ETV Bharat / state

গান গেয়ে 'দিদিকে বলো'-র প্রচার করলেন গৌতম দেব - goutam dev sings

মন্ত্রী গৌতম দেবকে পাওয়া গেল একদম ভিন্ন মেজাজে ৷ খোলাচাঁদ ফাপরির বেশ কয়েকটি পরিবারে সঙ্গে একদম পারিবারিক আড্ডায় মেতে ওঠেন তিনি । তারপর গািলেন গানও ।

গৌতম দেব
author img

By

Published : Aug 2, 2019, 10:47 PM IST

Updated : Aug 2, 2019, 10:54 PM IST

শিলিগুড়ি, 2 অগাস্ট : নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়িতে 'দিদিকে বলো' প্রকল্পের প্রচার করলেন মন্ত্রী গৌতম দেব ৷ ডাবগ্রাম-ফুলবাড়ির খোলাচাঁদ ফাপরিতে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন মন্ত্রী গৌতম দেব । শুধু তাই নয় গাইলেন গানও ৷

পূর্ব ঘোষণা অনুযায়ী দলের নেতাদের নিয়ে আজ খোলাচাঁদ ফাপরিতে যান গৌতম দেব । সেখানে জমি জবরদখল, এলাকায় পানীয় জলের অভাব, আলো ইত্যাদি নিয়ে নানা অভিযোগ শোনেন । সকলের বক্তব্য সোনার পর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেন গৌতমবাবু ৷

বিকেল ও সন্ধেবেলা একাধিক জনসংযোগ সারার পর গৌতমবাবুকে পাওয়া যায় একদম ভিন্ন মেজাজে ৷ চানাচুর সহযোগে মুড়ি খেতে খেতে খোলাচাঁদ ফাপরির বেশ কয়েকটি পরিবারে সঙ্গে একদম পারিবারিক আড্ডায় মেতে ওঠেন তিনি । অভাব-অভিযোগ তখন অতীত ৷ মন্ত্রীকে কাছে পেয়ে জমে ওঠে গানের আসর ৷ অনেকের গানের প্রশংসাও করেন গৌতমবাবু ৷ এরপর বাসিন্দাদের অনুরোধে মন্ত্রী গেয়ে ওঠেন " বড় আশা করে এসেছি গো ৷"

ভিডিয়োয় শুনুন

তিনি বলেন, "BJP কি বলছে তা নিয়ে কিছু বলতে চাই না । গ্রামে মানুষের কাছে এসেছি। তাদের কথা শুনছি। অভাব অভিযোগ থাকলে শুনতে চাইছি । দিদি আমাদের সুযোগ করে দিয়েছেন সকলের সঙ্গে কথা বলার ৷ তাই দিদিকে বলো প্রকল্প নিয়ে খোলাচাঁদ ফাপরিতে এসেছি৷ এমনিতেই এই এলাকা ছবির মত সুন্দর ৷ ডাবগ্রামের গেট ওয়ে ৷ আগেও আমি একাধিকবার এসেছি৷ মানুষের সঙ্গে কথা বলেছি৷ আজরাত থাকব এখানে ৷ "

শিলিগুড়ি, 2 অগাস্ট : নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়িতে 'দিদিকে বলো' প্রকল্পের প্রচার করলেন মন্ত্রী গৌতম দেব ৷ ডাবগ্রাম-ফুলবাড়ির খোলাচাঁদ ফাপরিতে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন মন্ত্রী গৌতম দেব । শুধু তাই নয় গাইলেন গানও ৷

পূর্ব ঘোষণা অনুযায়ী দলের নেতাদের নিয়ে আজ খোলাচাঁদ ফাপরিতে যান গৌতম দেব । সেখানে জমি জবরদখল, এলাকায় পানীয় জলের অভাব, আলো ইত্যাদি নিয়ে নানা অভিযোগ শোনেন । সকলের বক্তব্য সোনার পর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেন গৌতমবাবু ৷

বিকেল ও সন্ধেবেলা একাধিক জনসংযোগ সারার পর গৌতমবাবুকে পাওয়া যায় একদম ভিন্ন মেজাজে ৷ চানাচুর সহযোগে মুড়ি খেতে খেতে খোলাচাঁদ ফাপরির বেশ কয়েকটি পরিবারে সঙ্গে একদম পারিবারিক আড্ডায় মেতে ওঠেন তিনি । অভাব-অভিযোগ তখন অতীত ৷ মন্ত্রীকে কাছে পেয়ে জমে ওঠে গানের আসর ৷ অনেকের গানের প্রশংসাও করেন গৌতমবাবু ৷ এরপর বাসিন্দাদের অনুরোধে মন্ত্রী গেয়ে ওঠেন " বড় আশা করে এসেছি গো ৷"

ভিডিয়োয় শুনুন

তিনি বলেন, "BJP কি বলছে তা নিয়ে কিছু বলতে চাই না । গ্রামে মানুষের কাছে এসেছি। তাদের কথা শুনছি। অভাব অভিযোগ থাকলে শুনতে চাইছি । দিদি আমাদের সুযোগ করে দিয়েছেন সকলের সঙ্গে কথা বলার ৷ তাই দিদিকে বলো প্রকল্প নিয়ে খোলাচাঁদ ফাপরিতে এসেছি৷ এমনিতেই এই এলাকা ছবির মত সুন্দর ৷ ডাবগ্রামের গেট ওয়ে ৷ আগেও আমি একাধিকবার এসেছি৷ মানুষের সঙ্গে কথা বলেছি৷ আজরাত থাকব এখানে ৷ "

Intro:দিদিকে বলোর প্রচারে নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার খোলাচাঁদ ফাপরিতে সাধারণ মানুষের বাড়িতে রাত কাটালেন মন্ত্রী গৌতম দেব।

পূর্ব ঘোষণা অনুযায়ী দলের নেতাদের নিয়ে খোলাচাঁদ ফাপরিতে যান তিনি। সেখানে জমি জবরদখল, এলাকায় পানীয় জলের অভাব, আলো ইত্যাদি নিয়ে নানা অভিযোগ শোনেন। তিনি বলের বিজেপি কি বলছে তা নিয়ে কিছু বলতে চাই না। গ্রামে মানুষের কাছে এসেছি। তাদের কথা শুনছি। অভাব অভিযোগ থাকলে শুনতে চাইছি।


Body:খোলাচাঁদ ফাপরিতে বিকেল ও সন্ধ্যায় একাধিক জনসংযোগ সেরে চানাচুর মুড়ি খান। সময় কাটাতে বাসিন্দাদের সঙ্গে গানও শোনেন। এরপর বাসিন্দাদের অনুরোধে গান করেন গৌতম দেব।


Conclusion:
Last Updated : Aug 2, 2019, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.