শিলিগুড়ি, 31 ডিসেম্বর : "চেনা পিচে খেলা । তবে খেলার পরিসর কম রয়েছে । আমি হারতে অপছন্দ করি । শেষ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আমি অনেক কিছু শিখেছি । আর এই নির্বাচনের মাধ্যমে ফের একবার মানুষের মন জয় করার সুযোগ পাচ্ছি । এটাই আমার ফাইনাল ল্যাপ বলে মনে করছি ।" শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে (siliguri municipal corporation election) টিকিট পাওয়ার পর শুক্রবার এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের বিদায়ী চেয়ারম্যান গৌতম দেব ৷
এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গৌতম দেব ৷ এই নির্বাচনে 33 নম্বর ওয়ার্ড থেকে গৌতম দেবকে প্রার্থী করেছে তৃণমূল ৷ মনে করা হচ্ছে তাঁকে সামনে রেখেই শিলিগুড়ি পৌরনির্বাচনে লড়বে ঘাসফুল শিবির ৷ যদিও জিতলে কে মেয়র হবেন তা নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি তৃণমূল নেতৃত্ব ৷ গৌতম দেব এদিন বলেন, "ফের একবার মানুষের মন জয় করার সুযোগ এসেছে । পুরনোদের অভিজ্ঞতা এবং নতুনদের নিয়ে এবারে লড়াই । 47টি ওয়ার্ড জয়ের লক্ষ্যেই আমরা লড়াইয়ে নামছি ।"
আরও পড়ুন : তিন পৌরনিগমে প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, আসানসোলে লড়ছেন না জিতেন্দ্র
2021 বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে লড়েও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ৷