দার্জিলিং, 5 জুন : জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) নির্বাচনের মনোনয়নের পালা মিটতেই পাহাড়ের নির্বাচনী ময়দানে এক নতুন সমীকরণের উত্থান । যেখানে জিটিএ নির্বাচনের তীব্র বিরোধিতা করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতি বিমল গুরুং(Bimal Gurung)-সহ গোটা দলের নেতা কর্মী সমর্থকরা । শুধু তাই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে একপ্রকার জেহাদ ঘোষণা করে আমরণ অনশন শুরু করেছিলেন বিমল গুরুং । পরবর্তীতে তিনি অনশনের কারণে শারীরিক অসুস্থ হয়ে পড়ায় এখন সিকিমে চিকিৎসাধীন । আর সেই দলেরই নেতা, কর্মী ও সমর্থকরা জিটিএ নির্বাচনে নির্দল হিসাবে লড়ছে (GJM contesting in every seat as an independent at GTA election) ৷ তাও আবার একটা দুটো আসনে নয়, সবকটি আসনে । আর মোর্চার দলীয় নেতা-কর্মীদের এই অবস্থানেই হতবাক রাজ্য রাজনীতি ।
জিটিএ (Gorkhaland Territorial Administration) নির্বাচনের 45 টি আসনের মধ্যে 35 টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি থেকে ব্লক কমিটি ও বুথ কমিটির পদাধিকারীরা । বাকি 10 টি আসনে প্রার্থী করা হয়েছে মোর্চার সাধারণ কর্মীদের । তালিকায় মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লোপসাং লামা, সহকারী সম্পাদক দীপেন্দ্র দেওয়ান-সহ একাধিক নেতারা । যদি জিটিএ নির্বাচনের বিরোধিতা করে বয়কটেরই সিদ্ধান্ত নিয়েছিল মোর্চা তবে কেন নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে দলেরই নেতা, কর্মীরা?
এখন এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে শৈলরানীতে । যদিও মোর্চার ওই বিষয়টিকে সম্পূর্ণ নির্বাচনী কৌশল বলে মনে করছে রাজনৈতিকমহল । এমনকী ওই ঘটনার পর বিমল গুরুংয়ের অনশনকেও পাবলিসিটি স্টান্ট বলে কটাক্ষ করেছে অনেক বিরোধী রাজনৈতিক দলের নেতারা ।
গোর্খা জনমুক্তি মোর্চার সহ-সভাপতি লোপসাং লামা বলেন, "দলের সভাপতি জিটিএ নির্বাচনের বিরোধিতা করেছেন । তিনি এখন অসুস্থ । সেজন্য আমরা নির্দল হিসেবে প্রতিটি আসনে লড়ছি । দল থেকে পদত্যাগ করে আমরা মনোনয়ন দিয়েছি । কারণ জিটিএ ব্যর্থ, আর জিটিএ পাহাড় ও পাহাড়বাসীর লক্ষ্য পূরণ করতে পারবে না । সেজন্য জিটিএ'র বিরোধিতা করতে গেলে, জিটিএ'র মধ্যে থেকে করতে হবে । এখন আমাদের লক্ষ্য জিতে আসা ।" সহকারী সম্পাদক দীপেন্দ্র দেওয়ান বলেন, "আমরা একটা নির্দল হিসেবে একটা ফোরাম তৈরি করে প্রতিদ্বন্দ্বিতা করছি । প্রতিটি আসনেই লড়ছি আমরা । কারণ আমরা লড়াই না করলে যাঁরা এর আগে, যেমন অনিত থাপা, বিনয় তামাং জিটিএ চালিয়েছে, তাঁদের হাতেই ফের চলে যাবে । সেই পরিকল্পনা আটকাতেই আমরা লড়ছি ।" ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা (Anit Thapa) অবশ্য বলেন, "কেউ নির্দল নয় । ঘুরিয়ে গোর্খা জনমুক্তি মোর্চাই লড়ছে । তাতে কোনও অসুবিধা নেই । এটা তাদের নির্বাচনী কৌশল । গণতন্ত্রে সবার নির্বাচনে লড়ার সুযোগ রয়েছে ।"
আরও পড়ুন : GTA Election : পাহাড়ে জিটিএ নির্বাচন বন্ধের দাবিতে ফের হাইকোর্টে মামলা
রাজনৈতিকমহলের একাংশের মতে, অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অঘোষিত একটা জোট করেই লড়ছে । হামরো পার্টি এককভাবে লড়লেও জিটিএ'র গ্রামীণ এলাকায় সবেমাত্র সংগঠন তৈরি করেছে তারা । ফলে সাংগঠনিক দিক দিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি । এমত অবস্থায় অনিত থাপা ও বিনয় তামাংকে খোলা ময়দান দিতে নারাজ বিমল গুরুং । সেকারণেই দলের নেতৃত্বদের লড়াইয়ের জন্য নামিয়েছেন তিনি । তবে নির্দল হিসাবে লড়াইয়ের কারণ হল, যেহেতু বিমল গুরুং জিটিএ নির্বাচনের বিরোধিতা করে বয়কটের সিদ্ধান্ত জানিয়েছিলেন, সেকারণে মোর্চার পতাকা ও প্রতীকে লড়লে দ্বিচারিতা হয়ে যাবে । সেজন্য সেফ সাইড খেলতে নির্দল হিসাবে ময়দানে নেমেছে মোর্চা (GTA election)।