ETV Bharat / state

GNLF on Hill Strike: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বঙ্গভঙ্গ ইস্যুতে পাহাড়ে বনধ ! সমর্থন করছে না জিএনএলএফ - gnlf does not support darjeeling strike

কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৷ আর সেদিনই 12 ঘণ্টার পাহাড় বনধ ৷ তবে একে সমর্থন জানাচ্ছে না জিএনএলএফ ৷ অন্যদিকে, মাধ্যমিক পর্ষদ সভাপতিকে ফোন বিনয় তামাং জানিয়েছেন, পরীক্ষার্থীদের কোনও অসুবিধে হবে না (Strike in Darjeeling Hill) ৷

Strike
পাহাড়ে বনধ
author img

By

Published : Feb 22, 2023, 12:55 PM IST

Updated : Feb 22, 2023, 2:01 PM IST

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন দার্জিলিংয়ে পাহাড় বনধ

দার্জিলিং, 22 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই পাহাড় বনধের ডাক বিরোধীদের ৷ 23 ফেব্রুয়ারি 12 ঘণ্টার পাহাড় বনধের ডাক দিয়েছে অজয় এডওয়ার্ডয়ের নেতৃত্বাধীন হামরো পার্টি ৷ বনধকে সমর্থন জানিয়েছেন বিনয় তামাং ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ৷ কিন্তু এই পাহাড় বনধকে সমর্থন না-করে অবস্থান পরিবর্তন করল বিরোধী জোট সঙ্গী জিএনএলএফ ৷ দলের নেতৃত্বরা সাফ জানিয়ে দিয়েছে, বঙ্গভঙ্গ ইস্যুতে রাজ্যের বিরোধিতা করলেও পাহাড় বনধকে তারা কোনওভাবে সমর্থন করছে না ৷ পাহাড়ের মানুষকে আর বনধের নামে সমস্যায় ঠেলে দিতে রাজি নয় জিএনএলএফ ৷ গোর্খা রঙ্গমঞ্চের ডাকা এই বনধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক ও পুলিশ সুপার ৷

জিএনএলএফ-এর এই অবস্থানের পরেই অস্বস্তিতে বিরোধী শিবির ৷ অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছে বিরোধী শিবির ৷ এরইমধ্যে এই বনধের ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধে বা সমস্যা হবে না ৷ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ শাখার সভাপতিকে ফোন করে অভয় বাণী দিয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং ৷ মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বনধ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জোরজবরদস্তি করে বনধ করতে চাইলে কড়া আইনি পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন পুলিশ ও প্রশাসনকে ৷

আরও পড়ুন: বঙ্গভঙ্গ ইস্যুতে বনধ করলে রেয়াত নয়, শিলিগুড়িতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

জিএনএলএফ-এর দার্জিলিং শাখার সভাপতি সন্দীপ লিম্বু এ প্রসঙ্গে বলেন, "রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছে, সেটা সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক ৷ জিএনএলএফ সেই প্রস্তাবের বিরোধিতা করে ৷ বিধানসভায় পাহাড়ের বিধায়করা সরবও হয়েছিলেন ৷ কিন্তু তার মানে এই নয় ফের একবার পাহাড়ে বনধ ডাকতে হবে ৷ আমাদের দল কোনওভাবে এই বনধকে সমর্থন করে না ৷ তাই পাহাড়বাসী যেন বনধের নামে আতঙ্কিত না-হয় ৷" অন্যদিকে বিনয় তামাং বলেন, "আমরা শান্তিপূর্ণ বনধ ডেকেছি ৷ পাহাড়বাসী আমাদের সঙ্গে রয়েছেন ৷ আমরা কোনওভাবে জোর করে বনধ করব না ৷ কোথাও পিকেটিং করা হবে না ৷ সব জরুরি পরিষেবা খোলা থাকবে এবং তাতে বাধা দেওয়া হবে না ৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধে না-হয় সেদিকে নজর রাখা হবে ৷ বোর্ডের সভাপতিকে আমি নিজে ফোন করে আশ্বাস দিয়েছি ।"

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন দার্জিলিংয়ে পাহাড় বনধ

দার্জিলিং, 22 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই পাহাড় বনধের ডাক বিরোধীদের ৷ 23 ফেব্রুয়ারি 12 ঘণ্টার পাহাড় বনধের ডাক দিয়েছে অজয় এডওয়ার্ডয়ের নেতৃত্বাধীন হামরো পার্টি ৷ বনধকে সমর্থন জানিয়েছেন বিনয় তামাং ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ৷ কিন্তু এই পাহাড় বনধকে সমর্থন না-করে অবস্থান পরিবর্তন করল বিরোধী জোট সঙ্গী জিএনএলএফ ৷ দলের নেতৃত্বরা সাফ জানিয়ে দিয়েছে, বঙ্গভঙ্গ ইস্যুতে রাজ্যের বিরোধিতা করলেও পাহাড় বনধকে তারা কোনওভাবে সমর্থন করছে না ৷ পাহাড়ের মানুষকে আর বনধের নামে সমস্যায় ঠেলে দিতে রাজি নয় জিএনএলএফ ৷ গোর্খা রঙ্গমঞ্চের ডাকা এই বনধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক ও পুলিশ সুপার ৷

জিএনএলএফ-এর এই অবস্থানের পরেই অস্বস্তিতে বিরোধী শিবির ৷ অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছে বিরোধী শিবির ৷ এরইমধ্যে এই বনধের ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধে বা সমস্যা হবে না ৷ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ শাখার সভাপতিকে ফোন করে অভয় বাণী দিয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং ৷ মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বনধ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জোরজবরদস্তি করে বনধ করতে চাইলে কড়া আইনি পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন পুলিশ ও প্রশাসনকে ৷

আরও পড়ুন: বঙ্গভঙ্গ ইস্যুতে বনধ করলে রেয়াত নয়, শিলিগুড়িতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

জিএনএলএফ-এর দার্জিলিং শাখার সভাপতি সন্দীপ লিম্বু এ প্রসঙ্গে বলেন, "রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছে, সেটা সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক ৷ জিএনএলএফ সেই প্রস্তাবের বিরোধিতা করে ৷ বিধানসভায় পাহাড়ের বিধায়করা সরবও হয়েছিলেন ৷ কিন্তু তার মানে এই নয় ফের একবার পাহাড়ে বনধ ডাকতে হবে ৷ আমাদের দল কোনওভাবে এই বনধকে সমর্থন করে না ৷ তাই পাহাড়বাসী যেন বনধের নামে আতঙ্কিত না-হয় ৷" অন্যদিকে বিনয় তামাং বলেন, "আমরা শান্তিপূর্ণ বনধ ডেকেছি ৷ পাহাড়বাসী আমাদের সঙ্গে রয়েছেন ৷ আমরা কোনওভাবে জোর করে বনধ করব না ৷ কোথাও পিকেটিং করা হবে না ৷ সব জরুরি পরিষেবা খোলা থাকবে এবং তাতে বাধা দেওয়া হবে না ৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধে না-হয় সেদিকে নজর রাখা হবে ৷ বোর্ডের সভাপতিকে আমি নিজে ফোন করে আশ্বাস দিয়েছি ।"

Last Updated : Feb 22, 2023, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.