ETV Bharat / state

কৃষক আন্দোলনের 'ভয়' ! গজলডোবার প্রকল্প সরানোর ইঙ্গিত গৌতমের - Gazlodoba

"আমরা চাই না কারও মনে দুঃখ দিতে । BJP এটা নিয়ে একটা ইশু তৈরি করতে চাইছে । আমরা কৃষি আন্দোলন করে এসেছি । এই বিষয়গুলি জানি । এটা নিয়ে কোনও অশান্তি চাই না ।" গজলডোবায় গিয়ে একথা বললেন গৌতম দেব ।

গৌতম দেব
author img

By

Published : Jun 7, 2019, 9:17 PM IST

Updated : Jun 7, 2019, 9:41 PM IST

শিলিগুড়ি, 7 জুন : প্রয়োজনে সরানো হতে পারে গজলডোবার প্রকল্প । কারণ কৃষকদের সঙ্গে সংঘাত চায় না সরকার । আজ গজলডোবায় গিয়ে এই ইঙ্গিত দিলেন গৌতম দেব ।

বেশ কয়েকদিন ধরে হেলিপ্যাড নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গজলডোবা । কৃষকদের আন্দোলনের জেরে 'ভোরের আলো' প্রকল্পের কাজ বন্ধ । এই সমস্যা সমাধানের জন্য সরকারের তরফে বৈঠকের আয়োজন করা হয় । সেই বৈঠকে তাঁরা যোগ দেননি । এরপর আজ ফের জমি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শনে যান গৌতম দেব । সেখানে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা ।

কৃষক আন্দোলন প্রসঙ্গে গৌতমবাবু বলেন, "আমি বিক্ষোভ দেখে পালিয়ে যায়নি । বরং তাঁদের সঙ্গে আলোচনা করতে এগিয়ে গেছিলাম । ওঁরাই আলোচনা করলেন না । চাই না কারও মনে দুঃখ দিতে । BJP এটা নিয়ে একটা ইশু তৈরি করতে চাইছে । আমরা কৃষি আন্দোলন করে এসেছি । এই বিষয়গুলি জানি । এটা নিয়ে আমরা কোনও অশান্তি চাই না । ওখানে আরও 199 একর ফাঁকা জমি আছে । দরকার পড়লে আমরা বিকল্প জমি খোঁজার চেষ্টা করব । এখানে যাদের জমি আছে তাঁরা তাঁদের প্রয়োজনীয় নথি দেখাতে পারলে আমরা জমি নেব না । আমি এই রকম একটা রিপোর্ট সরকারকে দেব । এখানে কয়েকজন BJP-র লোক আন্দোলনের নামে অসভ্যতা করছে । এবিষয়ে আলোচনা করা দরকার । আমি বলেছি ওখানে কারো জমিতে পাট্টা দেওয়া থাকলে তাঁর জমি দখল করা হবে না । সরকারের অনেক জমি আছে আমরা সেটি দেখছি । বাঙালকে কাঙাল বানানোর পরিকল্পনা নিচ্ছে BJP । কিন্তু, আমরা BJP-কে কোনও সুযোগ দেব না ।"

ভিডিয়োয় শুনুন গৌতম দেবের বক্তব্য

এছাড়াও, আজ প্রকল্প এলাকাটি ঘুরে দেখেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । সেখানে বৃক্ষরোপন ছাড়াও জলাশয়ে মাছ ছাড়া হয় । গৌতমবাবু জানান ইতিমধ্যেই ছয়টি কটেজ এখানে তৈরি হয়েছে । আরও কিছু কটেজ বানানো হচ্ছে । মোট 40টি কটেজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । এটি দেশের সেরা পর্যটন প্রকল্প ।

goutam
জলাশয়ে মাছ ছাড়ছেন গৌতমবাবু

শিলিগুড়ি, 7 জুন : প্রয়োজনে সরানো হতে পারে গজলডোবার প্রকল্প । কারণ কৃষকদের সঙ্গে সংঘাত চায় না সরকার । আজ গজলডোবায় গিয়ে এই ইঙ্গিত দিলেন গৌতম দেব ।

বেশ কয়েকদিন ধরে হেলিপ্যাড নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গজলডোবা । কৃষকদের আন্দোলনের জেরে 'ভোরের আলো' প্রকল্পের কাজ বন্ধ । এই সমস্যা সমাধানের জন্য সরকারের তরফে বৈঠকের আয়োজন করা হয় । সেই বৈঠকে তাঁরা যোগ দেননি । এরপর আজ ফের জমি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শনে যান গৌতম দেব । সেখানে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা ।

