ETV Bharat / state

Gorkhaland Row : কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক বয়কটের সিদ্ধান্ত বিমল-অনীতদের - দার্জিলিং

পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা করতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে কেন্দ্র ৷ কিন্তু, বৈঠকের দিন ঠিক হওয়ার আগেই তা বয়কটের কথা জানিয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চার দুই গোষ্ঠী ৷ দুই গোষ্ঠীই এই বৈঠককে লোক দেখানো বলে কটাক্ষ করেছে ৷

gorkha-janmukti-morcha-take-decision-to-boycott-the-tripartite-meeting-on-gorkhaland-row-called-by-the-center
Gorkhaland Row : কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক বয়কটের সিদ্ধান্ত গোর্খা জনমুক্তি মোর্চার
author img

By

Published : Aug 16, 2021, 7:42 PM IST

Updated : Aug 16, 2021, 8:23 PM IST

দার্জিলিং, 16 অগস্ট : পাহাড়ের রাজনীতিতে নয়া মোড় ৷ অখিল ভারতীয় গোর্খা লিগ (Akhil Bharatiya Gorkha league)-এর সভাপতি এসপি শর্মা পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের জন্য অনশন করছিলেন ৷ যার পরেই দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নীরজ জিম্বা-সহ বিজেপিপন্থী নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন ৷ যেখানে পাহাড়ের সমস্যার সামধানের জন্য ত্রিপাক্ষিক বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কিন্তু, এই বৈঠকের আশ্বাসের পরেই কেন্দ্রকে একহাত নিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতি বিমল গুরুং (Bimal Gurung) এবং মোর্চা দ্বিতীয় সংগঠন গোষ্ঠী ৷ জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে বৈঠক ডাকা হলে, তারা সেই বৈঠক বয়কট করবে ৷

প্রসঙ্গত, পৃথক গোর্খাল্যান্ড (Gorkhaland) এবং পাহাড়ের 11টি জনজাতিকে তফসিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে অশান্ত হয়ে রয়েছে দার্জিলিং ৷ যে সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে অনশনে বসেছিলেন অখিল ভারতীয় গোর্খা লীগের ভারতী তামাং গোষ্ঠী দলের সভাপতি এসপি শর্মা ৷ অনশন চলাকালীন তার সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন মোর্চা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৷ সেই অনশনকে ঘিরে পাহাড়ে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি জোরালো হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন পাহাড়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা । যে প্রতিনিধি দলে ছিলেন, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সিপিআরএম নেতা আর বি ভুজেল এবং বিজেপির দার্জিলিং জেলা সভাপতি মনোজ দেওয়ান ।

কেন্দ্রের সঙ্গে বৈঠকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কিন্তু, এই বৈঠককে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী শুধুই মিথ্যে আশ্বাস দিয়ে চলেছেন ৷ ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাসও লোক দেখানো ৷’’ গোর্খা জনমুক্তি মোর্চায় বিমল গুরুং এর বিরুদ্ধ গোষ্ঠী হলেও, গোর্খা জনমুক্তি মোর্চা-2 এর কার্যকরী সভাপতি অনিত থাপার গলাতেও একই সুর শোনা গেল ৷ তিনি বলেন, ‘‘লোক দেখানো কোনও বৈঠকে আমরা থাকব না ৷ আমরা জানি এতে কোনও লাভ হবে না ৷ গোর্খাদের কিছু দেওয়ার থাকলে কেন্দ্র আগেই দিত ৷ শুধু মিথ্যে আশ্বাস দিয়ে চলেছে তারা ৷’’

আরও পড়ুন : Gorkhaland: গোর্খাল্যান্ডের দাবিতে অনশনে অনড় এসপি শর্মা, ফেরালেন মহকুমা শাসককে

যদিও, গোর্খার এই দুই গোষ্ঠীর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র রাজু বিস্তা ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘বিয়ের তারিখ ঠিক হল না, আর বর সাজতে শুরু করে দিয়েছে ৷ কেন্দ্রীয় সরকার ঠিক করবে কাদের ডাকা হবে, আর কাদের ডাকা হবে না ৷ কেন্দ্র, রাজ্য এবং পাহাড়ের জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থাকবে ওই বৈঠকে ৷’’ রাজু বিস্তা গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং এবং অপর গোষ্ঠীকে গুরুত্ব না দিলেও পাহাড়ের ইতিহাস অন্য কথা বলছে ৷ অনিত থাপাদের গোষ্ঠীকে বাদ দিলেও বিমল গুরুংকে বাদ দিয়ে পাহাড় সমস্যার সমাধান যে সম্ভব নয়, তা বিজেপির এখনও বুঝে উঠতে পারেনি বলেই মনে করছে রাজনীতির কারবারিরা ৷ আর তা করতে গেলে, পাহাড় যে ফের একবার অশান্ত হয়ে উঠবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না ৷

