ETV Bharat / state

TMC 21st July: অসুস্থ গৌতম দেব, প্রথমবার একুশের মঞ্চে নেই শিলিগুড়ির মেয়র - শিলিগুড়ির মেয়র গৌতম দেব

তাঁর শরীর ভালো নেই ৷ সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছে ৷ চিকিৎসকরা এখন বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ তাই রাজনৈতিক জীবনে এই প্রথম ধর্মতলায় একুশের জনসমাবেশে যেতে পারলেন না শিলিগুড়ির মেয়র গৌতম দেব (TMC 21st July) ৷

Goutam Deb Siliguri Mayor
একুশে জুলাইয়ে নেই গৌতম দেব
author img

By

Published : Jul 21, 2022, 2:40 PM IST

শিলিগুড়ি, 21 জুলাই: তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক । প্রতি বছর 21 জুলাইয়ের মঞ্চে থাকেন । এবার শারিরীক অসুস্থতার কারণে শহিদ দিবসে ধর্মতলায় পৌঁছতে পারলেন না প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Siliguri Mayor Goutam Deb regrets over his absence in Dharmatala TMC Manch) ।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তাঁর ৷ তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর মমতার প্রথম দুটি মন্ত্রিসভার সদস্য হিসেবে দু'টি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন ৷ এখন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র ৷

রাজনৈতিক জীবনে এই প্রথম 21 জুলাইয়ের সভায় যেতে না পারায় একরাশ আক্ষেপ নিয়ে বাড়িতে বসে টিভির পর্দায় নজর রাখছেন ৷ কয়েকমাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একনিষ্ঠ কর্মী ৷ সম্প্রতি শিলিগুড়ির বাইরে গিয়ে অস্ত্রোপচার করেছেন ৷ আপাতত চিকিৎসকেরা বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ শরীর সায় না দেওয়ায় এবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভায় হাজির থাকতে পারলেন না তিনি

শারীরিক অসুস্থতার জন্যে শহিদ দিবসের মঞ্চে অনুপস্থিত গৌতম

আরও পড়ুন: এই শহিদ দিবসে কন্ঠস্বর আরও জোরালো হোক, বার্তা অভিষেকের

বাড়িতে বসে অসুস্থ গৌতম বললেন, "আমার রাজনৈতিক জীবনে এই প্রথমবার 21 জুলাইয়ের অনুষ্ঠানে থাকতে পারলাম না ৷ 21 জুলাই আমাদের কাছে একটা আবেগ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে ৷ তিনি আমার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ৷ আপাতত বাড়ি থেকে সমস্ত কাজ করতে বলেছেন ৷ তাঁর নির্দেশমতো কাজ করছি ৷ আমি ওখানে থাকলেও মনটা 21 জুলাইয়ের মঞ্চেই রয়েছে।"

শিলিগুড়ি, 21 জুলাই: তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক । প্রতি বছর 21 জুলাইয়ের মঞ্চে থাকেন । এবার শারিরীক অসুস্থতার কারণে শহিদ দিবসে ধর্মতলায় পৌঁছতে পারলেন না প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Siliguri Mayor Goutam Deb regrets over his absence in Dharmatala TMC Manch) ।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তাঁর ৷ তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর মমতার প্রথম দুটি মন্ত্রিসভার সদস্য হিসেবে দু'টি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন ৷ এখন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র ৷

রাজনৈতিক জীবনে এই প্রথম 21 জুলাইয়ের সভায় যেতে না পারায় একরাশ আক্ষেপ নিয়ে বাড়িতে বসে টিভির পর্দায় নজর রাখছেন ৷ কয়েকমাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একনিষ্ঠ কর্মী ৷ সম্প্রতি শিলিগুড়ির বাইরে গিয়ে অস্ত্রোপচার করেছেন ৷ আপাতত চিকিৎসকেরা বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ শরীর সায় না দেওয়ায় এবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভায় হাজির থাকতে পারলেন না তিনি

শারীরিক অসুস্থতার জন্যে শহিদ দিবসের মঞ্চে অনুপস্থিত গৌতম

আরও পড়ুন: এই শহিদ দিবসে কন্ঠস্বর আরও জোরালো হোক, বার্তা অভিষেকের

বাড়িতে বসে অসুস্থ গৌতম বললেন, "আমার রাজনৈতিক জীবনে এই প্রথমবার 21 জুলাইয়ের অনুষ্ঠানে থাকতে পারলাম না ৷ 21 জুলাই আমাদের কাছে একটা আবেগ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে ৷ তিনি আমার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ৷ আপাতত বাড়ি থেকে সমস্ত কাজ করতে বলেছেন ৷ তাঁর নির্দেশমতো কাজ করছি ৷ আমি ওখানে থাকলেও মনটা 21 জুলাইয়ের মঞ্চেই রয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.