শিলিগুড়ি, 7 জুন : প্রয়োজনে সরানো হতে পারে গজলডোবার প্রকল্প । কারণ কৃষকদের সঙ্গে সংঘাত চায় না সরকার । আজ গজলডোবায় গিয়ে এই ইঙ্গিত দিলেন গৌতম দেব ।
বেশ কয়েকদিন ধরে হেলিপ্যাড নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গজলডোবা । কৃষকদের আন্দোলনের জেরে 'ভোরের আলো' প্রকল্পের কাজ বন্ধ । এই সমস্যা সমাধানের জন্য সরকারের তরফে বৈঠকের আয়োজন করা হয় । সেই বৈঠকে তাঁরা যোগ দেননি । এরপর আজ ফের জমি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শনে যান গৌতম দেব । সেখানে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা ।
কৃষক আন্দোলন প্রসঙ্গে গৌতমবাবু বলেন, "আমি বিক্ষোভ দেখে পালিয়ে যায়নি । বরং তাঁদের সঙ্গে আলোচনা করতে এগিয়ে গেছিলাম । ওঁরাই আলোচনা করলেন না । চাই না কারও মনে দুঃখ দিতে । BJP এটা নিয়ে একটা ইশু তৈরি করতে চাইছে । আমরা কৃষি আন্দোলন করে এসেছি । এই বিষয়গুলি জানি । এটা নিয়ে আমরা কোনও অশান্তি চাই না । ওখানে আরও 199 একর ফাঁকা জমি আছে । দরকার পড়লে আমরা বিকল্প জমি খোঁজার চেষ্টা করব । এখানে যাদের জমি আছে তাঁরা তাঁদের প্রয়োজনীয় নথি দেখাতে পারলে আমরা জমি নেব না । আমি এই রকম একটা রিপোর্ট সরকারকে দেব । এখানে কয়েকজন BJP-র লোক আন্দোলনের নামে অসভ্যতা করছে । এবিষয়ে আলোচনা করা দরকার । আমি বলেছি ওখানে কারো জমিতে পাট্টা দেওয়া থাকলে তাঁর জমি দখল করা হবে না । সরকারের অনেক জমি আছে আমরা সেটি দেখছি । বাঙালকে কাঙাল বানানোর পরিকল্পনা নিচ্ছে BJP । কিন্তু, আমরা BJP-কে কোনও সুযোগ দেব না ।"
এছাড়াও, আজ প্রকল্প এলাকাটি ঘুরে দেখেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । সেখানে বৃক্ষরোপন ছাড়াও জলাশয়ে মাছ ছাড়া হয় । গৌতমবাবু জানান ইতিমধ্যেই ছয়টি কটেজ এখানে তৈরি হয়েছে । আরও কিছু কটেজ বানানো হচ্ছে । মোট 40টি কটেজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । এটি দেশের সেরা পর্যটন প্রকল্প ।