দার্জিলিং, 16 অগস্ট : পাহাড়ের রাজনীতিতে নয়া মোড় ৷ অখিল ভারতীয় গোর্খা লিগ (Akhil Bharatiya Gorkha league)-এর সভাপতি এসপি শর্মা পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের জন্য অনশন করছিলেন ৷ যার পরেই দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নীরজ জিম্বা-সহ বিজেপিপন্থী নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন ৷ যেখানে পাহাড়ের সমস্যার সামধানের জন্য ত্রিপাক্ষিক বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কিন্তু, এই বৈঠকের আশ্বাসের পরেই কেন্দ্রকে একহাত নিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতি বিমল গুরুং (Bimal Gurung) এবং মোর্চা দ্বিতীয় সংগঠন গোষ্ঠী ৷ জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে বৈঠক ডাকা হলে, তারা সেই বৈঠক বয়কট করবে ৷

প্রসঙ্গত, পৃথক গোর্খাল্যান্ড (Gorkhaland) এবং পাহাড়ের 11টি জনজাতিকে তফসিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে অশান্ত হয়ে রয়েছে দার্জিলিং ৷ যে সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে অনশনে বসেছিলেন অখিল ভারতীয় গোর্খা লীগের ভারতী তামাং গোষ্ঠী দলের সভাপতি এসপি শর্মা ৷ অনশন চলাকালীন তার সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন মোর্চা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৷ সেই অনশনকে ঘিরে পাহাড়ে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি জোরালো হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন পাহাড়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা । যে প্রতিনিধি দলে ছিলেন, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সিপিআরএম নেতা আর বি ভুজেল এবং বিজেপির দার্জিলিং জেলা সভাপতি মনোজ দেওয়ান ।

কেন্দ্রের সঙ্গে বৈঠকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কিন্তু, এই বৈঠককে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী শুধুই মিথ্যে আশ্বাস দিয়ে চলেছেন ৷ ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাসও লোক দেখানো ৷’’ গোর্খা জনমুক্তি মোর্চায় বিমল গুরুং এর বিরুদ্ধ গোষ্ঠী হলেও, গোর্খা জনমুক্তি মোর্চা-2 এর কার্যকরী সভাপতি অনিত থাপার গলাতেও একই সুর শোনা গেল ৷ তিনি বলেন, ‘‘লোক দেখানো কোনও বৈঠকে আমরা থাকব না ৷ আমরা জানি এতে কোনও লাভ হবে না ৷ গোর্খাদের কিছু দেওয়ার থাকলে কেন্দ্র আগেই দিত ৷ শুধু মিথ্যে আশ্বাস দিয়ে চলেছে তারা ৷’’

আরও পড়ুন : Gorkhaland: গোর্খাল্যান্ডের দাবিতে অনশনে অনড় এসপি শর্মা, ফেরালেন মহকুমা শাসককে

যদিও, গোর্খার এই দুই গোষ্ঠীর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র রাজু বিস্তা ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘বিয়ের তারিখ ঠিক হল না, আর বর সাজতে শুরু করে দিয়েছে ৷ কেন্দ্রীয় সরকার ঠিক করবে কাদের ডাকা হবে, আর কাদের ডাকা হবে না ৷ কেন্দ্র, রাজ্য এবং পাহাড়ের জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থাকবে ওই বৈঠকে ৷’’ রাজু বিস্তা গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং এবং অপর গোষ্ঠীকে গুরুত্ব না দিলেও পাহাড়ের ইতিহাস অন্য কথা বলছে ৷ অনিত থাপাদের গোষ্ঠীকে বাদ দিলেও বিমল গুরুংকে বাদ দিয়ে পাহাড় সমস্যার সমাধান যে সম্ভব নয়, তা বিজেপির এখনও বুঝে উঠতে পারেনি বলেই মনে করছে রাজনীতির কারবারিরা ৷ আর তা করতে গেলে, পাহাড় যে ফের একবার অশান্ত হয়ে উঠবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না ৷

Last Updated : Aug 16, 2021, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.