলছে তা নিয়ে কিছু বলতে চাই না । গ্রামে মানুষের কাছে এসেছি। তাদের কথা শুনছি। অভাব অভিযোগ থাকলে শুনতে চাইছি । দিদি আমাদের সুযোগ করে দিয়েছেন সকলের সঙ্গে কথা বলার ৷ তাই দিদিকে বলো প্রকল্প নিয়ে খোলাচাঁদ ফাপরিতে এসেছি৷ এমনিতেই এই এলাকা ছবির মত সুন্দর ৷ ডাবগ্রামের গেট ওয়ে ৷ আগেও আমি একাধিকবার এসেছি৷ মানুষের সঙ্গে কথা বলেছি৷ আজরাত থাকব এখানে ৷ "