শিলিগুড়ি, 7 এপ্রিল: পাচার রোধে ফের বড় সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ । সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফাটাপুকুর এলাকার জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট কোটি টাকার বেআইনি সোনা উদ্ধার করেছেন কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দারা ৷ ঘটনায় ভিন রাজ্যের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ডিআরআই (ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স)। ধৃতদের মধ্যে একজন মহিলা ৷
জানা গিয়েছে, অভিনব কায়দায় সোনা লুকিয়ে পাচারের ছক কষে ওই পাচারকারীরা । চারচাকা গাড়ির ইঞ্জিনের মধ্যে আলাদা চেম্বার বানিয়ে ওই সোনা লুকিয়ে রাখা হয় । কিন্তু তাদের সেই প্রচেষ্টায় জল ঢেলে দেয় ডিআরআই । এই অভিযানে উদ্ধার হওয়া সোনার পরিমাণ 14 কেজি 428 গ্রাম ৷ ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মার্ক চিঙ্গাসাইয়ানপ্পাউয়া এবং লিয়ানং ইহলুনি । এরা দু'জনেই মিজোরামের বাসিন্দা । শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ডিআরআই ।
আরও জানা গিয়েছে, ধৃত দুই মিজোরামের বাসিন্দা চোরাইপথে ওই সোনা মায়ানমার থেকে কলকাতার নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ৷ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত পার হয়ে ওই সোনা ভারতে ঢোকে । সেখানে হাতবদল হয়ে অসমে পৌঁছয় । এরপর ওই সোনা নিয়ে পাচারকারীরা অসম থেকে এরাজ্যে ঢোকে ৷ এরপর ফের তা হাতবদল করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল পাচারকারীদের তরফে । একটি ছোট চারচাকা গাড়ির মধ্যে বিশেষ চেম্বার করে তাতে লুকিয়ে সোনা পাচারের ছক কষা হয়েছিল ৷
আরও পড়ুন: পাঁচটি ব্যাগে মিলল 7 কোটি টাকা ! গ্রেফতার বাসযাত্রী
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফাটাপুকুর এলাকার পানিকৌরিতে জাতীয় সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয় । তল্লাশি চালাতেই উদ্ধার হয় সেখান থেকে উদ্ধার হয় 13টি সোনার বাট । যেগুলি পাইপ আকৃতিতে রাখা হয়েছিল । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 8 কোটি 61 লক্ষ 46 হাজার টাকা । এই বিষয়ে ডিআরআই-এর আইনজীবী ত্রিদিপ সাহা বলেন,"এই সোনা কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । চোখে ধুলো দিতে সোনার বাটগুলিকে পাইপের আকারে বানিয়ে সেগুলিকে গাড়ির ভিতর একটি বিশেষ চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল ৷"