ETV Bharat / state

Poster in Darjeeling : জিটিএ নির্বাচন নয়, ফের পৃথক রাজ্যের দাবি উঠছে পাহাড়জুড়ে - Poster in Darjeeling

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের ঠিক আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে পোস্টার পড়ল পাহাড়জুড়ে । পোস্টারিং করেছে খোদ তৃণমূল কংগ্রেসের অঘোষিত জোট সঙ্গী বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha demand separate state) ।

Gorkha Janmukti Morcha Poster
স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে পোস্টার পড়ল পাহাড়জুড়ে
author img

By

Published : Mar 23, 2022, 9:32 PM IST

কালিম্পং, 23 মার্চ : ‘‘জিটিএ নির্বাচন নয় । তার পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি পূরণ করুক ।’’ মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের ঠিক আগে এই বার্তা দিয়েই পোস্টার পড়ল পাহাড়জুড়ে । পোস্টার ফেলেছে খোদ তৃণমূল কংগ্রেসের অঘোষিত জোট সঙ্গী বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা । ওই পোস্টার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে । তবে কি পৌরসভা নির্বাচনের পর ফের দূরত্ব বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিমল গুরুংয়ের মধ্যে ? (Gorkha Janmukti Morcha demand separate state) ।

বুধবার দার্জিলিং, কালিম্পংয়ের একাধিক জায়গায় পোস্টারিং করে গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী-সমর্থকরা । সেইসমস্ত পোস্টারে জিটিএ নির্বাচনের বিরোধীতা করেছে মোর্চা । শুধু তাই নয়, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান হিসেবে জিটিএ'কে বাতিল করে হয় পৃথক রাজ্য অথবা স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের দাবিও জানানো হয়েছে । মোর্চার এহেন দাবিতে ফের একবার পাহাড়ের রাজনৈতিক তাপমাত্রার পারদ বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

গোর্খা জনমুক্তি মোর্চার কালিম্পং জেলার মুখপাত্র উমা পৌদয়াল বলেন, ‘‘আমরা জিটিএ নির্বাচন চাই না । মুখ্যমন্ত্রী যে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই আগে পূরণ করুক । জিটিএ বাতিল করে পৃথক রাজ্য অথবা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল করা হোক ।’’

আরও পড়ুন : জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

বিধানসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবির পরিবর্তে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি । পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দিয়ে আসেন । সেইসঙ্গে দ্রুত পাহাড়ে জিটিএ ও পঞ্চায়েত নির্বাচনের কথাও ঘোষণা করেছিলেন তিনি । ওই প্রতিশ্রুতির উপর ভর করেই বিধানসভা ও দার্জিলিং পৌরসভা নির্বাচনে আসন সমঝোতা করে লড়াই করে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূল কংগ্রেস । কিন্তু পৌরসভা নির্বাচনে কারও ফল আশানরূপ হয়নি । কার্যত অস্তিত্ব সংকটে পড়ে যায় বিমল গুরুংয়ের দল ৷ রাজনৈতিকমহলের একাংশের মতে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতাকে ভালভাবে নেয়নি পাহাড়বাসী । সেকারণেই ফের নিজের মাটি শক্ত করতেই স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি তুলল মোর্চা ।

কালিম্পং, 23 মার্চ : ‘‘জিটিএ নির্বাচন নয় । তার পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি পূরণ করুক ।’’ মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের ঠিক আগে এই বার্তা দিয়েই পোস্টার পড়ল পাহাড়জুড়ে । পোস্টার ফেলেছে খোদ তৃণমূল কংগ্রেসের অঘোষিত জোট সঙ্গী বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা । ওই পোস্টার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে । তবে কি পৌরসভা নির্বাচনের পর ফের দূরত্ব বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিমল গুরুংয়ের মধ্যে ? (Gorkha Janmukti Morcha demand separate state) ।

বুধবার দার্জিলিং, কালিম্পংয়ের একাধিক জায়গায় পোস্টারিং করে গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী-সমর্থকরা । সেইসমস্ত পোস্টারে জিটিএ নির্বাচনের বিরোধীতা করেছে মোর্চা । শুধু তাই নয়, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান হিসেবে জিটিএ'কে বাতিল করে হয় পৃথক রাজ্য অথবা স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের দাবিও জানানো হয়েছে । মোর্চার এহেন দাবিতে ফের একবার পাহাড়ের রাজনৈতিক তাপমাত্রার পারদ বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

গোর্খা জনমুক্তি মোর্চার কালিম্পং জেলার মুখপাত্র উমা পৌদয়াল বলেন, ‘‘আমরা জিটিএ নির্বাচন চাই না । মুখ্যমন্ত্রী যে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই আগে পূরণ করুক । জিটিএ বাতিল করে পৃথক রাজ্য অথবা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল করা হোক ।’’

আরও পড়ুন : জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

বিধানসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবির পরিবর্তে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি । পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দিয়ে আসেন । সেইসঙ্গে দ্রুত পাহাড়ে জিটিএ ও পঞ্চায়েত নির্বাচনের কথাও ঘোষণা করেছিলেন তিনি । ওই প্রতিশ্রুতির উপর ভর করেই বিধানসভা ও দার্জিলিং পৌরসভা নির্বাচনে আসন সমঝোতা করে লড়াই করে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূল কংগ্রেস । কিন্তু পৌরসভা নির্বাচনে কারও ফল আশানরূপ হয়নি । কার্যত অস্তিত্ব সংকটে পড়ে যায় বিমল গুরুংয়ের দল ৷ রাজনৈতিকমহলের একাংশের মতে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতাকে ভালভাবে নেয়নি পাহাড়বাসী । সেকারণেই ফের নিজের মাটি শক্ত করতেই স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি তুলল মোর্চা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.