ETV Bharat / state

Girl Body Recovered: চা বাগান থেকে উদ্ধার নাবালিকার দেহ, খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে - Police Searching for Accused

শিলিগুড়িতে চা বাগান থেকে উদ্ধার হয়েছে নাবালিকার দেহ (Girl Body Recovered) । অপহরণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ।

Girl Body Recovered from tea garden in Siliguri
Girl Body Recovered from tea garden in Siliguri
author img

By

Published : Dec 14, 2022, 12:07 PM IST

চা বাগান থেকে উদ্ধার নাবালিকার দেহ

শিলিগুড়ি, 14 ডিসেম্বর: নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল শিলিগুড়িতে ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । মঙ্গলবার মাঝরাতে চা বাগান এলাকায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে (Girl Body Recovered from tea garden) ।

জানা গিয়েছে, পরীক্ষা (Exam) ছিল তাঁর ৷ পরীক্ষা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিল বছর 12'র ওই স্কুল ছাত্রী । যদিও বাড়ি ফেরা হয়নি তার । আটদিন আগে নিখোঁজ হয়েছিল ওই নাবালিকা । পরিবারের তরফে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) প্রধাননগর থানায় দায়ের করা হয়েছিল নিখোঁজের অভিযোগ ।

পরিবার অভিযোগ জানিয়েছিল, প্রতিবেশীর জামাই ওই নাবালিকাকে অপহরণ (Kidnap) করেছে । এরপরেই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। যদিও এখনও অভিযুক্তের খোঁজ মেলেনি । তারপরেই মঙ্গলবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন সুকনার একটি চা বাগান থেকে ওই নাবালিকা পচা-গলা দেহ উদ্ধার হয় (Minor Girl Body Recovered) ।

মৃত ওই নাবালিকা শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকার বাসিন্দা । নাম কৃষ্ণা ছেত্রী । সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল (Class Eight Student) । পরীক্ষার দিন নির্দিষ্ট সময়েই স্কুলে গিয়েছিল । পরীক্ষা শেষে স্কুল থেকে বের হওয়ার পর এক অপরিচিত মহিলার সঙ্গে তাকে দেখা গিয়েছিল বলেই প্রাথমিকভাবে খবর মিলেছে । এরপর দেবীডাঙার একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) দেখা গিয়েছে, প্রতিবেশী প্রদীপকুমার রায়ের জামাই মনোজ ওই নাবালিকাকে বাইকে করে কোথাও নিয়ে যাচ্ছে ।

আরও পড়ুন: শিলিগুড়িতে শাড়ি পরে সেজেগুজে আত্মহত্যা ছাত্রের

সামগ্রিক ঘটনার ভিত্তিতে তদন্তে নামে প্রধাননগর থানার পুলিশ । ধূপগুড়িতে অভিযুক্তের বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ আধিকারিকরা । কিন্তু লাভ হয়নি । এখনও পলাতক মনোজ রায় । পুলিশ কমিশনার (Police Commissioner) অখিলেশ চতুর্বেদী জানান, দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত চলছে । অভিযুক্তের খোঁজ চলছে (Police Searching for Accused) ।

চা বাগান থেকে উদ্ধার নাবালিকার দেহ

শিলিগুড়ি, 14 ডিসেম্বর: নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল শিলিগুড়িতে ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । মঙ্গলবার মাঝরাতে চা বাগান এলাকায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে (Girl Body Recovered from tea garden) ।

জানা গিয়েছে, পরীক্ষা (Exam) ছিল তাঁর ৷ পরীক্ষা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিল বছর 12'র ওই স্কুল ছাত্রী । যদিও বাড়ি ফেরা হয়নি তার । আটদিন আগে নিখোঁজ হয়েছিল ওই নাবালিকা । পরিবারের তরফে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) প্রধাননগর থানায় দায়ের করা হয়েছিল নিখোঁজের অভিযোগ ।

পরিবার অভিযোগ জানিয়েছিল, প্রতিবেশীর জামাই ওই নাবালিকাকে অপহরণ (Kidnap) করেছে । এরপরেই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। যদিও এখনও অভিযুক্তের খোঁজ মেলেনি । তারপরেই মঙ্গলবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন সুকনার একটি চা বাগান থেকে ওই নাবালিকা পচা-গলা দেহ উদ্ধার হয় (Minor Girl Body Recovered) ।

মৃত ওই নাবালিকা শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকার বাসিন্দা । নাম কৃষ্ণা ছেত্রী । সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল (Class Eight Student) । পরীক্ষার দিন নির্দিষ্ট সময়েই স্কুলে গিয়েছিল । পরীক্ষা শেষে স্কুল থেকে বের হওয়ার পর এক অপরিচিত মহিলার সঙ্গে তাকে দেখা গিয়েছিল বলেই প্রাথমিকভাবে খবর মিলেছে । এরপর দেবীডাঙার একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) দেখা গিয়েছে, প্রতিবেশী প্রদীপকুমার রায়ের জামাই মনোজ ওই নাবালিকাকে বাইকে করে কোথাও নিয়ে যাচ্ছে ।

আরও পড়ুন: শিলিগুড়িতে শাড়ি পরে সেজেগুজে আত্মহত্যা ছাত্রের

সামগ্রিক ঘটনার ভিত্তিতে তদন্তে নামে প্রধাননগর থানার পুলিশ । ধূপগুড়িতে অভিযুক্তের বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ আধিকারিকরা । কিন্তু লাভ হয়নি । এখনও পলাতক মনোজ রায় । পুলিশ কমিশনার (Police Commissioner) অখিলেশ চতুর্বেদী জানান, দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত চলছে । অভিযুক্তের খোঁজ চলছে (Police Searching for Accused) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.