কৃষক আন্দোলন প্রসঙ্গে গৌতমবাবু বলেন, "আমি বিক্ষোভ দেখে পালিয়ে যায়নি । বরং তাঁদের সঙ্গে আলোচনা করতে এগিয়ে গেছিলাম । ওঁরাই আলোচনা করলেন না । চাই না কারও মনে দুঃখ দিতে । BJP এটা নিয়ে একটা ইশু তৈরি করতে চাইছে । আমরা কৃষি আন্দোলন করে এসেছি । এই বিষয়গুলি জানি । এটা নিয়ে আমরা কোনও অশান্তি চাই না । ওখানে আরও 199 একর ফাঁকা জমি আছে । দরকার পড়লে আমরা বিকল্প জমি খোঁজার চেষ্টা করব । এখানে যাদের জমি আছে তাঁরা তাঁদের প্রয়োজনীয় নথি দেখাতে পারলে আমরা জমি নেব না । আমি এই রকম একটা রিপোর্ট সরকারকে দেব । এখানে কয়েকজন BJP-র লোক আন্দোলনের নামে অসভ্যতা করছে । এবিষয়ে আলোচনা করা দরকার । আমি বলেছি ওখানে কারো জমিতে পাট্টা দেওয়া থাকলে তাঁর জমি দখল করা হবে না । সরকারের অনেক জমি আছে আমরা সেটি দেখছি । বাঙালকে কাঙাল বানানোর পরিকল্পনা নিচ্ছে BJP । কিন্তু, আমরা BJP-কে কোনও সুযোগ দেব না ।"

ভিডিয়োয় শুনুন গৌতম দেবের বক্তব্য

এছাড়াও, আজ প্রকল্প এলাকাটি ঘুরে দেখেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । সেখানে বৃক্ষরোপন ছাড়াও জলাশয়ে মাছ ছাড়া হয় । গৌতমবাবু জানান ইতিমধ্যেই ছয়টি কটেজ এখানে তৈরি হয়েছে । আরও কিছু কটেজ বানানো হচ্ছে । মোট 40টি কটেজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । এটি দেশের সেরা পর্যটন প্রকল্প ।

goutam
জলাশয়ে মাছ ছাড়ছেন গৌতমবাবু
Intro:সংঘাত চায় না সরকার, সরানো হতে পারে প্রকল্প

গজলডোবায় কিছু কৃষকের আন্দোলনের জেরে ওই এলাকায় হেলিপ্যাড নির্মাণের প্রকল্প থেকে হাত গুটিয়ে নিয়ে পারে সরকার। আজ এমনটাই জানিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
সকালে তিনি গজলডোবা যাওয়ার পথে এলাকায় বিক্ষোভের মুখেও পড়েন। পরে তিনি বলেন বিজেপি এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে। গ্রামের মানুষের সাথে সংঘাত নেই। আমরা অশান্তি সংঘাত চাইছি না। বিকল্প জমিও সরকারের হাতে আছে। যে নিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব।

আজ ভোরের আলো প্রকল্প এলাকাটি ঘুরে দেখেন মন্ত্রী গৌতম দেব। সেখানে বৃক্ষরোপন ছাড়াও জলাশয়ে মাছ ছাড়া হয়। গৌতম দেব জানান ইতিমধ্যেই ছয়টি কটেজ এখানে তৈরি হয়েছে। আরো কিছু কটেজ বানানো হচ্ছে। মোট চল্লিশটি কটেজ গড়ে তোলার লক্ষমাত্রা রাখা হয়েছে। এটি দেশের সেরা পর্যটন প্রকল্প।
এদিন প্রস্তাবিত হেলিপ্যাড এর জমিতে কাজ শুরুর আগেই কৃষক আন্দোলন প্রসংগে মন্ত্রী বলেন আমি বিক্ষোভ দেখে পালাইনি। বরং আলোচনা করতে এগিয়ে গেলাম। ওরাই আলোচনা করলেন না। আমরা কৃষকের জমি নেই নি। কিন্তু বিজেপি উত্তরবঙ্গ জুড়ে ইস্যু খুঁজছে। তাই কাউকে সামান্যতম চান্স দিতে চাই না। বিকল্প জমি মজুদ রয়েছে। কৃষকদের বলেছি যা বক্তব্য আমাদের জানান। প্রয়োজনে আবার ওদের কাছে যাব। যেখানে ওদের ইচ্ছে সেখানে মিটিং করতে রাজি আছি। কৃষকদের সঙ্গে আমাদের সংঘাত নেই।


Body:।


Conclusion:
Last Updated : Jun 7, 2019, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.