শিলিগুড়ি, 15 এপ্রিল : ভোটের বাজারে সাবেকি বাঙালিয়ানার রং ও ছবির কোলাজে বাংলা নববর্ষ পালনে মাতল সাংস্কৃতিক সংস্থা অর্চক ও সৌমি। সৌমির আয়োজিত পদযাত্রায় পা মেলালেন মন্ত্রী গৌতম দেব ও লক্ষ্মীরতন শুক্ল।
ইলিশ-পান্তা ছাড়াও আজ এবং গতকাল দিনভর নাচগান, রাস্তায় আলপনা, মেয়েদের বৈশাখি সাজ, অনুনাটক নিয়ে হইচই চলছে। অর্চক শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকাল নানা অনুষ্ঠানের পর আজ সকালে মেয়েরা বৈশাখি সাজে সেজেছেন। হয়েছে শোভাযাত্রা। বাংলা নববর্ষে শিলিগুড়িতে হয়েছে গ্রিটিংস কার্ড তৈরির প্রতিযোগিতাও।