দার্জিলিং, 14 অগস্ট: উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে এবার একত্রিত হল তিনটি রাজনৈতিক দল । ইতিমধ্যে রবিবার ওই বিষয়ে দার্জিলিংয়ের সিংমারিতে বৈঠক সেরেছে ওই তিন রাজনৈতিক দল । ওই তিনটি দল হল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা ও বীর বিরসা মুন্ডা উন্মীলন সমিতি ৷ এই তিনদলের নেতৃত্ব ওই বৈঠকে উপস্থিত ছিলেন । এই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে ।
2024-এ লোকসভা নির্বাচন । আর লোকসভা নির্বাচন এলেই প্রতিবারই পৃথক রাজ্যের দাবিকে ইস্যু করে রাজনৈতিক দলগুলি । তবে প্রশ্ন উঠছে, মোর্চার অবস্থান নিয়ে । পাহাড়ের পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবির পর এবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিকে সমর্থন জানানোয় বিমল গুরুং ও রোশন গিরিদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে আগামীতে ওই তিনটি দল একত্রিত হয়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামবে বলে জানা গিয়েছে ।
রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, কেপিপি-র সভাপতি অধীর রায়, সহ-সভাপতি বুধারু রায়, বীর বিরসা মুন্ডা উন্মীলন সমিতির তরফে কিশোর ব্রজ ৷ কেপিপির সহ-সভাপতি বুধারু রায় বলেন, "গোর্খা জনমুক্তি মোর্চা, কেপিপি ও বীর বিরসা মুন্ডা উন্মীলন সমিতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে লড়াই করবে ।" ওই তিনটি রাজনৈতিক দল ছাড়াও উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি জানানো অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও একত্রিত করা হবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: গরমের ছুটির প্রসঙ্গ তুলে এবার রাজ্য ভাগের দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের
এর আগে উত্তরবঙ্গর বঞ্চনার কথা তুলে ধরে পৃথক রাজ্যের কথা শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির জন বারলা, নিশীথ প্রামাণিক, বিজেপি সাংসদ থেকে বিধায়কদের গলায় । পাশাপাশি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও । সব মিলিয়ে একদিকে পৃথক রাজ্যের দাবিতে গোর্খাল্যান্ড, আর অন্যদিকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যর দাবিতে ফের সরগরম রাজনৈতিক মহল ।