ETV Bharat / state

রং ও ছবির কোলাজে শিলিগুড়িতে বর্ষবরণ - siliguri

বর্ষবরণে মাতল শিলিগুড়ি। আজ সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন গৌতম দেব ও লক্ষ্মীরতন শুক্ল

author img

By

Published : Apr 15, 2019, 1:53 PM IST

Updated : Apr 15, 2019, 3:24 PM IST

শিলিগুড়ি, 15 এপ্রিল : ভোটের বাজারে সাবেকি বাঙালিয়ানার রং ও ছবির কোলাজে বাংলা নববর্ষ পালনে মাতল সাংস্কৃতিক সংস্থা অর্চক ও সৌমি। সৌমির আয়োজিত পদযাত্রায় পা মেলালেন মন্ত্রী গৌতম দেব ও লক্ষ্মীরতন শুক্ল।

ইলিশ-পান্তা ছাড়াও আজ এবং গতকাল দিনভর নাচগান, রাস্তায় আলপনা, মেয়েদের বৈশাখি সাজ, অনুনাটক নিয়ে হইচই চলছে। অর্চক শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

দেখুন ভিডিয়ো

গতকাল নানা অনুষ্ঠানের পর আজ সকালে মেয়েরা বৈশাখি সাজে সেজেছেন। হয়েছে শোভাযাত্রা। বাংলা নববর্ষে শিলিগুড়িতে হয়েছে গ্রিটিংস কার্ড তৈরির প্রতিযোগিতাও।

শিলিগুড়ি, 15 এপ্রিল : ভোটের বাজারে সাবেকি বাঙালিয়ানার রং ও ছবির কোলাজে বাংলা নববর্ষ পালনে মাতল সাংস্কৃতিক সংস্থা অর্চক ও সৌমি। সৌমির আয়োজিত পদযাত্রায় পা মেলালেন মন্ত্রী গৌতম দেব ও লক্ষ্মীরতন শুক্ল।

ইলিশ-পান্তা ছাড়াও আজ এবং গতকাল দিনভর নাচগান, রাস্তায় আলপনা, মেয়েদের বৈশাখি সাজ, অনুনাটক নিয়ে হইচই চলছে। অর্চক শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

দেখুন ভিডিয়ো

গতকাল নানা অনুষ্ঠানের পর আজ সকালে মেয়েরা বৈশাখি সাজে সেজেছেন। হয়েছে শোভাযাত্রা। বাংলা নববর্ষে শিলিগুড়িতে হয়েছে গ্রিটিংস কার্ড তৈরির প্রতিযোগিতাও।

Intro:রং ছবির কোলাজে শিলিগুড়িতে বর্ষবরন, পদযাত্রায় গৌতম ও লক্ষ্মীরতন শুক্ল

চতুর্দিকে ভোট চেয়ে নানান পোস্টার, দেওয়াল লিখন। ভোটের বাজারে সেসবের বাইরে বেরিয়ে সাবেকি বাঙালিয়ানার রং ছবির কোলাজে বাংলা নববর্ষ পালনে মাতল সাংস্কৃতিক সংস্থা অর্চক। সৌমির আয়োজনে পদযাত্রায় পা মেলালেন মন্ত্রী গৌতম দেব ও লক্ষ্মীরতন শুক্ল।

ইলিশ পান্তা ছাড়াও আজ এবং গতকাল দিনভর নাচগান, রাস্তায় আলপনা, মেয়েদের বৈশাখী সাজ, অনুনাটক নিয়ে হইচই শিলিগুড়ির বাঘাযতীন পার্কে।

গতকাল নানা অনুষ্ঠানের পর আজ সকালে মেয়েরা বৈশাখী সাজে সেজেছেন। ইলিশ পান্তা, দইচিড়ে নিয়ে আমরা উতসব হয়েছে শহরে। বাংলা নববর্ষে রয়েছে শুভেচ্ছা পত্র বা গ্রিটিং কার্ড তৈরির প্রতিযোগিতা। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান দুই মন্ত্রী।




Body:।


Conclusion:
Last Updated : Apr 15, 2019, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.